কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবো

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক: বর্তমানে ভারত সরকারের আয়কর বিভাগের দ্বারা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে 30 জুন 2023 এর পূর্বে ভারতের প্রত্যেক জনগণকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং যা বাধ্যতামূলক। বর্তমানে এই আঁধার প্যান লিংক করতে গেলে আপনাকে ১০০০ টাকা আবেদন মূল্য রূপে দিতে হবে। যে টাকা আপনি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে দিতে পারেন। কিন্তু বলা হচ্ছে 30 জুন 2023 তারিখের পর আপনাকে এর থেকেও বেশি টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হতে পারে। সেই কারণে আর দেরি না করে আজই দেখে নিন আপনারা কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারেন। আজকের নিবন্ধে নিচে তা বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এছাড়া নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার প্যান লিঙ্ক স্ট্যাটাস দেখতে পারেন।

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক ২০২৩

বিষয়আধার প্যান লিংক
সংস্থাআয়কর বিভাগ
আবেদন প্রক্রিয়াঅনলাইন
শেষ তারিখ30 জুন 2023
আবেদন মূল্য1000
ওয়েবসাইটincometax.gov.in

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক অনেকদিন ধরেই চালু আছে। শেষবার ভারত সরকার এই লিংক করার শেষ তারিখ ঘোষণা করেছিল ৩১শে মার্চ ২০২২, কিন্তু তার পরবর্তীকালেও আধার প্যান লিংক চালু থাকে। তবে সেই সময় ৫০০ টাকা আবেদনমূল্য রূপে দিতে হতো আপনাকে কিন্তু বর্তমানে ১ জুলাই, ২০২২ তারিখের পর থেকে ৩১ শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে আপনি যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেন তবে আপনাকে ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। সেই কারণে অতি শীঘ্র আপনারা এই আধার প্যান লিংক আছে কিনা সেটা চেক করে নিন।
বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করার শেষ তারিখ দেওয়া হয়েছে 30 জুন 2023

আরো পড়ুন,

আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা চেক করে নিন

গত বছর থেকে আধার কার্ড ও প্যান কার্ড লিংক চালু হয়ে গিয়েছে আপনি যদি বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে অবশ্যই 30 জুন তারিখে পূর্বে লিংক করে নিন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু আপনার যদি মনে সন্দেহ থাকে আমার আধার ও প্যান কার্ডের লিংক করা আছে কিনা? তবে আপনি নিচের দেবার লিংক এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আধার কার্ড ও প্যান কার্ড এর নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন।
আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের স্ট্যাটাস বর্তমানে কি রকম রয়েছে, নিচের দেওয়া তালিকার মাধ্যমে আপনি তা চেক করে নিতে পারেন।

কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবো

  • প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে যেতে হবে, www.incometax.gov.in
  • এরপর Quick Link অপশনে যাবেন।
  • সেখান থেকে link Aadhaar status অপশনে যাবেন।
  • এরপর আধার কার্ডের জায়গায় আধার নাম্বার ও প্যান কার্ডের জায়গায় প্যান নম্বর দেবেন।
  • এরপর View link Aadhaar status অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনি স্ক্রিনে দেখতে পারবেন আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা।

কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক SMS এর মাধ্যমে করবেন ?

  • আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস নিজের মোবাইল ফোনের SMS এর মাধ্যমে চেক করতে পারবেন এই ভাবে।
  • SMS এ গিয়ে আপনি লিখবেন, UDIPAN স্পেস দিয়ে ১২ সংখ্যার আধার নাম্বার ও তারপর স্পেস দিয়ে ১০ সংখ্যার প্যান নাম্বার।
  • আপনার SMS টি কিছুটা এরকম দেখতে হবে, UIDPAN < 12 digit Aadhaar number> < 10 digit PAN number>।
  • এরপর আপনাকে SMS করতে হবে 567678 অথবা 56161 এই নম্বরে।

উপরে দেওয়া দুই পদ্ধতিতে আপনি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা তা চেক করে নিতে পারেন। যদি আপনার প্যান আধার লিঙ্ক না করা থাকে তবে আপনি নিচের দেওয়া প্রত্যেকটি স্টেপ ফলো করে এই লিংক করতে পারবেন নিজের মোবাইল ফোন থেকেই। আপনাকে কোন সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত খরচা করতে হবে না।

কাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে না

  • NRI বা যে ভারতের নাগরিক নয় তাকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে না।
  • ভারতের নাগরিক যাদের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে তাদেরকে প্যান আদার লিংক করতে হবে না।
  • এছাড়া আসাম, মেঘালয়, জম্মু ও কাশ্মীর রাজ্যের লোকেদের এই লিংক করতে হবে না।

কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবো ?

  • ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দ্বারা এই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক সংগঠিত হচ্ছে।
  • 30/06/2023/ তারিখের পূর্বে অবশ্যই আপনাকে প্যান আধার লিঙ্ক করতে হবে।
  • এই লিংক করার জন্য আপনাকে ১ হাজার টাকা আবেদন মূল্য দিতে হবে।

কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবো,

প্রথম ধাপ-

  • প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.incometax.gov.in
  • এরপর আপনাকে Quick link অপশনে যাবেন।
  • সেখানে আপনি Link aadhar অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনি নিজের প্যান ও আধার কার্ড নাম্বার দেবেন।
  • এরপর আপনি validate অপশনে ক্লিক করবেন।
  • ক্লিক করতেই আপনার সামনে একটি নোটিফিকেশন দেখতে পারবেন।
  • সেখানে বলা থাকবে আপনাকে আবেদন মূল্য বা Payment করতে হবে।
  • এরপর আপনাকে continue to pay thought e-pay tax অপশনে ক্লিক করতে হবে।
  • এরপরের পেজে আপনার সামনে তিনটি অপশন আসবে, যেখানে আপনার প্যান কার্ড নাম্বার দু-বার ও আপনার মোবাইল নাম্বার দিতে হবে।
  • এরপর আপনি continue অপশনে ক্লিক করবেন।
  • আপনার মোবাইল ফোনে একটি otp যাবে যা আপনাকে প্রদান করতে হবে।
  • এরপর আবার আপনাকে continue অপশনে ক্লিক করতে হবে।
  • এবারের পেজে আপনাকে একটি মেসেজ দেখাবে যেখানে লেখা থাকবে you have successfully verified thought mobile OTP।
  • এবার আবার আপনাকে continue অপশনে ক্লিক করতে হবে।
  • এর পরের পেজে আপনার সামনে তিনটি অপশন শো হবে।
  • যেখানে আপনাকে income tax অপশনে ক্লিক করতে হবে।
  • এর পরের পেজে আপনাকে assessment year অপশন থেকে 2023-24 বছর সিলেক্ট করতে হবে।
  • ওই পেজে আপনাকে type of payment অপশন থেকে other receipts (500) অপশনটি সিলেক্ট করে continue অপশনে ক্লিক করবেন।
  • এরপরে পেজে আসার পর আপনাকে আর কিছু করার দরকার নেই, continue অপশনে ক্লিক করবেন।
  • এরপরে আপনার সামনে payment এর অপশন আসবে এবং সেখান থেকে আপনাকে আবেদন মূল্য প্রদান করতে হবে।
  • এখন আপনাকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এরপর আবার এই ওয়েবসাইটে আসবেন।
  • কারণ আপনি যে আবেদন মূল্য প্রদান করেছেন তা ভারতের আয়কর বিভাগ দ্বারা যাচাই করা হবে।

দ্বিতীয় ধাপ-

  • এক সপ্তাহ পর আপনি আবার এই ওয়েবসাইটে আসবেন www.incometax.gov.in।
  • সেখান থেকে লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন আগের মত।
  • এই পেজে আপনাকে পুনরায় প্যান নাম্বার ও আধার নাম্বার দিতে হবে এবং continue অপশনে ক্লিক করবেন।
  • এইবার আপনার সামনে একটি নোটিফিকেশন দেখাবে যেখানে লেখা থাকবে your payment details are verified।
  • এরপর আপনি continue অপসনে ক্লিক করবেন।
  • এরপর পরের পেজে আপনাকে আধার কার্ডে দেওয়া নাম দিতে বলা হবে।
  • এরপর যদি আপনার আধার কার্ডে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকে তবে নিচের বক্সে টিক মার্ক দেবেন না থাকলে দেবেন না।
  • এরপর নিচের বক্সেও টিক মার্ক দেবেন এবং continue অপশনে ক্লিক করবেন।
  • এবার আপনার সামনে একটি মেসেজ দেখাবে যেখানে লেখা থাকবে, your request for Aadhar Pan linking has been sent to UIDAI for validation।
  • এর কিছুদিন পর আপনি আপনার আধার প্যান কার্ড স্ট্যাটাস চেক করে নিতে পারেন যে আপনার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক হয়েছে কিনা।

যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না হয় তাহলে কি করবেন ?

উপরের দেওয়া নিম্নলিখিত প্রক্রিয়ায় যদি আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না হয় কোন কারনে তাহলে আপনি আপনার নিকটবর্তী প্যান কার্ড সেন্টারে যেতে পারেন এবং অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে যাবেন।

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক এর ফলে কি কি সুবিধা হবে

  • এই লিংকের ফলে একজন ব্যক্তি একের বেশি প্যান কার্ড বানাতে পারবেন না।
  • এই লিঙ্কের মাধ্যমে ভারতের আয়কর বিভাগ ভারতের নাগরিকদের টেক্স ফাঁকি দেওয়াকে ধরতে পারবে।
  • পরবর্তীকালে ট্যাক্স আদায় করার ক্ষেত্রে ভারত সরকারের সুবিধা হবে।

সবাই ভালো থাকবেন এবং আমাদের এই Extra Gyaan ওয়েবসাইটিকে ফলো করবেন। এই ওয়েবসাইট সবসময় আপনাদের জন্য বাংলা ভাষায় উপযুক্ত তথ্য প্রদান করে থাকে। ধন্যবাদ।

“কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবো”-এ 1-টি মন্তব্য

Leave a Reply