OnePlus Nord 3: ভারতের লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন, জানুন দাম ও ফিচারস

OnePlus Nord 3: ভারতের লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন, জানুন দাম ও ফিচারস

Onrplus nord 3: ভারতের লঞ্চ হতে চলেছে একটি সাশ্রয়ী দামের ওয়ানপ্লাস এর স্মার্টফোন। দুর্দান্ত ফিচার লোডেড থাকছে এই স্মার্টফোনটি।

ওয়ানপ্লাস ভারতে নিয়ে আসছে তাদের নতুন সস্তার স্মার্টফোন। সস্তায় ভারতে দুটি স্মার্টফোন নিয়ে আসা হবে, যাদের নাম OnePlus Nord 3 এবং OnePlus Nord CE3। নতুন ডিজাইন, সাশ্রয়ী দাম এবং একাধিক ফিচার থাকছে এই স্মার্টফোনে। বিশেষজ্ঞদের মতে এই রেঞ্জের বিভিন্ন স্মার্টফোনকে টেক্কা দেবে এই স্মার্টফোন।

একটি তথ্য থেকে জানা গিয়েছে স্মার্টফোনটির ফিচার গুলি সম্পর্কে, যেখানে বলা হয়েছে এই স্মার্টফোনে থাকছে ৬.৭৪ ইঞ্চির ১.৫K অ্যামোলেড ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এর সাথে। পাঞ্চ্ হোল ডিসপ্লে সেলফি ক্যামেরার জন্য দেয়া হবে, এছাড়াও থাকবে তিনটে ক্যামেরা সেটআপ পিছনের দিকে। মিডিয়াটে ডায়মেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহার করবে ওয়ানপ্লাস নর্ড থ্রি স্মার্টফোনটি। গ্রাফিক্সের জন্য দেয়া হয়েছে Mali G610 MC6 GPU। স্মার্টফোনটির পারফরম্যান্স হতে চলেছে দুর্দান্ত। এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১।

আরো পড়ুন -Redmi Smartphone: ফ্লিপকার্ট-এ এই স্মার্টফোনে থাকছে ২২,০০০ টাকার উপর ছাড়

এই স্মার্ট ফোনে থাকছে ৪,৫০০ থেকে ৫,০০০ mAh ব্যাটারি যা ১০০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও থাকছে ভলিউম রকার, পাওয়ার বাটন, অ্যালার্ট স্লাইডার ইত্যাদি ফিচার গুলিও। সবথেকে আকর্ষণীয় এই ফোনের ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল অমনিভিশন সেন্সর, এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডঅ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল নেমসেক সেন্সর।

Previous articlePrime Gaming: এক গুচ্ছ ফ্রি গেম লঞ্চ করতে চলেছে Amazon
Next articleRealme 10 Pro Coca-Cola Edition: ভারতে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply