এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে, কেরালা রাজ্যের জন্য। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে, ইন্টারভিউ সংঘটিত হবে 7 থেকে 9 মার্চের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও অফিশিয়াল নোটিফিকেশনের জন্য নিবন্ধটি সম্পন্ন পড়ুন।
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023:
নিয়োগ | এয়ার ইন্ডিয়া |
পোস্ট | টেকনিশিয়ান |
শূন্যপদ | 90 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
যোগ্যতা | ডিপ্লোমা |
স্থান | কেরালা |
আবেদনের তারিখ | 16-02-2023 |
শেষ তারিখ | 03-03-2023 |
ওয়েবসাইট | aiesl.in |
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: তারিখ / DATE-
আবেদন শুরুর তারিখ | 16/02/2023 |
আবেদন শেষের তারিখ | 03/03/2023 |
আরো পড়ুন- হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ 2023 – পোস্ট 24 আবেদন করুন
আরো পড়ুন- আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616
আরো পড়ুন- কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট – দেখুন বিশদে
শূন্যপদের বিবরণ-
এয়ারক্রাফ টেকনিশিয়ান- 90 টি
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: বয়স / AGE-
এয়ারক্রাফ টেকনিশিয়ান- 37 বছর (উর্ধ্বসীমা)
- OBC- 3 বছর
- ST/SC- 5 বছর
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: বেতন / Salary-
এয়ারক্রাফ টেকনিশিয়ান- 28,000-36,000
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে।
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: আবেদন মূল্য-
- জেনারেল- 1000
- ওবিসি- 1000
- তপশিলি জাতি- No fees
- তপশিলি উপজাতি- No fees
এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া-
ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে।
কিভাবে আবেদন করবেন?
- প্রথমে আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে নেবেন।
- এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করবেন।
- প্রথমে আপনার অফিসিয়াল ওয়েব সাইটে যাবেন www.aiesl.in।
- এরপর কেরিয়ার অপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংকে প্রবেশ করবেন।
- ফর্মে দেওয়া প্রয়োজনীয় তথ্যের সঠিক উত্তর দেবেন।
- এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
- ফর্মটি আপনারা নিচের দেওয়া টেবিল থেকে পেয়ে যাবেন।
*ইন্টারভিউ তারিখ- 7 মার্চ 2023 থেকে 9 মার্চ 2023
নোটিফিকেশন | CLICK HERE |
আবেদন করুন | CLICK HERE |
অফিসিয়াল ওয়েবসাইট | CLICK HERE |
[…] […]
[…] […]
[…] […]
[…] […]