Bangla Romantic Status For Wife: আজকের এ নিবন্ধটি যারা বিবাহ করেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি আর্টিকেল। বিশেষ করে যারা নতুন বিবাহ করেছেন, যারা কাজের সূত্রে নিজের পরিবারের সঙ্গে থাকতে পারেন না তারা তাদের বিবাহিত স্ত্রীকে বিভিন্ন ভালোবাসার মেসেজ পাঠিয়ে থাকেন। কিন্তু আমরা তো কেউই কবি বা লেখক নই তাই না, সেই কারণে আজকে প্রত্যেক হাজবেন্ডের জন্য এক গুচ্ছ Bangla Romantic Status For Wife নিয়ে এসেছি আমরা। এই প্রত্যেকটি রোমান্টিক উক্তির সুন্দর ছবিসহ লেখা আপনারা নিচে পেয়ে যাবেন যেগুলি আপনারা whatsapp, facebook, instagram ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন স্ট্যাটাস রুপে।
নিচে সম্পূর্ণ নিবন্ধে Bangla Romantic Status For Wife, Bangla Love Status For Wife, স্বামী স্ত্রী রোমান্টিক স্ট্যাটাস, স্ত্রী এর জন্য রোমান্টিক স্ট্যাটাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হলো।
আরো পড়ুন, ২০২৩ সালের আসন্ন ৫ টি সেরা হিন্দি সিনেমা
Bangla Romantic Status For Wife

জীবনটা শুরুটা হয়তো
তোমার হাত ধরে হয়নি।
কিন্তু শেষটা
তোমার হাত ধরে করতে চাই,

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।

ভালোবাসার মাঝে সুখ আছে
ভালো থাকার মাঝে কষ্ট আছে
দূরে রাখার মাঝে টান আছে
মনে রাখার মাঝে প্রান আছে
তাই মনে রেখ আমায় চিরদিন।

তোমার ফোনে একটু বিজি
থাকলো আমার মাথায়
উল্টাপাল্টা চিন্তা আসে,
বিশ্বাস করো ইটা সন্দেহ নয়
তোমাকে হারিয়ে ফেলার ভয়

হে বন্ধু মাের, হে প্রিয়তম,
করােনি কেন SMS।
দেখছি তুমি আমায় ভুলে
আছ তাে দিব্যি বেশ।
Bangla Romantic Status For Wife

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে
যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম
আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব
যাব তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?

এই দুনিয়াতে
সব চেয়ে সুখী মানুষ সে
যার প্রিয় মানুষটা তাকে নিজের
মতন করে বুঝতে,
পারে ভালোবাসতে জানে

ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস
জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ

হৃদয়েশ্বরী, প্রাণেশ্বরী যতই
বলাে তুমি।
পাইনি সাতদিন SMS
কেন জানতে পারি?

ভালোবাসা তো সেটাই
যাকে ভালোবাসার পর
অন্য কাউকে
ভালোবাসার ইচ্ছাটাই
মনে যায়।

আজকে আমি এসেছি গাে
তােমায় দেখব নয়ন ভরে।
মুখ ফিরিয়ে থেকো না গাে
অভিমান করে।

আমি তোমাকে ভালবাসি শোনার চেয়ে,
আমি তোমাকে বিশ্বাস করি
কথাটার মূল্য অনেক বেশি,
কারণ ভালো সবাই কে বাসা যায়
কিন্তু বিশ্বাস সবাইকে করা যায় না।
Bangla Love Status For Wife

কত না ফুটেছে ফুল,
গৌরী চাপার বনে।
শুধু SMS-টা না আসাতেই
আমার সুখ নেইকো মনে।

ওই পাগল
আমি সারা জীবন তোর
পাগলী হয়েই থাকে চাই

পত্নীনিষ্ঠ শান্তশিষ্ট এক
ভদ্রলােক আমি।
মহারুদ্র হয়ে যাই যখন,
বাপের বাড়ি যাও তুমি।

আমি কিছুই চাই না
শুধু চাই তোমার হৃদয়ের একটু জায়গা
যেখানে থেকে আমি
সারা জীবন
তোমাকে ভালোবাসতে পারবো।

হায় হায় হরি হরি,
আমি সদাই ভেবে মরি।
কী কারণে অভিমান,
বলােনা গাে সুন্দরী।
Bangla Romantic Status For Wife
তুমি জানতে চাও
আমার প্রিয়
মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটা
আবার পড়ো।
দেখো চাঁদের দিকে
কত যে কষ্ট তার বুকে
কখনো কালো মেঘ ঢেকে যায়
কখনো সে জোত্সনা হারায়
তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে
কারন সে আকাশ কে ভালবাসে।
প্রিয় স্বামী,
তুমি আমার জীবনের পরিপূরক,
বন্দর ছাড়া যেমন
জাহাজ অসম্পূর্ণ থাকে,
তেমনি তোমাকে ছাড়া আমি,
তুমি আমার জীবনের
বৃহত্তম সুরক্ষা সম্পদ।
আমার জীবন তোমাকে ছাড়া
কল্পনা করতে পারিনা
আমি তোমাকে অনেক ভালবাসি।
দু হাতে সােনার চুরি,
সােনার কত দাম।
সে সোনায় লেখা আছে,
তােমার আমার নাম।
সুখের সাথে পাতাবো সই
শান্তি হবে প্রিয় সখা
ঠোঁটের কোণে হাসি নিয়ে
হবে সংসার আনন্দ মাখা।
Bangla Love Status For Wife
মনের মাঝে স্বপ্ন সাজাই
শুধু তোকে নিয়ে
তোকে ছাড়া অবুজ হৃদয়
চলবে কি দিয়ে
তুই আমার নয়ন মনি
অন্ধকারের আলো
তুই ছাড়া এক মুহূর্ত
লাগে না যে ভালো
তুমি আমার আমি তোমার
দুজনে হলাম দুজনার,
ভালোবাসার নতুন ছোঁয়ায়
প্রেম আজ হলো একাকার,
চায় মন সারাদিন
দুই চোখে থাকো হয়ে রঙিন,
স্বপ্নের মায়াজালে এলো শুভদিন
তুমি ছাড়া এ জীবন মানেনা অবুঝ মন
সবকিছু খালি খালি সব বেরঙ্গিন।
মারাে দম্ মারাে দম্
গাঁজার কলক তুলে।
মেজাজটা মাের খাপ্পা হয়
তোমার SMS না এলে।
আই প্রমিস,
আমার হৃদয় তুমি ছাড়া আর
কারও জায়গা হবে না।
নয়ন ডুবেছে কেন চোখের জলে।
যাচ্ছি না গাে প্রাণেশ্বরী
তােমায় একা ফেলে।
রামধনু রঙে রঙে
তোমার মন রাঙাবো,
মধুর সুরে সুর মিলিয়ে
প্রেমের গান শোনাবো,
করেছ এই মন যাদু
থাকবো তোমার শুধু,
ছুঁয়ে দিয়ে তুমি আমায়
করেছো কাবু,
হয়ে আমার বধূ
ছড়িয়েছ প্রেমের মধু।
দুষ্টামি নয়, রিয়েলি
ফাজলামি নয়, সিরিয়াসলি
মিথ্যা নয়, সত্যি
অন্য কাউকে নয়, তোমাকে
বলছি, আই লাভ ইউ
Bangla Romantic Status For Wife
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
এতো কাছে তুমি তবু জানিনা কি করবো
প্রেমাপাল নাকি শুধু চেয়ে চেয়ে দেখবো
পাশাপাশি আছো তাও কতো দূর মনে হয়
খেয়ালী প্রকৃতি তুমি খেলা বড়ো বোঝা দায়
কখনো দুঃখিনী তুমি কখনো গরবিনী
অপরূপা সুন্দরী ওগো প্রিয়া নন্দিনী।
খুব নিশিতে কষ্ট হলে
মাথা রেখ চাঁদের কোলে
তবুও যদি কষ্ট থাকে
চোখ রেখ আমার চোখে
কষ্ট রেখোনা বুকের মাঝে
পাঠিয়ে দিও আমার কাছে।
মহান কোন উপহার পাওয়া য়ায় না
কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে,
শুধু পাওয়া যায়
সত্যকারী ভালবাসার মানুষের মনে
দেহের রোগের ওষুধ
দোকানে থাকলেও মনের
রোগের ওষুধ প্রিয়
মানুষটির কাছেই থাকে।
বলবো তোমায় কানে কানে
যে কথা আছে আমার মনে
পায়ে পায়ে পাশাপাশি
চলনা হারাই দুজনে
যেতে যেতে হবে শুরু
মনের গোপন কথার
প্রিয়তমা তুমি যে শুধু আমার
গুনগুনিয়ে মনে মনে
যাবো ভেসে প্রেমের উজানে
আরোও কাছে কাছাকাছি
গাছের ছায়ায় বসবো দুজনে
Bangla Love Status For Wife
লাল পরী, নীল পরী,
নানা রং এর পরীর দেশ।
কিছু ভালাে লাগে না আমার,
না পেলে তােমার SMS।
তোমায় আমি ভালবাসি
আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি
তোমায় বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না
কভু তোমায় ছেড়ে
তোমার পাশেই থেকেই আমি তোমায়
ভালবেসে যাব সারাটি জীবন ধরে
জীবনে কিছু পাই বা না পাই
মা -বাবার পর এমন একজন কে পেয়েছি ,
যাকে কখনোই হারাতে চাই না।
যতো দেখি মন ভরেনা আমার
মন চায় দেখি তোমায় শতবার
তোমার পরশে পৃথিবীকে ছুঁয়েছি
বিশ্বাস ভরা সুন্দর হৃদয় পেয়েছি
মন দিয়েছি আমি প্রাণও দেবো
যুগে যুগে শুধু তোমারি রবো
তোমায় আমি ভালবাসি
আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি
তোমায় বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না
কভু তোমায় ছেড়ে
তোমার পাশেই থেকেই আমি তোমায়
ভালবেসে যাব সারাটি জীবন ধরে
সঙ্গীময় জীবন কখনো থামেনা
যতদিন সূর্য থাকবে প্রেম শেষ হবে না
দুজনার দুটি প্রাণে মিলনের ডাক আনে
অনুরাগের রাগে একি ভাষা জাগে
যা কোনো দিনও ফুরায় না
Bangla Romantic Status For Wife
হাতটি ধরেছি ছেড়ে দেবার জন্যে নয়।
অনেক ভালবাসায় অনেক
যত্ন নিয়ে ধরেছি।
কথা দিলাম আরো শক্ত করে
রাখবো ধরে তোমার হাত।
ঐ আকাশের সাদা মেঘে
তোমায় দেখি আমার চোখে
ফুলের বনে পাতা বাহারি
জীবন সঙ্গী তুমি আমারি
ভালোবাসা দিয়ে এই মনে
রয়েছো তুমি আমার প্রানে,
তুমি কি জান পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাংবে বলে
তুমি কি জান ফুল কেন ফুটে?
তুমি দেখবে বলে।
তুমি কি জান আকাশ কেন কাদে?
তোমার মন খারাপ বলে।
তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন?
তুমি খুব ভাল বলে।
তুমি কি জান তুমি এত ভালো কেন?
তুমি আমার বন্ধু।
ভুল করলে বকিস
কিন্তু কথা বলা বন্ধ
করিস না।
আমার জীবনে কেউ নেই
তুমি ছাড়া,
আমার জীবনে কোনো
স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা
তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা
তোমায় ছাড়া ,
আমি কিছু বুঝতে চাইনা
তোমায় ছাড়া।
আরো পড়ুন, আসন্ন সেরা ৫ টি দক্ষিণ ভারতীয় সিনেমা ২০২৩
উপরের নিম্নলিখিত সুন্দর সংলাপ গুলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস ও ব্যক্তিগত প্রেম বিনিময়ে ব্যবহার করা যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কি রকম ভাবে উক্তিগুলো কে ব্যবহার করবেন। উপরের রোমান্টিক সংলাপ গুলি কি রকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের নিবন্ধ থেকে আপনি যদি উপকার পান তবে অবশ্যই নিজ নিজ ঈশ্বরকে একবার ধন্যবাদ জানাবেন। নিবন্ধটি সম্পূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।