১ মিলিয়ন সমান কত লাখ: মিলিয়ন কথাটা শুনতে আমরা অত্যন্ত অভ্যস্ত, বিশেষ করে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা লাইক বা ভিউ সংখ্যা মিলিয়নে দেখে থাকি। কিন্তু অনেকের মনে বিভ্রান্তির সৃষ্টি হয় যে ১ মিলিয়ন সমান কত কোটি বা ১ মিলিয়ন সমান কত লাখ বা ১ মিলিয়ন সমান কত হাজার ইত্যাদি। আজকে আমরা এই নিবন্ধে এই সমস্ত বিষয়ে কথায় ও সংখ্যার আকারে বিস্তারিত উল্লেখ করব। এই ধরনের জেনারেল নলেজ সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটকে সবসময় ফলো করবেন। এছাড়া এই নিবন্ধে উল্লেখিত অন্যান্য নিবন্ধ গুলি ছাত্র-ছাত্রী ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে।
1 Million to Lakh in Bengali
সরাসরি প্রবেশ করুন
বিভাগ | শিক্ষামূলক |
বিষয় | ১ মিলিয়ন সমান কত লাখ |
প্রযোজ্য | ছাত্র-ছাত্রী, পরীক্ষার্থী |
ভাষা | বাংলা |
১ মিলিয়ন সমান কত লাখ
১ মিলিয়ন= ১০ লাখ টাকা
১ মিলিয়ন= ১০,০০০০০

- মিলিয়ন থেকে লাখে রূপান্তরিত করার সময় মনে রাখতে হবে ১ মিলিয়ন সমান ১০ লাখ।
- আবার অন্যভাবে বলতে গেলে ১ মিলিয়ন সমান ১০০০ হাজার।
- ১ মিলিয়ন সমান ১০,০০০ একশ টাকার নোট এভাবেও বলা যেতে পারে।
১ মিলিয়ন সমান কত কোটি
মিলিয়ন থেকে কোটিতে রুপান্তরিত করার সময় মনে রাখবেন ১ কোটি= ১০ মিলিয়ন অর্থাৎ ১০ মিলিয়নে ১ কোটি হয়, সেই কারণে

১ মিলিয়ন= ০.১ কোটি
এক্ষেত্রে ১০ মিলিয়ন বা ১ কোটির হিসাব কিছুটা এরকম হবে ১ মিলিয়ন= ১০ লাখ, ১০ মিলিয়ন= ১ কোটি অর্থাৎ ১ কোটি কে আমরা ১০০ লাখ বলতে পারি।
১ মিলিয়ন সমান কত হাজার
যেহেতু ১ লক্ষ টাকা= ১০০ হাজার এবং ১০ লাখ টাকা ১ মিলিয়নের সমান সেই কারণে ১ মিলিয়ন থেকে হাজারের রূপান্তরিত করলে ১০০×১০= ১০ হাজার টাকা হয়,
১ মিলিয়ন= ১০,০০০ হাজার
ক্যালকুলেটরের মাধ্যমে মিলিয়ন থেকে লাখ
বর্তমানে এই ধরনের তথ্য যাচাই করার জন্য বেশিরভাগ মানুষ ক্যালকুলেটরের সাহায্য নিয়ে থাকে। মোবাইল ক্যালকুলেটরে যদি লাখ থেকে মিলিয়ন বা মিলিয়ন থেকে লাখ এর অপশন না থাকে তবে আপনি অনলাইন সার্চ নিতে পারেন। গুগলে গিয়ে আপনি মিলিয়ন থেকে লাখ (million to lakh) কথাটি লিখে সার্চ করলে আপনার সামনে ক্যালকুলেটর ও বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মত তথ্য টাইপ করে কনভার্ট অপশনে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
Read More, 1 ট্রিলিয়ন সমান কত কোটি
Read More, ১ বিলিয়ন সমান কত কোটি
দর্শকদের সুবিধার্থে আমরা কিছু সহজ তথ্য যেগুলি আমাদের প্রতিনিয়ত কাজে লাগে মিলিয়ন থেকে লাখে রূপান্তরের ক্ষেত্রে, সেই তথ্যগুলি দেয়া হলো,
লাখ থেকে মিলিয়ন রূপান্তর
মিলিয়ন | লাখ |
---|---|
০.১ | ১ |
০.২ | ২ |
০.৩ | ৩ |
০.৪ | ৪ |
০.৫ | ৫ |
০.৬ | ৬ |
০.৭ | ৭ |
০.৮ | ৮ |
০.৯ | ৯ |
মিলিয়ন | লাখ |
---|---|
১ | ১০ |
২ | ২০ |
৩ | ৩০ |
৪ | ৪০ |
৫ | ৫০ |
৬ | ৬০ |
৭ | ৭০ |
৮ | ৮০ |
৯ | ৯০ |
১০ | ১০০ |
মিলিয়ন থেকে কোটি রূপান্তর
মিলিয়ন | কোটি |
---|---|
১ | ০.১ |
২ | ০.২ |
৩ | ০.৩ |
৪ | ০.৪ |
৫ | ০.৫ |
৬ | ০.৬ |
৭ | ০.৭ |
৮ | ০.৮ |
৯ | ০.৯ |
১০ | ১ |
উপরের নিম্নলিখিত নিবন্ধে আমরা দেখলাম ১ মিলিয়ন সমান কত কোটি, কত লাখ ও কত হাজার। ১ মিলিয়ন কথাটি আমাদের কাছে অত্যন্ত প্রচলিত বিশেষ করে youtube এর জন্য। ১ মিলিয়ন সাবস্ক্রাইবার, ১ মিলিয়ন ভিউ ইত্যাদি এছাড়া বিদেশের কারেন্সি গোনার ক্ষেত্রে এই মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কথাটি অত্যন্ত বেশি ব্যবহৃত হয়ে থাকে। আশা করি আজকের এই নিবন্ধ আপনাদের অত্যন্ত কার্যকর হবে এই ধরনের শিক্ষামূলক বিসয়ের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
প্রশ্ন উত্তর পর্ব- ১ মিলিয়ন সমান কত লাখ
1 মিলিয়ন মানে কত?
1 মিলিয়ন মানে 10 লক্ষ, অর্থাৎ 1 মিলিয়ন= 10,00000
1 লক্ষ কত হাজার?
1 লক্ষ= 100 হাজার অর্থাৎ 100 টা হাজার টাকায় 1 লক্ষ টাকা হয়।
1 মিলিয়ন সমান কত হাজার?
1 মিলিয়ন সমান 10,000 হাজার।
১০০ মিলিয়ন সমান কত লক্ষ?
১০০ মিলিয়ন সমান ১০০০ লক্ষ।