আয়কর বিভাগে নিয়োগ ২০২৩: ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যারা হাইকোর্ট বিভাগের কাজ করতে ইচ্ছুক তারা এই পদে আবেদন করতে পারেন বিস্তারিত বিবরণ যাচাই করার পর। এই পোস্টে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি আমাদের এই পোস্টে বিস্তারিত পেয়ে যাবেন। ২৪ শে মার্চের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। এছাড়া অফিসিয়াল নোটিফিকেশন, আবেদন করার লিংক নিচে দেওয়া আছে।
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা, PWD এদের কোনো আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া
যে সমস্ত প্রার্থী department of youth affairs and sports এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
যে সমস্ত প্রার্থী জুনিয়র লেভেল চ্যাম্পিয়নশিপ রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
এছাড়া যে সমস্ত প্রার্থী Indian University sports board এর অধীনে নিজের বিশ্ববিদ্যালয় এর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং মেডেল জিতেছেন।
যারা all India school games federation এর অধীনে জাতীয় স্তরে বিদ্যালয়ের হয়ে মেডেল জিতেছেন।
এছাড়া এই বিষয়ে আরো বিশদে জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি একবার অবশ্যই দেখবেন।
কিভাবে আবেদন করতে হবে?
প্রত্যেক আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে এই নিবন্ধের নিয়োগ প্রক্রিয়া বিভাগকে একবার অবশ্যই দেখবেন।
এরপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন incometaxindia.gov.in।
এরপর সেখান থেকে recruitment notice অপশনে যাবেন।
সেখানে আপনারা আবেদন ফরমটি পেয়ে যাবেন, বা আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে আপনি ফর্মটি পাবেন।
সেখানে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে তথ্য দিয়ে সম্পূর্ণ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা- Commissioner of Income Tax (Admin and TPS), O/o Principal Chief Commissioner of Income Tax, Karnataka and Goa Region, Central Revenue Building, No. 1, Queens Road, Bengaluru, Karnataka- 560001
[…] […]