ISRO Shukrayaan Mission: শুক্রযান লঞ্চে দেরি হতে পারে আরো ৭বছর, জানালো ISRO

ISRO Shukrayaan Mission: শুক্রযান লঞ্চে দেরি হতে পারে আরো ৭বছর, জানালো ISRO

ISRO Shukrayaan Mission: ভারতের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO জানিয়েছে তাদের নতুন শুক্রযান মিশনে দেরি হতে পারে আরো বেশ কয়েক বছর।

শুক্র গ্রহে ইসরোর তরফ থেকে মহাকাশযান পাঠানোর অভিযানে দেরি হতে পারে আরো বেশ কয়েক বছর। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই মিশনের অনুমতি দেওয়া হয়নি। জানা গিয়েছে সরকারের এখন প্রধান লক্ষ্য গগনযানের উপর। যে অভিযানে তারা মহাকাশচারীদের নিয়ে মহাকাশে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছে। বর্তমানে ইসরো এই অভিযানের উপর তাদের সমস্ত লক্ষ্য স্থির করেছে। চাঁদ এবং মঙ্গলে একটি সফল অভিযানের পর ইসরোর প্রস্তুতি চলছে এখন শুক্র গ্রহে অভিযানের উপর। তাদের নিজস্ব মহাকাশযান শুক্র গ্রহে পাঠানো হবে, যে মহাকাশযানটি শুক্র গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করে গ্রহ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করবে ইসরোকে।

আরো পড়ুন -নাসার কর্মচারীদের বেতন কত। কিভাবে নাসায় চাকরি পাওয়া যায়

শুক্র গ্রহে অভিযানের প্রথম ধারণা এসেছিল ২০১২ সালে, তখন থেকেই তারা ঠিক করেছিলেন শুক্র গ্রহে মহাকাশযান পাঠাবেন, যার সময় ঠিক হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাস। তবে সরকারের অনুমতি নিয়ে না পেলে দেরি হতে পারে অনেকটাই। ইসরোর অধ্যাপক সতীশ ধাওয়ান জানিয়েছেন শুক্র গ্রহের অভিযানের জন্য তারা এখনো সরকারের কাছ থেকে অনুমোদন পাননি, যদি অনুমোদন না পাওয়া যায় তবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই অভিযান সম্ভব হবে না পিছিয়ে যাবে ২০৩১ সাল পর্যন্ত।

Previous articleMotorola Moto E13: ভারতের লঞ্চ হতে চলেছে motorola নতুন স্মার্টফোন, জানুন দাম ও ফিচার
Next articlePoco X5 Pro: নতুন ফিচার নিয়ে হাজির পোকোর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচারস, স্পেসিফিকেশন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply