নাসা ‘ন্যাশনাল অ্যারোনেটিক এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ নাসার কর্মচারীদের বেতন কত বা কিভাবে নাসায় চাকরি পাওয়া যায় সেটার ব্যাপারে কৌতুহল হয়তো আপনার হতে পারে। অনেকেরই হয়তো ছোট থেকে নাসায় কাজ করার ইচ্ছা থাকে, আজ এই বিষয়ে কিছু তথ্য নিচে বিস্তারিত দেওয়া হলো।
নাসার কর্মচারীদের বেতন কত|নাসার বিজ্ঞানীদের বেতন কত
কিভাবে নাসায় চাকরি পাওয়া যায়
নাসায় যারা কাজ করে তাদের সমস্ত বেতন নির্ধারণ হয় আমেরিকার সরকারের বেতন রেখা অনুসারে। কারণ নাসা একটি সরকারি সংস্থা আমেরিকার সরকারের প্রতি বছরের অর্থ সাহায্যের দ্বারা পরিচালিত হয়। যারা নাসায় কাজ করে তারা প্রায় সবই আমেরিকার সরকারের কর্মচারী এবং প্রত্যেকে আমেরিকান। নাসায় কাজ করতে গেলে আপনাকে আমেরিকার নাগরিকত্ব পেতে হবে। বিদেশিদের সরাসরিভাবে নাসায় কাজ করার কোনো সুযোগ নেই। তবে এখানে আপনার আসা ভঙ্গের কোন জায়গা নেই। কারণ প্রতিবছর ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি চাকরির শূন্যপদ বের করে যেখানে আপনি আবেদন করতে পারবেন। এই চাকরিগুলি কোনটাই স্থায়ী চাকরি নয়, নির্দিষ্ট সময়সীমা বেঁধে চাকরি দেওয়া হয়। এই সমস্ত পদে যদি কেউ মননিত হয় তবে সে নাসায় কাজ করার সুযোগ পায় এবং এই সময়ের মধ্যেই আপনি আমেরিকায় স্থায়ী নাগরিকত্ব পদে আবেদন করার সুযোগ পাবেন। যাতে পরবর্তি কালে স্থায়ী ভাবে নাসায় কাজ করতে পারেন।
নাসায় চাকরি পেতে গেলে সর্বনিম্ন যে যোগ্যতা দরকার হয় তা হল বিজ্ঞান শাখায় ডিগ্রী। বিজ্ঞান বিভাগের মধ্যে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি বিভাগেও যদি গ্রাজুয়েট ডিগ্রী থাকে তাহলেও হবে। তবে শূন্যপদ অনুযায়ী প্রতিটি বিভাগের যোগ্যতা ভিন্ন হয়, শুন্যপদ পদগুলিতে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। গ্রাজুয়েট ডিগ্রী থাকার পরও সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। এই কারণে আপনার যদি প্রতিভা থাকে তবে নিজের দেশের মহাকাশ সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন। ভারতের মহাকাশ সংস্থা ইসরো তে যোগদান করার সুযোগ প্রতি বছরই থাকে, বিভিন্ন পদে প্রতি বছরই লোক নেওয়া হয়। প্রত্যেকটি দেশেরই নিজের সুরক্ষার ব্যবস্থা আছে, সেই কারণে মহাকাশ সংস্থাতেও প্রত্যেকটি দেশের নাগরিককে প্রাধান্য দেওয়া হয়। কারন মহাকাশ গবেষণায় নথি বা ডেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, নাসার প্রতিদ্বন্দ্বী দেশগুলি তাদের গুপ্তচর কর্মচারী নিয়োগ করতে পারে এই সমস্ত তথ্যগুলি চুরি করার জন্য। বিশেষত এই কারণেই নাসায় বিদেশীরা সরাসরি স্থায়ী ভাবে কাজ করতে পারে না।
আরো পড়ুন- কী হবে যদি পৃথিবীর আহ্নিক গতি হঠাৎই থেমে যায়
আরো পড়ুন- ভয়েজার মিশন কি। মানব সভ্যতার সবচেয়ে বড় মহাকাশ মিশন
নিম্নে নাসার কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের কিছু বেতনের তালিকা দেওয়া হলো:-
নাসার কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের বেতন
- বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বেতনের তালিকা
- কন্ট্রোলস ইঞ্জিনিয়ার- ৯৮ হাজার মার্কিন ডলার।
- ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার- ৯৯ হাজার মার্কিন ডলার।
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ১ লক্ষ মার্কিন ডলার।
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- ৯৫ হাজার মার্কিন ডলার।
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার- ১ লক্ষ হাজার মার্কিন ডলার।
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ৭৯ হাজার মার্কিন ডলার।
- প্রসেস ইঞ্জিনিয়ার- ৮৯ হাজার মার্কিন ডলার।
পরিচালন বিভাগের বেতনের তালিকা
- সুরক্ষা ইঞ্জিনিয়ার- ১ লক্ষ ৩৬ হাজার মার্কিন ডলার।
- প্রযুক্তিগত পরিচালক- ১ লক্ষ ৩৯ হাজার মার্কিন ডলার।
- বিভাগীয় প্রধান- ১ লক্ষ ৭৯ হাজার মার্কিন ডলার।
- উপ-পরিচালক- ১ লক্ষ ৮১ হাজার মার্কিন ডলার।
- তথ্য বিশেষজ্ঞ- ৮৬ হাজার মার্কিন ডলার।
- চুক্তি বিশেষজ্ঞ- ৮৩ হাজার মার্কিন ডলার।
(Disclaimer: উপরে উল্লেখিত নিবন্ধটি সম্পূর্ণ জ্ঞান ও পড়াশুনার উদ্দেশ্য লেখা হয়েছে। উপরে উল্লেখিত নিবন্ধটিতে সরবরাহ করা তথ্য গুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। এই ওয়েবসাইট কখনোই ১০০% নির্ভুলতা দেয়না।)
[…] আরও পড়ুন – নাসার কর্মচারীদের বেতন ক… […]
[…] আরো পড়ুন -নাসার কর্মচারীদের বেতন কত। … […]