FCI নিয়োগ ২০২৩: ভারতের খাদ্য দপ্তর বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই নিয়োগে আকর্ষণীয় বেতনের ঘোষণা করা হয়েছে 180,000 , মোট 46 টি পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিশদে দেখে যারা যোগ্য প্রার্থী তারাই আবেদন করুন। শূন্যপদের বিবরণ বয়স, বেতন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। এছাড়া আপনারা নিচে অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন।
FCI নিয়োগ ২০২৩
নিয়োগ | FCI |
পোস্ট | AGM |
শূন্যপদ | 46 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্থান | সারা ভারত |
আবেদনের তারিখ | 06-03-2023 |
শেষ তারিখ | 01-04-2023 |
ওয়েবসাইট | jipmer.edu.in |
FCI নিয়োগ ২০২৩: তারিখ
FCI নিয়োগ | তারিখ |
---|---|
আবেদনের শুরু | 06-03-2023 |
আবেদনের শেষ | 01-04-2023 |
FCI নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ
পদ | শূন্যপদ |
---|---|
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (CE) | 26 |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (EM) | 20 |
মোট | 46 |
FCI নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
- BE/B.Tech পাস করে থাকতে হবে সিভিল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
- এর সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আরো পড়ুন,
- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট, বিশদে দেখুন
- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন
- JIPMER নিয়োগ 2023: গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট, আবেদন করুন এক্ষুনি
- আয়কর বিভাগে নিয়োগ ২০২৩ পোস্ট মাল্টি টাস্কিং স্টাফ (Sports Quota)
- AIESL নিয়োগ 2023: এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান, শূন্যবাদ 325
FCI নিয়োগ ২০২৩: বয়স
বয়স সংক্রান্ত বিষয় বিশদে জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
FCI নিয়োগ ২০২৩: বেতন
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার- 60,000-180,000
FCI নিয়োগ ২০২৩: আবেদন মূল্য
কোন আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে সবকটি পদের জন্য ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন লিখিত পরীক্ষা হবে না।
কিভাবে আবেদন করতে হবে?
- আবেদনকারী কে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (www.fci.gov.in)
- এরপর সেখান থেকে Current Recruitment অপশনে ক্লিক করবেন।
- তারপর AGM Recruitment অপশনে যাবেন।
- এরপর সেখান থেকে Download Application অপশনে ক্লিক করবেন।
- সেখান থেকে আপনারা আবেদন ফর্ম টি মোবাইলে সেভ করতে পারবেন।
- সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পন্ন করার পর, প্রয়োজনীয় নথিপত্র দেবেন।
- এরপর শেষ তারিখের পূর্বে ফর্মটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেবেন।
- ঠিকানা- Deputy General Manager(Estt-I), Food Corporation of India, Headquarters, 16-20 Barakhamba Lane, New Delhi-110001
নোটিফিকেশন | CLICK HERE |
অফিসিয়াল ওয়েবসাইট | CLICK HERE |
[…] […]
[…] […]