এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে, কেরালা রাজ্যের জন্য। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে, ইন্টারভিউ সংঘটিত হবে 7 থেকে 9 মার্চের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও অফিশিয়াল নোটিফিকেশনের জন্য নিবন্ধটি সম্পন্ন পড়ুন।

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023:

নিয়োগএয়ার ইন্ডিয়া
পোস্টটেকনিশিয়ান
শূন্যপদ90
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাডিপ্লোমা
স্থানকেরালা
আবেদনের তারিখ16-02-2023
শেষ তারিখ03-03-2023
ওয়েবসাইটaiesl.in

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: তারিখ / DATE-

আবেদন শুরুর তারিখ16/02/2023
আবেদন শেষের তারিখ03/03/2023

আরো পড়ুন- হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ 2023 – পোস্ট 24 আবেদন করুন

আরো পড়ুন- আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616

আরো পড়ুন- কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট – দেখুন বিশদে

শূন্যপদের বিবরণ-

এয়ারক্রাফ টেকনিশিয়ান- 90 টি

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: বয়স / AGE-

এয়ারক্রাফ টেকনিশিয়ান- 37 বছর (উর্ধ্বসীমা)

  • OBC- 3 বছর
  • ST/SC- 5 বছর

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: বেতন / Salary-

এয়ারক্রাফ টেকনিশিয়ান- 28,000-36,000

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে।

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: আবেদন মূল্য-

  • জেনারেল- 1000
  • ওবিসি- 1000
  • তপশিলি জাতি- No fees
  • তপশিলি উপজাতি- No fees

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া-

ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে।

কিভাবে আবেদন করবেন?

  1. প্রথমে আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে নেবেন।
  2. এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করবেন।
  3. প্রথমে আপনার অফিসিয়াল ওয়েব সাইটে যাবেন www.aiesl.in।
  4. এরপর কেরিয়ার অপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংকে প্রবেশ করবেন।
  5. ফর্মে দেওয়া প্রয়োজনীয় তথ্যের সঠিক উত্তর দেবেন।
  6. এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  7. ফর্মটি আপনারা নিচের দেওয়া টেবিল থেকে পেয়ে যাবেন।

*ইন্টারভিউ তারিখ- 7 মার্চ 2023 থেকে 9 মার্চ 2023

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

“এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন