পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল দেখুন বিশদে

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 21 শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য বিশদে আমাদের এই নিবন্ধটি পড়বেন এছাড়া অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন। WBCS পরীক্ষা তিনটি পর্যায়ে আয়োজিত হবে গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। প্রত্যেকটি বিভাগে বিভিন্ন ডিপার্টমেন্ট যুক্ত আছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩

পরীক্ষার নামWBCS
বোর্ডWBCS
বিভাগগ্রুপ A,b,c,d
যোগ্যতাঅনলাইন
শূন্যপদসারা ভারত
ওয়েবসাইটwbpsc.gov.in

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: তারিখ

FCI নিয়োগতারিখ
আবেদনের শুরু20-02-2023
আবেদনের শেষ21-03-2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: শূন্যপদের বিবরণ

এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন বিশদে শূন্যপদের বিবরণ প্রকাশ করেনি। WBCS নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারা শূন্য পদ ভাগ করবে। ফাইনাল ফলাফলের পর ডিপার্টমেন্ট ভাগ করে দেয়া হবে প্রার্থীদের উপর তাদের মেরিট লিস্ট বিচার কর।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক আবেদনকারীকে গ্রাজুয়েশন সম্পন্ন করে থাকতে হবে, এছাড়া বাংলা ভাষায় কথা বলা, লেখা ও পড়তে জানতে হবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: বয়স

বিভাগবয়স
গ্রুপ A21-36
গ্রুপ B20-36
গ্রুপ C21-36
গ্রুপ D21-39

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায় বয়সে ছাড় পাবে।

আরো পড়ুন,

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: বেতন

বিভাগবয়স
গ্রুপ A56,100-144,300
গ্রুপ B56,100-144,300
গ্রুপ C35,800-92,100
গ্রুপ D32,100-82,900

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

WBCS পরীক্ষার মাধ্যমে বিভিন্ন অফিসার নিযুক্ত হয়ে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের এই নিয়োগ হয়। মূলত এই পরীক্ষা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।

  • লিখিত পরীক্ষা (Prelims)
  • লিখিত পরীক্ষা (Mains)
  • ইন্টারভিউ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩: আবেদন মূল্য

  • জেনারেল- 210
  • ওবিসি- 210
  • তপশিলি জাতি- Nil
  • তপশিলি উপজাতি- Nil

কিভাবে আবেদন করতে হবে?

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে wbpsc.gov.in।
  • প্রত্যেক আবেদনকারীর একটি মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি থাকা বাধ্যতামূলক।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টেশন করতে হবে।
  • এরপর লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  • এরপর আবেদনমূল্য প্রদান করবেন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে পুনরায় একবার ফর্মটি যাচাই করে নেবেন।
  • ফর্ম টি সাবমিট করার পর একটি প্রিন্ট করে নেবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুণCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply