আসন্ন সেরা ৫ টি দক্ষিণ ভারতীয় সিনেমা: সিনেমা, ভারতীয় হিসাবে আমরা সবাই সিনেমা দেখতে পছন্দ করি, তার ওপর সেটা যদি হয় দক্ষিণ ভারতীয় সিনেমা। বর্তমান সময়ে বলিউডের সিনেমার তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতি দর্শকদের আকর্ষণ প্রবল ভাবে বেড়েছে। তাদের অভিনেতা অভিনেত্রী দের পারফরম্যান্স বেশ কয়েক বছর ধরে শিখরে পৌঁছেছে। এর প্রকৃষ্ট উদাহরণ হল RRR সিনেমার নাট্টু নাট্য গানের অস্কার পুরস্কার জেতা, যে সিনেমা প্রথমবার ভারতের হয়ে অস্কার জিতল। এছাড়া দক্ষিণ ভারতের আরও একটি শর্ট ফিল্ম অস্কার পুরস্কার জয় লাভ করেছে “বেস্ট ডকুমেন্টারি সিনেমার” জন্য, সিনেমাটির নাম “দি এলিফ্যান্ট হুইসপার”। এবার আসুন দেখে নেওয়া যাক ২০২৩ সালে আসন্ন সেরা ৫ টি দক্ষিণ ভারতীয় সিনেমা।
Read More, ২০২৩ সালের আসন্ন ৫ টি সেরা হিন্দি সিনেমা
আসন্ন সেরা ৫ টি দক্ষিণ ভারতীয় সিনেমা
১. প্রজেক্ট K (Project K)

সিনেমার নাম | প্রজেক্ট K |
পরিচালক | নাগ আশ্বিন |
প্রোডিউসার | সি অশ্বিন দত্ত |
মিউজিক | সন্তোষ নারায়ণা |
প্রোডাকশন কোম্পানি | বিজয়ন্তি মুভিজ |
দেশ | ভারত |
ভাষা | তেলেগু, হিন্দি |
লঞ্চ তারিখ | ২৭ মে ২০২৩ |
বাজেট | ১০০০ কোটি |
প্রজেক্ট K সিনেমার কাস্ট
- প্রাভাস
- দীপিকা পাডুকোন
- অমিতাভ বচ্চন
- দিশা পাটানি
প্রজেক্ট K সিনেমাটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা গুলির মধ্যে একটি, প্রায় ১০০০ কোটি টাকার বাজেটের সিনেমা তৈরি হচ্ছে প্রজেক্ট K। এই সিনেমায় অভিনয় করছেন বাহুবলি খ্যাত প্রভাস এ ছাড়া দীপিকা পাডুকোন, দিশা পাটানি ও বলিউড লেজেন্ড অমিতাভ বচ্চন। সিনেমার গল্প এখনো প্রকাশ হয়নি তবে সিনেমাটি একটি সাইন্স অ্যাকশন সিনেমা হতে চলেছে। সিনেমাটি ভারতের মোট দুটি ভাষাতে লঞ্চ হবে তেলেগু এবং হিন্দি, সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২৭ মে ২০২৩।
২. লিও (Leo)

সিনেমার নাম | লিও |
পরিচালক | লোকেশ কারাগারাজ |
প্রোডিউসার | লোকেশ কারাগারাজ, রত্নাকুমার |
মিউজিক | অনিরুদ্ধ রবিছন্দের |
প্রোডাকশন কোম্পানি | সেভেন স্ক্রিন স্টুডিও |
দেশ | ভারত |
ভাষা | তামিল, হিন্দি |
লঞ্চ তারিখ | ১৯ অক্টোবর ২০২৩ |
বাজেট | ২৫০-৩০০ কোটি |
লিও সিনেমার কাস্ট
- বিজয়
- তৃষা
- অর্জুন
- সঞ্জয় দত্ত
- প্রিয়া আনন্দ
লিও একটি দক্ষিণ ভারতীয় তামিল সিনেমা যেটি লঞ্চ হতে চলেছে ২০২৩ সালের অক্টোবর মাসে। সিনেমাটি একটি অ্যাকশন ফিল্ম যেখানে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় চন্দ্রশেখর এছাড়া রয়েছেন তৃষা, সঞ্জয় দত্ত। সিনেমার বাজেট ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে, ফলে বোঝা যাচ্ছে এটি একটি সুপারহিট অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে।
৩. পুষ্পা ২ (Pushpa 2)

সিনেমার নাম | পুষ্পা ২ |
পরিচালক | বন্দ্রেডি সুকুমার |
প্রোডিউসার | রবি শংকর |
মিউজিক | দেবী শ্রী প্রসাদ |
প্রোডাকশন কোম্পানি | মৈত্রী মুভি মেকার |
দেশ | ভারত |
ভাষা | তেলেগু, হিন্দি |
লঞ্চ তারিখ | ২০২৩ |
বাজেট | ৩৫০ কোটি |
পুষ্পা ২ সিনেমার কাস্ট
- আল্লু আর্জুন
- রস্মিকা মন্দনা
- প্রকাশ রাজ
- সাই পল্লবী
পুষ্পা সিনেমাটি প্রথম পর্ব দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে, যার ফল বক্স অফিসে প্রকাশ পেয়েছে। এবার পুস্পা সিনেমার দ্বিতীয় পর্ব এ বছর যেখানে অভিনয় করেছেন আল্লু আর্জুন, রস্মিকা মন্দনা, প্রকাশ রাজ, সাই পল্লবী। পুষ্পা- দ্যা রুল পার্ট ২ সিনেমাটি আগের পর্বের মতোই জনপ্রিয় হবে বলে মনে করছে সিনেমা মহল।
৪. আদিপুরুষ (Adipurush)

সিনেমার নাম | আদিপুরুষ |
পরিচালক | ওম রাউত |
প্রোডিউসার | ভূষন কুমার, কৃষ্ণ কুমার |
মিউজিক | অজয় অতুল |
প্রোডাকশন কোম্পানি | টি সিরিজ ফিল্ম |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
লঞ্চ তারিখ | ১৬ জুন ২০২৩ |
বাজেট | ৫৫০ কোটি |
আদিপুরুষ সিনেমার কাস্ট
- প্রভাস
- কৃতি সানন
- সাইফ আলী খান
- সানি সিং
সিনেমাটি ভারতের পৌরাণিক রামায়ণ এর গল্প অনুসারে তৈরি করা হয়েছে, প্রায় সাত হাজার বছর আগে যখন ভগবান শ্রীরাম লঙ্কায় গিয়েছিল তার স্ত্রীর সীতাকে ফিরিয়ে আনার জন্য, যাকে সাহায্য করেছিল সে হনুমান দল। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতি সানন, সাইফ আলী খান। সিনেমাটির বাজেট প্রায় ৫৫০ কোটি টাকা, সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১৬ জুন ২০২৩।
আদিপুরুষ সিনেমাটি ২০২০ সালের আগস্ট মাসে ঘোষণা করা হয়। সেই সময় এই সিনেমাটির বাজেট ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা গুলির মধ্যে তুলনা করা হয়। সিনেমাটির টাইটেল রাখা হয়েছে, “জয় শ্রী রাম“।
৫. গেম চেঞ্জার (Game Changer)

সিনেমার নাম | গেম চেঞ্জার |
পরিচালক | শংকর |
প্রোডিউসার | দিল রাজু, সিরিস |
মিউজিক | থামান এস |
প্রোডাকশন কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ্যরা ক্রিয়েশন |
দেশ | ভারত |
ভাষা | তেলেগু, হিন্দি |
লঞ্চ তারিখ | ২০২৩ |
বাজেট | ১৭০ কোটি |
গেম চেঞ্জার সিনেমার কাস্ট
- রামচরণ
- কিয়ারা আদ্ভানি
- অঞ্জলি
- S.J সূর্য্য
গেম চেঞ্জার সিনেমাটি দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরন দ্বারা অভিনীত রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ফিল্ম। সিনেমাটিতে রামচরণ ছাড়া কিয়ার আদ্ভানি, অঞ্জলি অভিনয় করেছেন সিনেমার পরিচালক হলেন শংকর। সিনেমাটির মুক্তির তারিখ এখনো প্রকাশিত হয়নি তবে এ বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাবে, সিনেমাটির বাজেট ১৭০ কোটি টাকা। এই সিনেমাটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষনা করা হয়েছিল যেখানে সিনেমার নাম RC15 রাখাল পরিকল্পনা হলেও পরবর্তীকালে বাতিল করা হয়। সিনেমার অফিসের টাইটেল প্রকাশ করা হয় ২৭ মার্চ ২০২৩ সালে রামচরনের জন্মদিনের দিন।
- ভারতের সেরা ১০ টি হিন্দি সিনেমা
- বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলা ২০২৩
- রশ্মিকা মন্দানা – Rashmika Mandanna in bengali