পৃথিবীতে ঋতু কয়টি ও কি কি: আমাদের এই সুবিশাল পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাওয়া যায় তবে পৃথিবীর অধিকাংশ দেশে ঠান্ডা প্রভাব অত্যন্ত বেশি খুব কম দেশেই আছে এরকম যেখানে প্রকৃতির প্রধান ৪ টি ঋতু বর্তমান গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্ত। আপনাদের হয়তো মনে হতে পারে ভারত বা বাংলাদেশের প্রধান ৪ টি ঋতুর মধ্যে বর্ষা অন্যতম একটি ঋতু। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে বছরে একটি বারও বৃষ্টি হয় না। সেই কারণে আজকের নিবন্ধটি অত্যন্ত শিক্ষনীয় একটি বিষয় হতে চলেছে। এই নিবন্ধে আজকে আমরা শিখব পৃথিবীতে ঋতু কয়টি ও কি কি, পৃথিবীতে ঋতু কি কি রয়েছে, পৃথিবীতে প্রধান ৪ টি ঋতু কি কি ইত্যাদি বিষয়।
Table of Contents
পৃথিবীতে মোট ৬ টি ঋতু রয়েছে, যেগুলি হল গ্রীষ্ম, শীত, বর্ষা, শরৎ, বসন্ত ও হেমন্ত। এই ৬ টি ঋতু বছরের মোট বারো মাসে আমরা প্রত্যক্ষ করে থাকি, প্রত্যেকটি ঋতু বছরে দুটি মাস কেন্দ্র করে স্থায়ী হয়। কোন মাস নিয়ে কোন ঋতু হয় এই তালিকা আপনারা নিচের নিবন্ধে বিস্তারিত দেখতে পাবেন। পৃথিবীতে বর্তমান এই ছয়টি ঋতু শুধুমাত্র এশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকাতে প্রত্যক্ষ করা যায়। বিশ্বের অন্যান্য দেশে প্রধানত চারটি ঋতু বিরাজমান থাকে। এই ছয়টি ঋতুর কারণে ভারত ও বাংলাদেশে গাছপালা, শস্য-শ্যামলা ও নদ নদীর পরিমাণ সবচেয়ে বেশি।
ঋতু কাকে বলা হয়
পৃথিবীর বার্ষিক গতির কারণে ভূপৃষ্ঠে দিন ও রাতের সূচনা হয় এবং সূর্য রশ্মীর পতন কোনের পার্থক্যের কারণে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীতে উষ্ণতার তারতম্য দেখা যায়। এই উষ্ণতা তারতম্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যাকে ঋতু বলা হয়।
বার্ষিক গতির ফলে সূর্যের চারদিকে পৃথিবী ক্রমাগত ঘুরে যাচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী তার নিজের অক্ষাংশের উপর সাড়ে ৬৬° হেলে রয়েছে। এর ফলে বছরের বিভিন্ন সময় সূর্য পৃথিবীর বিভিন্ন অক্ষাংশের ওপরে কখনো তির্যকভাবে, কখনো লম্ব ভাবে পতিত হয় যে কারণেই প্রধানত পৃথিবীতে উষ্ণতার তারতম ঘটে যার কারণে ঋতুচক্রের সৃষ্টি।
পৃথিবীতে কেন ঋতু পরিবর্তন হয়
পৃথিবীর বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়ে থাকে, সূর্যের চারদিকে পৃথিবীর ক্রমবর্ধমান ঘূর্ণনের ফলে পৃথিবীতে ঋতুচক্র আবর্তিত হয়। পৃথিবীতে প্রত্যেকটি ঋতুর বৈচিত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই ঋতু বৈচিত্র্যের কারণেই সারা পৃথিবীতে দেশ গুলিতে বছরের বিভিন্ন সময়ে গরম, শিত, বর্ষা ইত্যাদি ঋতুর প্রাধান্য দেখতে পাওয়া যায়।
পৃথিবীতে ঋতু কয়টি ও কি কি
সারা পৃথিবীতে প্রধান চারটি ঋতু সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা যায় গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্ত। এগুলি ছাড়াও আরো দুটি ঋতু উপমহাদেশের দেশ গুলিতে দেখা যায় সেগুলি হল বর্ষা ও হেমন্ত। অর্থাৎ পৃথিবীতে মোট ৬ টি ঋতু রয়েছে,
পৃথিবীতে ঋতু কি কি

নং | ঋতু |
---|---|
১. | গ্রীষ্ম |
২. | বর্ষা |
৩. | শরৎ |
৪. | হেমন্ত |
৫. | শীত |
৬. | বসন্ত |
কোন মাস নিয়ে কোন ঋতু নিয়ে গঠিত
ঋতু | মাস |
---|---|
গ্রীষ্ম | বৈশাখ |
জ্যৈষ্ঠ | |
বর্ষা | আষাঢ় |
শ্রাবণ | |
শরৎ | ভাদ্র |
আশ্বিন | |
হেমন্ত | কার্তিক |
অগ্রহায়ণ | |
শীত | পৌষ |
মাঘ | |
বসন্ত | ফাল্গুন |
চৈত্র |
কোন মাস নিয়ে কোন ঋতু ইংরেজি মাস অনুসারে
ঋতু | বাংলা মাস | ইংরেজি মাস |
---|---|---|
গ্রীষ্ম | বৈশাখ | এপ্রিল, মে |
জ্যৈষ্ঠ | মে, জুন | |
বর্ষা | আষাঢ় | জুন, জুলাই |
শ্রাবণ | জুলাই, আগস্ট | |
শরৎ | ভাদ্র | আগস্ট, সেপ্টেম্বর |
আশ্বিন | সেপ্টেম্বর, অক্টোবর | |
হেমন্ত | কার্তিক | অক্টোবর, নভেম্বর |
অগ্রহায়ণ | নভেম্বর, ডিসেম্বর | |
শীত | পৌষ | ডিসেম্বর, জানুয়ারি |
মাঘ | জানুয়ারি, ফেব্রুয়ারি | |
বসন্ত | ফাল্গুন | ফেব্রুয়ারী, মার্চ |
চৈত্র | মার্চ, এপ্রিল |
- আরো পড়ুন, বাংলা ১২ মাসের নাম, বাংলা মাস অনুসারে ইংরেজিতে মাস
- আরো পড়ুন, পৃথিবীর নামকরণ কে করেন
পৃথিবীতে মোট ৬ টি ঋতু: বিবর
গ্রীষ্ম- বাংলায় গ্রীষ্মকাল দুটি মাস নিয়ে গঠিত বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই দুই মাসে সূর্যের কিরণ নিরক্ষরেখা বড় বড় অবস্থান করে এবং সূর্য আমাদের একেবারে মাথার উপরে থাকে সবসময় ফলে এশিয়া ও তার আশেপাশের অঞ্চলে গরমের তীব্র ভাব দেখা যায়। এই সময় জল শুকিয়ে যায় ও পরিবেশ শুষ্ক হয়ে ওঠে, গাছে আম, জাম, কাঁঠাল ইত্যাদির ফল দেখতে পাওয়া যায়।
বর্ষা- গ্রীষ্মকালের পর আসে বর্ষা কাল, কিন্তু ঋতু চক্রের বৈশিষ্ট্য অনুসারে গ্রীষ্মকালের মধ্যেই বর্ষাকালের সূচনা হয়ে থাকে। বর্ষাকালে বৃষ্টির পরিমাণ বেড়ে যায় এবং পরিবেশের শুষ্ক ভাব কেটে যায়।
শরৎ- বর্ষাকালের পরে আসে শরৎকাল এই সময় ভারতে উৎসবের মরসুম শুরু হয়। দুর্গাপূজা থেকে দেওয়ালি, লক্ষী পূজা, কালীপূজা, দসেরা ইত্যাদি এই সময় হয়ে থাকে পরিবেশে পরিবর্তন রূপে আমরা চারিদিকে কাশফুলের আগমন লক্ষ্য করে থাকি।
হেমন্ত- এই ঋতু বাংলা মাস অনুসারে কার্তিক ও অগ্রহায়ণ মাস কে কেন্দ্র করে হয়ে থাকে। এই সময় কৃষকদের ফসল কাটার সময়, এই কারণে নবান্ন উৎসব এই ঋতুতে হয়ে থাকে। ঋতু পরিবেশগত পরিবর্তন বৈশিষ্ট্যের দিক দিয়ে প্রত্যক্ষ করা যায় না।
শীত- শীতকালের শুরুতে বাতাসে ঠান্ডার আবহাওয়া দেখা যায়। এই সময় পাহাড়ি অঞ্চলে বরফ চলতে শুরু করে পৃথিবীর বিভিন্ন স্থান যেরকম, ইউরোপীয় মহাদেশের দেশগুলিতে বরফ পড়তে শুরু করে, আন্টার্টিকা বরফে জমে যায়।
বসন্ত- শীতকালের পর আসে বসন্তকাল, এই সময়ে পরিবেশগত পরিবর্তন রূপে আপনারা দেখতে পাবেন গাছের পুরনো পাতা ঝরে যায় এবং নতুন পাতার সৃষ্টি হয়ে থাকে। এইগুলি ছাড়া আপনি পরিবেশের খুব বেশি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না।
সমাপ্তি- উপরে লেখা আজকে এই নিবন্ধন থেকে আমরা শেখার চেষ্টা করলাম পৃথিবীতে ঋতু কয়টি ও কি কি, Six seasons name in Bengali, কোন মাস নিয়ে কোন ঋতু নিয়ে গঠিত, পৃথিবীতে মোট ৬ টি ঋতুর বিবরন ইত্যাদি। আমাদের ওয়েবসাইটে সব সময় এই ধরনের শিক্ষনীয় নিবন্ধ লেখা হয়ে থাকে, এই ধরনের আর্টিকেল বাংলা ভাষার ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবন্ধটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইট কে ফলো করতে পারেন গুগলে বা ফেসবুক পেজে। ধন্যবাদ।
আরো পড়ুন, পৃথিবীর জনসংখ্যা কত ২০২৩
আরো পড়ুন, পৃথিবীর বয়স কত ২০২৩?
F&Q: Six Seasons Name in Bengali
পৃথিবীতে প্রধান চারটি ঋতুর নাম কি?
পৃথিবীতে প্রধান ৪ টি ঋতু বর্তমান গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্ত। তবে উপমহাদেশে এগুলির সাথে আরো দুটি ঋতু প্রত্যক্ষ করা যায় বর্ষা ও হেমন্ত।
পৃথিবীতে মোট কয়টি ঋতু আছে?
পৃথিবীতে মোট ৬ টি ঋতু বর্তমান, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
পৃথিবীতে মোট কয়টি মাস রয়েছে?
মোট ১২ টি মাস রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন, চৈত্র।
ইংরেজিতে ছয়টি ঋতুর নাম কি?
Summer(গ্রীষ্ম), Monsoon(বর্ষা), Autumn(শরৎ), Pre-Winter(হেমন্ত), Winter(শীত), Spring(বসন্ত)।