নাসা অ্যাস্ট্রোনমি: আশ্চর্যজনক ছবি প্রকাশ পেলো, দেখুন সেই ছবি

নাসা অ্যাস্ট্রোনমি: চাঁদ দীর্ঘকাল ধরেই পৃথিবীর বিজ্ঞানীদের কাছে অধ্যয়নের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। পৃথিবীতে জোয়ার ভাটার মত ঘটনা গুলো চাঁদের জন্যেই ঘটে থাকে।

পৃথিবীর মানুষের কাছে চাঁদের গুরুত্ব অনেক। পূর্ণিমা অমাবস্যার মত ঘটনাগুলো ধর্মীয়, সাংস্কৃতিক বা বৈজ্ঞানিক দিক দিয়ে অনেক গুরুত্ব বহন করে আনে। বিজ্ঞানীরা মনে করেন চাঁদের সৃষ্টি হয়েছিল ৪.৫ বিলিয়ন বছর আগে, সৌরজগৎ সৃষ্টির কিছু পরে। বিজ্ঞানীরা জানিয়েছেন থিয়া নামক মঙ্গল গ্রহের আকৃতির কোনো বস্তুর সংঘর্ষের পর চাঁদের সৃষ্টি হয়েছে। চাঁদ হলো একমাত্র স্থান যেখানে এখনও পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছেন।

সম্প্রতি নাসার অ্যাস্ট্রোনমির একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে গ্রিসের প্রাচীন গ্রিক মন্দিরের অগ্রভাগে পাতলা অর্ধচন্দ্রাকার ছবি ফুটে উঠেছে। আমরা পৃথিবী থেকে চাঁদের যে আলো দেখি তা চন্দ্রপৃষ্ঠের ধূসর সাদা পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়। প্রতি মাসে চাঁদের মোট ৮টি পর্যায় পরিলক্ষিত হয় – অমাবস্যা, ওয়াক্সিং ক্রিসেন্ট, ফার্স্ট কোয়াটার, ওয়াক্সিং গিববাস, পূর্ণিমা, ক্ষয়প্রাপ্ত গিববাস, তৃতীয় ত্রৈমাসিক, ক্ষয়প্রাপ্ত অর্ধচন্দ্র।

আরো পড়ুন -নাসা: বিশ্বের প্রথম নারী যিনি নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্ব পেলেন

চাঁদের অতি সুন্দর এই ছবিটি তুলেছেন অ্যাস্ট্রোফটোগ্রাফার ইলিয়াস চ্যাসিওস্টিস। এই ছবিতে পরিলক্ষিত পাতলা অর্ধচন্দ্র দেখা যায় যখন চাঁদ আকাশে সূর্যের কাছাকাছি থাকে। এই অর্ধচন্দ্র সৃষ্টি হয় পৃথিবীর ছায়া চাঁদে পড়ার কারণে। বিশেষত সন্ধ্যা বেলায় সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষন পরেই চাঁদের এই প্রকারটি অস্ত যায়। আবার সকালে সূর্য উদয়ের কিছু সময় আগে পুনরায় উদিত হয় এই চাঁদ। ছবিতে দেখতে পাওয়া চাঁদটি সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে দিগন্তের কাছে ধরা পরে, প্রাচীন গ্রিসের পসাইডন মন্দিরের অবশিষ্টাংশের অনেক পিছনে।

“নাসা অ্যাস্ট্রোনমি: আশ্চর্যজনক ছবি প্রকাশ পেলো, দেখুন সেই ছবি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন