১ ট্রিলিয়ন সমান কত কোটি

১ ট্রিলিয়ন সমান কত কোটি: ট্রিলিয়ন থেকে কোটি নির্ণয় করার জন্য নেটমাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেগুলোর সাহায্যে খুব সহজেই আপনি এক ট্রিলিয়ন সমান কত কোটি সেটি বের করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে ইংলিশ ওয়ার্ডের মাধ্যমে। ইংলিশ ওয়ার্ডের মাধ্যমে সার্চ করলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট যেমন আনএকাডেমি, বাইজুস, বেদান্তু ইত্যাদি বিভিন্ন বড় বড় শিক্ষার ই-কমার্স ওয়েবসাইটগুলি অনলাইন কনভার্টার এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে রেখেছে, যেখানে ক্যালকুলেটরের মত ১ ট্রিলিয়ন সমান কত কোটি, ১ ট্রিলিয়ন সমান কত টাকা, ১ ট্রিলিয়ন সমান কত লক্ষ, ১ ট্রিলিয়ন সমান কত হাজার ইত্যাদি যে কোন সংখ্যাকে ক্যালকুলেট করতে পারবেন আপনি। কিন্তু আজকের এই নিবন্ধে আমরা জানব কিভাবে খুব সহজ উপায় ১ ট্রিলিয়ন সমান কত কোটি বা কত লক্ষ বা কত হাজার বের করা সম্ভব সেই বিষয়ে। আজকের নিবন্ধে সরাসরি উপরে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর গুলি পাবেন যা আপনারা সহজে মনেও রাখতে পারবেন।

১ ট্রিলিয়ন সমান কত কোটি: বিবরণ

বিভাগশিক্ষামূলক
বিষয়ট্রিলিয়ন=টাকা
দেশভারত

ট্রিলিয়ন সমান কত কোটি: বলতে কি বোঝায়

আমাদের এশিয়া মহাদেশে ভারত ও তার পার্শ্ববর্তী দেশ গুলিতে টাকাকে নাম দেওয়া হয়েছে ‘রুপি’। ১০০ টাকা মানে ১০০ রুপি বা ১০০০ টাকা মানে ১০০০ রুপি। রূপি হল আমাদের অর্থাৎ ভারতবর্ষের অর্থনৈতিক কারেন্সির নাম। ঠিক একই রকম ভাবে আমেরিকার অর্থনীতির কারেন্সিকে ‘ডলার’ বলা হয় এবং দুবাইয়ের অর্থনীতির কারেন্সিকে বলা হয় ‘দিরাম’ এবং ইংল্যান্ডের কারেন্সি কে বলা হয় ‘পাউন্ড’। পৃথিবীতে যতগুলি দেশ রয়েছে প্রত্যেকটি দেশের একটি নিজস্ব কারেন্সি ব্যবহার করা হয়ে থাকে এবং প্রত্যেকটি দেশের কারেন্সির মূল্য সমান হয় না। আরেকটু গুছিয়ে বলতে গেলে বলা যেতে পারে আমেরিকার কারেন্সি অর্থাৎ ডলারের মূল্য বিশ্বের সবচেয়ে বেশি মূল্যবান কারেন্সি, আমাদের ভারতবর্ষে ১ ডলার মূল্য ৮২ টাকা থেকে ৮৩ টাকার কাছাকাছি।

১ ট্রিলিয়ন সমান কত কোটি

১০০০০০ কোটিতে এক ট্রিলিয়ন হয়

১ ট্রিলিয়ন সমান কত লক্ষ

১০০০০০০০ লক্ষ্য সমান এক ট্রিলিয়ন

১ ট্রিলিয়ন সমান কত হাজার

১০০ হাজার কোটিতে এক ট্রিলিয়ন

১ ট্রিলিয়ন সমান কত টাকা

১০০০,০০০০,০০০,০০ টাকা

ট্রিলিয়ন থেকে কোটি বলতে কি বোঝায়

মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই কারেন্সির শব্দগুলি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ গুলিতে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। আমাদের এশিয়া এর ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ ইত্যাদি দেশগুলিতে কারেন্সিকে রুপি নামে ডাকা হয়। শুধু তাই নয় আমাদের ভারতবর্ষের রুপি এর পরিমাণ কিছুটা এরকম হয়ে থাকে ১০০ টাকা, ১০০০ টাকা, ১ লক্ষ টাকা, ১ কোটি টাকা। অর্থাৎ এখান থেকে স্পষ্ট তে বোঝা যাচ্ছে আমাদের দেশে টাকার সর্বোচ্চ মূল্যকে কোটি দ্বারা প্রকাশ করা হয়।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ইত্যাদি মহাদেশ গুলির বিভিন্ন দেশ গুলিতে টাকাকে ১০০০ মিলিয়ন, ১০০০ বিলিয়ন বা ১০০০ ট্রিলিয়ন ভাবে টাকার অংকে পরিমাপ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে বিদেশের সর্বোচ্চ টাকার পরিমাণ কে ট্রিলিয়ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্ষেত্রে পাঠকদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে ১ ট্রিলিয়ন পরিমাপের মধ্যে কতগুলি শূন্য থাকে বা ১ ট্রিলিয়ানে কতগুলি শূন্য ব্যবহার করা হয়। এ বিষয়ে নিম্নলিখিত নিবন্ধের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন আপনারা।

Read More,

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি

Bangla Baro Maser Nam

১ বিলিয়ন সমান কত কোটি

১ ট্রিলিয়ানে কতগুলি শূন্য থাকে

১ ট্রিলিয়ন মানে ১ লক্ষ কোটি টাকাকে বোঝানো হয়, অর্থাৎ ১ ট্রিলিয়নের ক্ষেত্রে একের পর শুন্য এর সংখ্যা হবে ১২ টি। একের পিঠে বারটি শূন্য বসালে সেটাকে আমরা এক ট্রিলিয়ন বলতে পারি।

১ বিলিয়নে কতগুলি শূন্য থাকে

১ বিলিয়ন বলতে ১০০ কোটি টাকা কে বোঝানো হয়। অর্থাৎ এক বিলিয়নে ১ এর পিঠে শূন্যের সংখ্যা হবে ৯।

১ মিলিয়ন বলতে কতগুলো শূন্য ব্যবহার করা হয়

১ মিলিয়ন এর অর্থ হল ১০ লক্ষ টাকা, ১ লক্ষ্য বুঝাতে অর্থাৎ একের পর ৫টি শূন্য বসাতে হয়। সে ক্ষেত্রে ১ মিলিয়ন বোঝাতে একের পিছনে শূন্যের সংখ্যা হবে ৫।

১ ট্রিলিয়ন = কত কোটি: ক্যালকুলেটর

আজকে আমরা যে যুগে বাস করি সেখানে ইন্টারনেট হল আমাদের জ্ঞান অর্জনের সবথেকে সহজ একটি পদ্ধতি। ইন্টারনেটের মাধ্যমে আমরা সবই জানতে পারি। এক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে ক্যালকুলেটর পাওয়া যায়। যেই ক্যালকুলেটর থেকে আমরা খুব সহজেই ১ ট্রিলিয়ন মানে কত কোটি টাকা জানতে পারবো। শুধু তাই নয় এই ক্যালকুলেটর এর মাধ্যমে আমরা প্রয়োজন মতো সংখা দিলে ক্যালকুলেটরে বিলিয়নে বা ট্রিলিয়নে সেটিকে কনভার্ট করে দেবে।

এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে, গুগলে গিয়ে ইংরেজিতে আপনাকে সার্চ করতে হবে 1 trillion in crores, 1 trillion in rupee, Trillion to rupee converter এই ধরনের কিছু কীওয়ার্ড। এগুলো সার্চ করলে আপনি গুগলে পেয়ে যাবেন কিছু ওয়েবসাইট। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই ক্যালকুলেটর সহজে ব্যবহার করতে পারবেন এবং সঠিক পরিমাপ করতে পারবেন ট্রিলিয়ন বিলিয়ন এবং মিলিয়ন এর মধ্যে। এই ধরনের শিক্ষামূলক আরও নিবন্ধ পড়তে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফলো করবেন। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক আর্টিকেলগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় পাঠকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি। এছাড়াও আমাদের এই ওয়েবসাইট থেকে বাংলা রচনা, বাংলা নামতা, বাংলা ব্যাকরণ ইত্যাদি বিভিন্ন শিক্ষামূলক বিষয়গুলি খুব সহজেই পড়তে পারবেন।

FAQ: ১ ট্রিলিয়ন সমান কত কোটি

১ ট্রিলিয়ানে কয়টি শূন্য থাকে ?

১ ট্রিলিয়ানে শূন্য থাকে একের পিছনে মোট ১২টি

এক ট্রিলিয়ন মানে কত টাকা ?

ভারতীয় টাকায় এক ট্রিলিয়নের মানে ১ লক্ষ কোটি টাকা বা ১০০ হাজার কোটি টাকা

২ ট্রিলিয়ন মানে কত টাকা ?

১ ট্রিলিয়ন যদি ১ লক্ষ কোটি টাকা হয়, সেক্ষেত্রে ২ ট্রিলিয়ন এর অর্থ ২ লক্ষ কোটি টাকা

Leave a Reply