Xiaomi: xiaomi স্মার্টফোন কিনছেন? সাবধান! এই দুটি ফোনে সাপোর্ট করবেনা jio 5g

Xiaomi: xiaomi স্মার্টফোন কিনছেন? সাবধান! এই দুটি ফোনে সাপোর্ট করবেনা jio 5g

Xiaomi: আপনি যদি একটি শাওমি ইউজার হয়ে থাকেন বা আপনার যদি xiaomi ফোন ব্যবহার করতে ভালো লেগে থাকে তাহলে দুটি স্মার্টফোন থেকে আপনার দূরে থাকাই ভালো। কারণ এই দুটি হ্যান্ডসেটে জিও ফাইভ জি সাপোর্ট করবে না।

বর্তমানে মানুষ 4G থেকে 5G-র দিকে এগোচ্ছে। প্রযুক্তি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। ইতিমধ্যে দেশের ১৩৩ টি শহরে চালু হয়েছে জিওর ৫জি পরিষেবা। দিল্লি, কলকাতা, মুম্বাই এর মত শহর গুলিতে ইতিমধ্যে জিওর ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। ফাইভ জি পরিষেবা ব্যবহার করতে প্রয়োজন একটি 5g হ্যান্ডসেটের, তবে আপনার হ্যান্ডসেট যদি জিও ফাইভ জি সাপোর্ট না করে তবে আপনি 5g ব্যবহার করতে পারবেন না। অধিকাংশ স্মার্টফোনে জিওর ফাইভ জি ব্যবহারের লেটেস্ট সিস্টেম আপডেট রিলিজ হয়েছে, তবে শাওমির দুটি হ্যান্ডসেটে জিও ফাইভ জি সাপোর্ট করবে না।

শাওমির দুটি হ্যান্ডসেট রয়েছে যেগুলি জিও ফাইভ জি এর তালিকাভুক্ত করা হয়নি। তালিকাভুক্ত করা হয়েছে এমন কিছু স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে রেডমি, এমআই এবং শাওমির কিছু কিছু হ্যান্ডসেটে জিও ফাইভ জি সাপোর্ট করবেনা বলে জানানো হয়েছে।

আরো পড়ুন -Redmi 10 Power: অ্যামাজনে চলছে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস

জিও ট্রু ৫জি সাপোর্ট করবে না দুটি হ্যান্ডসেটে, যার মধ্যে রয়েছে শাওমি এম আই ১০ এবং শাওমি এম আই ১০ আই। শাওমির স্মার্টফোন দুটি প্রিমিয়াম লেভেলের হ্যান্ডসেট, এদের দাম প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। তবে এই স্মার্ট ফোন দুটিতে দেয়া হচ্ছে না জিওর ৫জি কানেকশন।

Previous articleBest Cars Under 10 lakhs: ১০ লাখের মধ্যে সেরা ৫টি গাড়ি
Next articleHop Leo electric Scooter: ৯৭০০০ টাকার ইলেকট্রিক স্কুটার, একবার চার্জে চলবে ১২০ কিমি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply