Samsung Galaxy A34: নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং, জানুন দাম ও ফিচার

Samsung Galaxy A34: নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং, জানুন দাম ও ফিচার

Samsung Galaxy A34: ভারতের বাজারে Samsung এর নতুন একটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। মিড রেঞ্জের এই স্মার্টফোনে থাকছে একাধিক ফিচার।

স্যামসাং ভারতের বাজারে নতুন একটি মিড-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। নতুন স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে Samsung Galaxy A34। এক নজরে স্মার্টফোনটির দাম ও স্পেসিফিকেশন গুলো দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A34 স্মার্টফোনের দাম ৩০,০০০ টাকার নিচে হবে বলেই জানা গিয়েছে। কোরিয়ান ও ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট Samsung Galaxy A34 স্মার্টফোনে থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটির ১০৮০ প্রসেসর, মার্কিন, ইন্ডিয়ান ও অন্যান্য ভ্যারিয়েন্ট Samsung Galaxy A34 স্মার্টফোনে থাকছে Exynos ১২৮০ প্রসেসর। ৬.৫ ইঞ্চি এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে স্মার্টফোনটিতে। এছাড়াও থাকছে ফ্রন্ট ক্যামেরার জন্য ডিউ ড্রপ নচ এবং ব্যাক ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকছে আরও দুটি ক্যামেরা অন্যান্য সেন্সরের জন্য। জানা গিয়েছে এই স্মার্টফোনের পিছনের ক্যামেরার কোন বাম্প থাকবে না।

আরো পড়ুন -Xiaomi: xiaomi স্মার্টফোন কিনছেন? সাবধান! এই দুটি ফোনে সাপোর্ট করবেনা jio 5g

ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh ব্যাটারি যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই স্মার্টফোনের রিটেল বক্সে কোন চার্জার দেওয়া হবে না। ফোনটি লক এবং আনলক এর জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে।

Previous articleElectric Vehicle: মাত্র ২৫,০০০ টাকায় আজই বুক করুন এই গাড়ি
Next articleActiva 6G Scooter: Honda-র নতুন প্রযুক্তির স্কুটার, দাম মাত্র ৭৪ হাজার টাকা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply