Bangla Baro Maser Nam: সম্পূর্ণ একটি বছরকে বারো মাস দ্বারা ভাগ করা হয়। আমরা সবাই জানি এক বছরে বারো মাস হয়ে থাকে, ইংরেজিতে এই ১২ মাসের নাম আমাদের হয়তো সকলেরই জানা। কিন্তু আমরা বাঙালি হয়েও অনেকেই বাংলা ১২ মাসের নাম জানিনা। আজকে আমরা জানবো বাংলা বারো মাসের নাম।
Table of Contents
আজকের এই নিবন্ধে আমরা আলোচনা করব বাংলা ১২ মাসের নাম সম্পর্কে। আমরা অনেকেই ইংরেজির ১২ মাসের নান খুব ভালো করেই জানি, কিন্তু বাংলা মাস কবে থেকে শুরু হয়, কবে শেষ হয় এবং প্রত্যেকটি মাসের নাম আমরা অনেকেই ভুলে গিয়েছি। আজকের এই নিবন্ধে সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলা বারো মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের নিবন্ধে আমরা জানবো বারো মাসের নাম, ১২ মাসের নাম ইংরেজিতে, বাংলা মাস অনুসারে ইংরেজি মাস, বাংলা মাসের নামের উৎপত্তি ইত্যাদি। অতএব এই সমস্ত তথ্য গুলি পাওয়ার জন্য এই নিবন্ধ সম্পূর্ণ পড়বেন আর এই ধরনেরই বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফলো করবেন।
Bangla Baro Maser Nam
বিষয় | বাংলা ১২ মাসের নাম |
ভাষা | বাংলা |
বিভাগ | এডুকেশন |
স্থান | পশ্চিমবঙ্গ রাজ্য, বাংলাদেশ, ত্রিপুরা ও পার্শ্ববর্তী |
বাংলা বারো মাসের নাম

আমাদের বাংলা ছয়টি ঋতুর দেশ, আর এই ছয়টি ঋতু ঘুরেফিরে আসে বারো মাসের মধ্যে দিয়ে। বাংলার এই বারটি মাস এর নামগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। নিচে বাংলা ১২ মাস এর নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলা ১২ মাসের নাম
ইংরেজিতে যেমন বছরের শুরু হয় জানুয়ারি মাস থেকে, বাংলাতেও ঠিক সেভাবেই বছরে সূচনা ঘটে বৈশাখ মাস থেকে। ইংরেজি মাসের শেষ মাসটি আমরা ডিসেম্বর নামে জানি এবং বাংলা মাসের শেষ মাস চৈত্র। ইংরেজিতে প্রথম মাসটি হলে জানুয়ারি তারপর আসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরপর মে, জুন, জুলাই, আগস্ট এবং শেষে চার মাস হল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। বাংলার বারো মাস এর মধ্যে প্রথম মাস বৈশাখ এরপরে আসে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এর পরবর্তী মাস আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এরপর পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র।
বাংলা মাসের নাম গুলি পরপর আলোচনা করা হলো,
No. | মাস |
---|---|
১ | বৈশাখ |
২ | জ্যৈষ্ঠ |
৩ | আষাঢ় |
৪ | শ্রাবণ |
৫ | ভাদ্র |
৬ | আশ্বিন |
৭ | কার্তিক |
৮ | অগ্রহায়ণ |
৯ | পৌষ |
১০ | মাঘ |
১১ | ফাল্গুন |
১২ | চৈত্র |
চলুন এবার জেনে নেওয়া যাক বাংলার বারো মাসের নাম ইংরেজিতে,
বাংলা বারো মাসের নাম ইংরেজিতে
বাংলা বারো মাস | ইংরেজিতে বারো মাস |
---|---|
বৈশাখ | Boisakh |
জ্যৈষ্ঠ | Joishtho |
আষাঢ় | Ashar |
শ্রাবণ | Srabon |
ভাদ্র | Vadro |
আশ্বিন | Ashwin |
কার্তিক | Kartik |
অগ্রহায়ণ | Agrahyan |
পৌষ | Poush |
মাঘ | Magh |
ফাল্গুন | Falgun |
চৈত্র | Chaitra |
- Read More, Suvo Mahalaya Wishes In Bengali
- Read More, আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ
- Read More, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ
বাংলা মাস অনুসারে ইংরেজি মাস
চলুন এবার জেনে নেওয়া যাক বাংলার কোন কোন মাসে ইংরেজিতে কোন মাস হয়। অর্থাৎ ইংরেজি জানুয়ারি মাসে বাংলার কোন কোন মাস পরে। নিম্নলিখিত নিবন্ধে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে বাংলা মাস অনুসারে ইংরেজি মাস সম্পর্কে।
বাংলা মাস | ইংরেজি মাস |
---|---|
বৈশাখ | এপ্রিল-মে |
জ্যৈষ্ঠ | মে-জুন |
আষাঢ় | জুন-জুলাই |
শ্রাবণ | জুলাই-আগস্ট |
ভাদ্র | আগস্ট-সেপ্টেম্বর |
আশ্বিন | সেপ্টেম্বর-অক্টোবর |
কার্তিক | অক্টোবর-নভেম্বর |
অগ্রহায়ণ | নভেম্বর-ডিসেম্বর |
পৌষ | ডিসেম্বর-জানুয়ারি |
মাঘ | জানুয়ারি-ফেব্রুয়ারি |
ফাল্গুন | ফেব্রুয়ারি-মার্চ |
চৈত্র | মার্চ-এপ্রিল |
বাংলা মাসের নামের উৎপত্তি
বাংলার প্রতিটি মাসের নামকরণ করা হয়েছে মূলত কোন না কোন নক্ষত্র থেকে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ২৮ দিন এই সময়কালে চাঁদ বিভিন্ন নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। যেই মাসে যে নক্ষত্র গুলির কক্ষপথে চাঁদ অবস্থান সেই মাস গুলির নামকরণ করা হয়েছে সেই নক্ষত্র গুলির নাম থেকেই। চলুন জেনে নেওয়া যাক কোন মাসের নাম কোন নক্ষত্র থেকে নেওয়া হয়েছে।
বৈশাখ মাস | বিশাখা নক্ষত্র |
জৈষ্ঠ্য মাস | জেষ্ঠা নক্ষত্র |
আষাঢ় মাস | আষধা নক্ষত্র |
শ্রাবণ মাস | শ্রবণা নক্ষত্র |
ভাদ্র মাস | ভদ্রা নক্ষত্র |
আশ্বিন মাস | অশ্বিনী নক্ষত্র |
কার্তিক মাস | কৃত্তিকা নক্ষত্র |
অগ্রহায়ণ মাস | মৃগশিরা বা অগ্রহায়নী নক্ষত্র |
পৌষ মাস | পুষ্যা নক্ষত্র |
মাঘ মাস | মঘা নক্ষত্র |
ফাল্গুন মাস | ফাল্গুনী নক্ষত্র |
চৈত্র মাস | চিত্রা নক্ষত্র |
সমাপ্তি
উপরিউক্ত নিবন্ধ থেকে আশা করা যাচ্ছে আপনারা বাংলা ১২ মাস সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন। বাংলা বারো মাসের নাম কোন কোন নক্ষত্র থেকে নেওয়া হয়েছে, ইংরেজি মাস অনুযায়ী বাংলা মাস সম্পর্কে এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি এই নিবন্ধ সম্পর্কে আপনার কোন রকম কোন মতামত বা প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আপনি আমাদের জানাতে পারেন।
Q&A: Bangla Baro Maser Nam
কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয়?
বৈশাখ-জ্যৈষ্ঠ – গ্রীষ্মকাল, আষাঢ়-শ্রাবণ – বর্ষাকাল, ভাদ্র-আশ্বিন – শরৎকাল, কার্তিক-অগ্রহায়ণ – হেমন্তকাল, পৌষ-মাঘ – শীতকাল, ফাল্গুন-চৈত্র – বসন্তকাল।
অগ্রহায়ণ মাস কোন ঋতুতে পড়ে?
অগ্রাহায়ন মাস হেমন্ত ঋতুতে পড়ে।
১২ মাসের নাম বাংলা?
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।
বৈশাখ মাসে কোন ঋতুর মধ্যে পরে?
বৈশাখ মাস গ্রীষ্মকাল ঋতুর মধ্যে পড়ে।
শীতকালে কোন মাস হয়?
পৌষ ও মাঘ মাস নিয়ে শীতকাল হয়।
কোন কোন মাস নিয়ে বর্ষাকাল?
আষাঢ়-শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল।