Bangla Romantic Status For Husband: বাংলা রোমান্টিক স্ট্যাটাস হাজবেন্ডের জন্য, রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক কবিতা, রোমান্টিক উক্তি এই ধরনের বিষয়গুলি আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেটা নিজের গার্লফ্রেন্ডের জন্য হোক বা নিজের বিবাহিত স্ত্রীয়ের জন্য বা মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের জন্য বা বয়ফ্রেন্ডের জন্য। মান অভিমানের মধ্যে এই রোমান্টিক আবেগ তাড়িত লাইন গুলি একে অপরকে পুনরায় কাছে নিয়ে আসতে সাহায্য করে। এর পূর্বে আমরা Bangla Romantic Status For Wife, Girlfriend এই ধরনের আর্টিকেলগুলি লিখেছি যেগুলি আপনারা এই পোষ্টের মধ্যে পেয়ে যাবেন।
Table of Contents
আজকের বিষয়, আজকের এই নিবন্ধে আমরা Bangla Romantic Status For Husband, Bangla Love Status For Husband, বাংলা রোমান্টিক স্ট্যাটাস হাজবেন্ডের জন্য, বিবাহিত নারী পুরুষদের জন্য রোমান্টিক স্ট্যাটাস, Romantic Status For Husband pic, bangla romantic quotes for husband, bangla love message for husband ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।
Read More, Bangla Romantic Status For Girlfriend
Bangla Romantic Status For Husband
বাংলা রোমান্টিক স্ট্যাটাস হাজবেন্ডের জন্য

জানি না কতটুকু💗
ভালোবাসি তোমায়।
শুধু বলব আমার ভালোবাসার
শেষ নাই,💋
তুমি যদি এর সিমানা
খুঁজতে যাও,💚
তুমি নিজেই হারিয়ে যাবে
আমার ভালোবাসায়।

তুমি আমার চেয়েও
আরও অনেক প্রিয়
বিনিময়ে সব কিছু মোর
সবই তুমি নিও💘

একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,💖
একটা ফুল ভোমরার জন্য
আর আমি শুধু তোমার জন্য,

প্রিয়া তোমার রূপের আগুন
আমায় পুড়িয়ে মারে💋
তোমার দেহের গঠন চলন
আমায় পাগল করে♥️

বুক ভরা ভালোবাসা আমি
রেখেছি তোমার জন্য
তুমি যে আমার,💓
আমি যে তোমার
তুমি শুধু আমার জন্যে
আমি শুধু তোমার জন্যে,

প্রেম নগরের রাজা আমি
তুমি হলে রাণী,💟
যে নগরে কেউ থাকে না
কেবল তুমি আমি,

টিপ দিলেই বলিস তুই
টিপ হয়েছে বাঁকা,💋
ঠিক করার অজুহাতে
আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে💟
জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা
আর কত সময় নিবি?

সুন্দর তুমি ওগো প্রিয়
নাম তব বিশ্বনাথ💋
তুমি সুন্দর পৃথিবী সুন্দর
তুমি মম প্রাণনাথ💗

চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত
সুর্য কে ভালবাসি দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি সুবাস পর্যন্ত
কিন্তু তোমাকে ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত💟

সকল বাধা তুচ্ছ করে
পাহাড় যেমন দাঁড়িয়ে রয়
তোমার আমার মিলন স্মৃতি
তেমন যেনো অটুট হয়💚
Bangla Romantic Status For Husband

“তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
I Really Love You”💘

তুমি আমার দিনের আলো
আমি তোমার প্রাণ💖
তাইতো আমি করি মিনতি
তুমি রাখবে আমার মান।

আমি তো হাত বাড়িয়ে
দাড়িয়ে আছি💋
তোমার ভালবাসা নিবো বলে,
দাও তুমি কতো ভালবাসা
দেবে আমায়,
বিনিময়ে একটা হৃদয় তোমায়
দিবো যা কখনো♥️
ফিরিয়ে নেবার নয়,

কয়েদ রাখবো তোমায়
চির জনমের তরে💓
আঁধার তুমি পাবে না প্রিয়া
মোর হৃদয় কারাগারে

জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভালবেসেছি তাও জানিনা,💟
শুধু এইটুকু জানি আমি তোমাকে
অনেক অনেক ভালোবাসি,

তুমি ছাড়া হৃদয় যেনো
শুধুই মরুভূমি
তুমি আমার স্বপ্ন ওগো
সবই ওগো তুমি💗
চাঁদ চাই পৃথিবী
শিশু চাই খেলনা,
আমি চাই তোমাকে
💋কেন তুমি বোঝনা,
Bangla Love Status For Husband
সঞ্চিত মোর ভালোবাসা প্রিয়
উজাড় করে নিও
আমার অঙ্গে অঙ্গে তোমার
পরশমনি দিও💟
কতটা ভালবাসি জানি না,
তবে রাতে ঘুমানাের আগে
এবং সকালে ঘুম থেকে ওঠার
পর, তাের কথাই মনে পড়ে💚
দেখেছি স্বপনে আমি
তোমায় কতবার
ভাবিনি কখনো মনে
তুমি হবে যে আমার💘
একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।
অনেক সাধনার পর পেয়েছি তোমায়,💖
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।
যখন তোমার প্রেমের পরশ
আমার দেহে লাগে
যৌবনকুঞ্জে প্রেমের কোকিল
কুহু কুহু ডাকে♥️
প্রিয় ওগো আছো তুমি
আমার আশে পাশে💓
ঘুড়ি হয়ে উড়ছো তুমি
আমার মনের আকাশে।
সব মেয়েরাই এমন একটা ছেলেকে
জীবনসঙ্গী হিসেবে খোঁজে💟
যে তাকে মনে করিয়ে দেবে
সব ছেলেরা একরকম হয় না💋
তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ট কাজ,
আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা,💗
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম এবং সারা জীবন বলবো।
Bangla Romantic Status For Husband
প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান,
তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,
লাভ ইউ জান।💟
“তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই।
তাই তো তোমায় এতো রাগাই।”💗
ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা💚
“কাউকে ভালোবাসলে এতটাই
ভালোবাসো যাতে তার জীবনে
অন্য কারোর ভালোবাসা
প্রয়োজন না পড়ে।”💘💋
আমার চাওয়া গুলো ছিল অনেক ছোট,
চাইলেই পারতে দিতে তোমার ওই মিষ্টি কথা,
জীবনটাও পারতে নিতে। অনেক বেশি বাসতাম ভালো,
সব কোথায় করতাম বিশ্বাস,💖
বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস।
সব ছেলেরাই এমন একটা মেয়েকে
জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে
তাকে মনে করিয়ে দেবে♥️
সব মেয়েরা একরকম হয় না।”
বিধি তো সব জানো, জানো মনের কথা,
আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।
যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।
যে আমায় ভালোবাসবে।💓
ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা,
s ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,
ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা
Bangla Love Status For Husband
“মিষ্টি প্রেম তো সেগুলোই💗
যেখানে ভালোবাসার মানুষ
এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়।
মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,
বৃষ্টির বন্ধু শ্রাবণ,💗
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।
“প্রকৃত ভালোবাসা তো সেটাই💗
যাদের রাগ করতেও যেমন দেরি হয় না
আবার রাগ ভাঙতেও দেরি হয় না।”
💋প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।
রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।
কষ্ট যতই হোক, সুখ তুমি।💘
তোমার সাথে যতই রাগ করি না
কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।
তুমি আমার জীবনের এমন
জায়গায় আছো যে হাজার
কষ্ট দিলেও আমি তোমাকে💚
কোনদিন ও ভুলতে পারবো না।”
লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,
লোভে ইজ বেটার যদি দাও লেটার,
লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,
লাভ ইজ নট মিস যদি করো কিস!💖
Bangla Romantic Status For Husband
“💋রাত নয় চাদ আমি,
সেই চাদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি,
সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব,
তুমি আর আমি।”♥️
বাবু তোমায় ভালোবাসি,
যতদূর আমার পক্ষে থেকে যায়,
তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,
দেখতে কি আমায়?
“পুরো দুনিয়ার জন্য তুমি
শুধু একজন মানুষ,💓
কিন্তু আমার কাছে তুমিই
আমার পুরো দুনিয়া।”
গুণীজন বলেন –💗
স্বপ্ন ঐটা নয় যেটা ঘুমানোর পর আসে,
বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।
“💋আমি তোমার কাছে বড়ো
বড়ো উপহার চাইনা তুমি
শুধুমাত্র আমার হয়ে যাও
আমি শুধু তোমাকে চাই।💚
আমি বলি –💘
প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে,
প্রিয়জন সেই যে তোমাকে কষ্ট পেতে দেয় না।
“শুধু ভালোবাসলেই হয় না প্রিয়,
ভবিষ্যতে তাকে স্বীকৃতি💗
দেওয়ার ক্ষমতাও রাখতে হয়।”
Bangla Love Status For Husband
আমি তোমার ভালবাসা💖
করি সেটি কখনও শেষ হবে না।
“মানুষ তার সাথেই রাগ-অভিমান করে
যাকে সে মনে থেকে ভালোবাসে।”💗
তোমাকে ভালবাসা খুব সহজ,♥️
তবে তোমার বিনা আমি বাঁচতে পারব না।
“তোমার থেকে আমার বেশি কিছু
চাওয়ার নেই, শুধু আমাকে একটু
ভালোবাসা আর সময় দিও
আমি এতেই খুশি।”💓
Read More, Bangla Romantic Status For Wife
সমাপ্তি- উপরে নিম্নলিখিত আজকের এই নিবন্ধে আমরা কিছু Bangla Romantic Status For Husband, Bangla Romantic Status For him সমন্ধে কিছু কবিতা বা উক্তি বা স্ট্যাটাস দেখলাম আপনারা এই উক্তিগুলি আপনার প্রিয়জনদের জন্য ব্যবহার করতে পারেন। আপনার মনের মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে সবার জন্য প্রযোজ্য। স্ট্যাটাসগুলির ছবি আপনারা উপরে বিনামূল্যে পেয়ে যাবেন এবং সেগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের খুব ভালো লাগল। এই ধরনের বিনোদন রোমান্টিক আর্টিকেলের জন্য আমাদের ওয়েবসাইটকে সব সময় ফলো করুন। ধন্যবাদ।