সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি

সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি: আমাদের এই বিশাল সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের একটি অংশ বিজ্ঞানীদের মতে সৌরজগৎ ৪৫৬.৮ কোটি বছর পুরোনো। আর এই সৌরজগতের প্রধান নক্ষত্র হলো সূর্য যাকে আমরা প্রত্যেকদিন দেখতে পাই। এই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিভিন্ন গ্রহ ও উপগ্রহ, আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যারা বাংলা ভাষায় পড়াশোনা করেন তাদের জন্য আজকের এই নিবন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই নিবন্ধে গ্রহ কাকে বলে, উপগ্রহ কাকে বলে, বামন গ্রহ কাকে বলে, সবচেয়ে বড় গ্রহের নাম কি, সবচেয়ে ছোট গ্রহের নাম কি, সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কয়টি ও আজকের প্রধান বিষয় সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি রয়েছে ইত্যাদি বিষয় আপনারা জানতে পারবেন।

বিষয়গ্রহ কয়টি ও কি কি
বিভাগশিক্ষা বিষয়ক
সৌরজগতের বয়স৪৫৬.৮ বছর
গ্রহ৮ টি
উপগ্রহ২১৪ টি
বামন গ্রহ৫ টি
সাল২০২৩

সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি

সৌরজগতের মোট ৮ টি গ্রহ রয়েছে, যেগুলি হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস,  নেপচুন। ২০০৬ সালের পূর্বে প্লুটো কে গ্রহ বলা হত কিন্তু ২০০৬ সালে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন গ্রহ উপগ্রহ বামন গ্রহের সংজ্ঞা স্পষ্ট করেন এবং প্লুটোকে বামন গ্রহ বলা হয়।
২০০৬ সালের পূর্বে যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন তাদের অবশ্যই মনে থাকবে আমরা সৌরজগতের মোট গ্রহের সংখ্যা ৯ টি পড়েছিলাম পরবর্তীকালে আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে প্লুটো কে বামন গ্রহের তকমা দেয়া হয়। সৌরজগতে প্লুটোকে নিয়ে আরো ৪ টি বামন গ্রহ রয়েছে যেগুলি হল এরিস, মাকেমাকে, সেরেস ও হাউমেয়া।

গ্রহ কাকে বলে ?

মহাকাশে যে গোলাকার বস্তু নিজের নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং যার নিজের মহাকর্ষ বল রয়েছে, যে মহাকর্ষ বলের প্রভাবে তার আশেপাশের বস্তুকে নিজের কাছে টেনে নেয় বা দূরে পাঠিয়ে দেয় তাকেই আমরা গ্রহ বলে থাকি
আমাদের সৌরজগতের গ্রহের সংখ্যা মোট আটটি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস নেপচুন।

এই গ্রহকে আপনি দু’ভাগে ভাগ করতে পারেন

১. পাথরে ভূসদৃশ- বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল এই চারটি গ্রহকে পাথরে ভূসদৃশ গ্রহ বলা হয়ে থাকে। কারণ এই চারটি গ্রহ প্রধানত শিলা, পাথর ইত্যাদি দিয়ে গঠিত এবং এখানকার বায়ুমণ্ডলের গ্যাসের পরিমাণ কম।

২. গ্যাসীয় দানব- বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই চারটি গ্রহকে গ্যাসীয় দানব বলা হয়ে থাকে। কারণ আমরা সবাই জানি বৃহস্পতি একটি গ্যাস জায়েন্ট এ ছাড়া শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহতে গ্যাসের পরিমাণ অত্যন্ত বেশি সেই কারণে এই গ্রহগুলিকে গ্যাসীয় দানব বলা হয়ে থাকে।

সৌরজগতের ৮ টি গ্রহের সংক্ষিপ্ত বিবরণ

বুধ- বুধ গ্রহ যার ইংরেজি নাম Mercury, এটি সূর্যের সবচেয়ে কাছের একটি গ্রহ। এই গ্রহ পৃথিবী থেকে দিনে একবার দেখা যায় সন্ধ্যেবেলায়। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৬৬ দিন। এই গ্রহের কোন উপগ্রহ নেই।

শুক্র- শুক্র গ্রহ সূর্যের দ্বিতীয় সবচেয়ে কাছের গ্রহ দূরত্বের দিক দিয়ে। এই গ্রহ পৃথিবীতে অত্যন্ত পরিচিত কারণ শুকতারা ও সন্ধ্যা তারা নামে এই গ্রহটি ভোরবেলা ও সন্ধ্যা বেলায় দেখা যায়। এই গ্রহটির কোন উপগ্রহ নেই, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় নেয় ২২৫ দিন।

