Motorola Moto E13: ভারতের লঞ্চ হতে চলেছে motorola নতুন স্মার্টফোন, জানুন দাম ও ফিচার

Motorola Moto E13: ভারতের বাজারে মোটোরোলার নতুন Moto E13 লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই।

মটোরোলা সম্প্রতি তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে, ভারতেও লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসেই। মোটোরোলা ই সিরিজের এই স্মার্টফোনটির দাম একটি এন্ট্রি লেভেল সিরিজের দামের সমান হতে চলেছে। স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে Moto E13।

মটোরোলার এই স্মার্টফোনটির ভারতীয় বাজারে দাম হতে পারে ১০০০০ টাকার কাছাকাছি। স্মার্টফোনে থাকছে বিভিন্ন ধরনের ফিচার। ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হবে এই ফোনে, যার রেজোলিউশন হবে ৭২০×১৬০০ পিক্সেল পর্যন্ত। এছাড়াও থাকছে ৬০Hz ২০:৯ অস্পেক্ট রেশিওর রিফ্রেশ রেট। ক্যামেরার জন্য দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ফ্রন্ট ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

আরো পড়ুন -Samsung Galaxy A34: নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং, জানুন দাম ও ফিচার

ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন লঞ্চ করা হতে পারে ভারতে, যার মধ্যে একটি ২ জিবি, ৬৪ স্টোরেজ এবং অন্যটি ৪ জিবি, ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। ফোনে ব্যাটারী থাকছে ৫০০০mAh যা ১০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্ট ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ Go Edition এর সঙ্গে লঞ্চ করা হবে। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টিভিটি মতো বিভিন্ন ফিচার গুলি থাকছে এই স্মার্টফোনে।

“Motorola Moto E13: ভারতের লঞ্চ হতে চলেছে motorola নতুন স্মার্টফোন, জানুন দাম ও ফিচার”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন