ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট, বিশদে দেখুন

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ভারত ইলেকট্রনিক্স (BEL) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যারা যারা টেকনিক্যাল নিয়োগ আবেদন করতে আগ্রহী তারা এই পোস্টে আবেদন করতে পারেন। ট্রেনি ইঞ্জিনিয়ার পোষ্টের জন্য নিয়োগ করা হবে, 15 মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন ইত্যাদি বিষয় জানার জন্য আমাদের এই নিবন্ধটির সম্পন্ন করুন। এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত খবরের জন্য আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করুন।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023

নিয়োগBEL
পোস্টইঞ্জিনিয়ার
শূন্যপদ38
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাB.TECH
স্থানসারা ভারত
আবেদনের তারিখ01-03-2023
শেষ তারিখ15-03-2023
ওয়েবসাইটecil.co.in.

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: তারিখ / Date

আবেদন শুরুর তারিখ01-03-2023
আবেদন শেষের তারিখ15-03-2023

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট 38 টি পদের জন্য নিয়োগ করা হবে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার- 26
ট্রেনি ইঞ্জিনিয়ার- 12

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

  • BE, B.TECH পাস করে থাকতে হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে।
  • প্রজেক্ট ইঞ্জিনিয়ার- এই পোস্টের ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
  • ট্রেনি ইঞ্জিনিয়ার- এই পোস্টের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: বয়স / AGE

পদবয়স
প্রজেক্ট ইঞ্জিনিয়ার32
ট্রেনি ইঞ্জিনিয়ার28

সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি-3 বছর, তপশিলি জাতি/ উপজাতি- 5 বছর ও PWD- 10 বছরের ছার পাবেন আবেদনের ক্ষেত্রে।

আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বিশদে জানার জন্য পোস্টটি দেখুন

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: বেতন / Salary

পদবেতন
প্রজেক্ট ইঞ্জিনিয়ার40,000-55,000
ট্রেনি ইঞ্জিনিয়ার30,000-40,000

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: আবেদন মূল্য

প্রজেক্ট ইঞ্জিনিয়ার
  • জেনারেল- 472
  • ওবিসি- 472
  • তপশিলি জাতি- NIL
  • তপশিলি উপজাতি- NIL
ট্রেনি ইঞ্জিনিয়ার
  • জেনারেল- 177
  • ওবিসি- 177
  • তপশিলি জাতি- NIL
  • তপশিলি উপজাতি- NIL

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করতে হবে?

  • প্রথমে আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে নেবেন।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (bel-india.in)।
  • এরপর Recruitment অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে recruitment for the post of trainee engineer-1 and project engineer-1 for Ghaziabad অপশনে যাবেন।
  • এরপর সেখান থেকে apply online অপশনে ক্লিক করবেন।
  • তারপর ফর্মে যাবতীয় তথ্য দেবেন যা যা চাইবে।
  • এরপর যাবতীয় নথিপত্র আপলোড করবেন।
  • আবেদন মূল্য প্রদান করবেন।
  • সব হয়ে গেলে ফর্মটি একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • এরপর ফর্মটির একটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

“ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট, বিশদে দেখুন”-এ 6-টি মন্তব্য

Leave a Reply