পৃথিবী- দূরত্বের দিক দিয়ে পৃথিবী সূর্যের তৃতীয় সবচেয়ে কাছের গ্রহ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। পৃথিবীর নীল গ্রহ বা বিশ্ব নামে পরিচিত। পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭১.০ কিমি, পৃথিবীর মোট আয়তন ১.০৮৩ ২০৭ ৩×১০/১২ কিমি, পৃথিবীর ওজন ৫.৯৭ ২৩৭×১০/২৪ কেজি।

মঙ্গল- সূর্যের দ্বিতীয় সবচেয়ে ছোট গ্রহ হলো মঙ্গল এবং দূরত্ব অনুযায়ী সূর্য থেকে ৪ নম্বর স্থানে রয়েছে। এই গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত, গ্রহটির ভূপৃষ্ঠে ফেডিক অক্সাইড থাকার কারণে গ্রহটি লাল রঙের দেখতে লাগে। ৬৮৭ দিনে মঙ্গল গ্রহ সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে। গ্রহটির মোট আয়তন ১.৬৩১৮×১০/১১ ঘন কিমি।

বৃহস্পতি- দূরত্বের দিক দিয়ে সূর্য থেকে পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি গ্রহ। এই গ্রহকে গ্রহদের রাজা বলা হয় কারণ বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ব্যাসার্ধ প্রায় ৭১৪৯২ কিমি ও আয়তন ১.৪৩১২৮×১০/১৫ কিমি। এই গ্রহ পৃথিবীর চেয়ে ১৩২১.৩ গুণ বড়। সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ১২ বছর ও বৃহস্পতির ১ দিন সম্পন্ন হয় ১০ ঘন্টায়। এই গ্রহের ৭৯ টি উপগ্রহ রয়েছে।

শনি- সৌরজগতের ষষ্ঠ গ্রহ হলো শনি, এই গ্রহের চারপাশে একটি বলয় রিং রয়েছে। ২৯.৪ বছর সময় লাগে শনি গ্রহ কে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। হাইড্রোজেন গ্যাস দ্বারা প্রধানত এই গ্রহ গঠিত। শনি গ্রহের ওজন প্রায় ৫.৬৮৪৬×১০/২৬ কেজি যা পৃথিবীর প্রায় ৯৫ গুণ। এছাড়া শনি গ্রহ পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে ৯ গুণ বড়। এই গ্রহের ৮২ টি উপগ্রহ রয়েছে।

ইউরেনাস- গ্রহদের বিচারে ইউরেনাস সূর্য থেকে ৭ নম্বর স্থানে রয়েছে, সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৮৪ বছর। ১৭৮১ সালে এই গ্রহের আবিষ্কার হয়, এর ব্যাসার্ধ প্রায় ২৫,৫৫৯ কিমি যা পৃথিবীর প্রায় চার গুণ।

নেপচুন- সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ হলো নেপচুন সূর্য থেকে অষ্টম স্থানে অবস্থিত এই গ্রহটি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেপচুন সময় নেয় ১৬৫ বছর, ১৮৪৬ সালে এই গ্রহটি প্রথমবার আবিষ্কার হয়।

উপগ্রহ কাকে বলে ?

মহাকাশে যে গোলাকার বস্তু কোন গ্রহকে তার আকর্ষণ বলের প্রভাবে আবর্তন করে তাকে আমরা উপগ্রহ বলে থাকি। সৌরজগতের মোট ২৪০ টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। উপগ্রহ প্রাকৃতিক বা কৃত্রিম দু প্রকার হতে পারে,

  1. প্রাকৃতিক উপগ্রহ
  2. কৃত্রিম উপগ্রহ

যেমন প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ, যেটি পৃথিবীর চারপাশে ঘুরে চলেছে অনন্তকাল ধরে। এছাড়া বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম গ্যানিমেডের।
কৃত্রিম উপগ্রহ বলতে আমরা মানুষের হাতে তৈরি যে সমস্ত স্যাটেলাইট গ্রহের চারপাশে ঘুরছে তাকে আমরা কৃত্রিম উপগ্রহ বলে থাকি। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন, ইন্টারনেট চলে ও আমরা যে মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহের ছবি দেখতে পাই সেগুলি তোলা হয়। যেমন, হাবল টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইত্যাদি।

বামন গ্রহ কাকে বলে ?

মহাকাশে যে সমস্ত গ্রহ আকারে ছোট, যাদের কোন প্রাকৃতিক উপগ্রহ নেই, যারা নিজের কক্ষপথে আশা অন্য কোন বস্তুকে সরিয়ে দিতে পারে না তাদের আমরা বামন গ্রহ বলে থাকি।
যেমন- প্লুটো একটি বামন গ্রহ, এছাড়া
আমাদের সৌরজগতের মোট পাঁচটি বামন গ্রহ রয়েছে যেগুলি হল,

  1. প্লুটো
  2. এরিস
  3. মাকেমাকে
  4. সেরেস
  5. হাউমেয়া

প্লুটো কে আগে গ্রহ বলা হত কিন্তু ২০০৬ সালে বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ বলেন। প্লুটো আকারে ছোট নিজের ভর আছে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু নিজের কোন উপগ্রহ নেই ও মহাজাগত থেকে আসা কোন বস্তু তার কক্ষপথে প্রবেশ করলে সেটিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই।

Read More, পৃথিবীতে ঋতু কয়টি ও কি কি

Read More, অন্যান্য গ্রহগুলি থেকে সূর্য ও সূর্যাস্ত দেখতে কেমন লাগে

সৌরজগতে কিভাবে গ্রহের সৃষ্টি হয়েছিল?

গ্রহ প্রধানত যেকোনো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আমাদের এই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ আবর্তিত হয়। সৌরজগতের যখন সৃষ্টি হয় সেই সময় আমাদের সূর্যের চারপাশে ঘুরতে থাকা মহাজাগতিক বস্তু নিয়ে এক একটি গ্রহ গঠিত হয়ে থাকে। টিক একই রকম ভাবে একটি গ্রহ তৈরি হয়ে যাওয়ার পর তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে বস্তুগুলি গ্রহের চারপাশে ঘোরে সেগুলি দিয়ে উপগ্রহ তৈরি হয়, এইভাবেই আমাদের মহাকাশে সৃষ্টি।

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হল বৃহস্পতি, সূর্যের আটটি গ্রহের মধ্যে এটি পঞ্চম স্থানে অবস্থান করে। এই গ্রহের আয়তন ১.৪৩১২৮×১০/১৫, যা পৃথিবীর ১৩২১ গুণ। বৃহস্পতি গ্রহের ভর ১.৮৯৮৬×১০/২৭ কেজি, যা পৃথিবীর ৩১৭ গুণ। গ্রহটি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। এই গ্রহের মোট ৯৫ টি উপগ্রহ রয়েছে এখনো পর্যন্ত গবেষণা অনুসারে।

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম হল বুধ, এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এই গ্রহের আয়তন ৬.০৮৩×১০/১০ ঘন কি.মি, এটি পৃথিবীর থেকেও ছোট একটি গ্রহ। আয়তন অনুসারে বুধ পৃথিবীর ০.০৫৬ গুণ। বুধ গ্রহের ভর ৩.৩০২২×১০/ ২৩ কেজি যা পৃথিবীর ০.০৫৫ । এই গ্রহের গর ব্যাসার্ধ ২৪৩৯.৭ আনুমানিক, যা পৃথিবীর ০.৩৮২৯। Read More..

সৌরজগতের মোট উপগ্রহ কয়টি

বর্তমানে এখনো পর্যন্ত গবেষণা অনুযায়ী সৌরজগতের মোট ২৪০ টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, যেখানে গ্রহের সংখ্যা ৮ টি ও বামন গ্রহের সংখ্যা পাঁচটি। ১৬২ টি উপগ্রহ যারা ৮ টি গ্রহ কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ও বাকি ৭৮ টি উপগ্রহ পাঁচটি বামন গ্রহ কে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীর যেমন একটি উপগ্রহ চাঁদ, সেরকম বৃহস্পতির ৭৯ টি উপগ্রহ, শনির ৮২ টি উপগ্রহ, ২৭ টি উপগ্রহ ইউরেনাসের, ১৪ টি উপগ্রহ নেপচুনের রয়েছে।
এছাড়া সৌরজগতের আরো এরকম অনেক উপগ্রহ রয়েছে যেগুলি আকারে ছোট এবং উপগ্রহ কে কেন্দ্র করে ঘুরছে। ২৪০ টি যে উপগ্রহের কথা বলা হলো সেগুলি আকারে বড় এবং যার নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে।

Q&A: সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি

২০২৩ সালে সৌরজগতের মোট কয়টি গ্রহ রয়েছে?

৮ টি গ্রহ, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

বৃহস্পতি গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এই কারণে এই গ্রহটিকে গ্রহদের রাজা বলা হয় সূর্য থেকে পঞ্চম স্থানে বহুটি অবস্থিত।

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?

বুধ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ আয়তনের বিচারে এবং এটি সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ।

সৌরজগতে কয়টি বামন গ্রহ রয়েছে?

গবেষণার বিচারে বর্তমানে সৌরজগতের মোট ৫ টি বামন গ্রহ রয়েছে, যথা প্লুটো, এরিস, মাকেমাকে, সেরেস, হাউমেয়া।

Leave a Reply