AIESL নিয়োগ 2023: এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান, শূন্যবাদ 325

AIESL নিয়োগ 2023: আবারো এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে 06-03-2023 তারিখে। 325 এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে, নতুন দিল্লি লোকেশন এর জন্য। কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ সংঘটিত হবে 31 শে মার্চ ও 11 ই এপ্রিল। যারা যারা এই নিয়োগে আগ্রহী তারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি দেখে আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন।

AIESL নিয়োগ 2023

নিয়োগAIESL
পোস্টটেকনিশিয়ান
শূন্যপদ325
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানসারা ভারত
আবেদনের তারিখ06-03-2023
ওয়েবসাইটaiesl.in

AIESL নিয়োগ 2023: তারিখ

ইন্টারভিউ তারিখ- 31-03-2023, 11-04-2023

AIESL নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান- 325

AIESL নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

পদশিক্ষাগত যোগ্যতা
এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ানএই পদের ক্ষেত্রে আবেদনকারী কে AME Diploma কোর্স বা এয়ার ক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এর নথিপত্র থাকতে হবে।
টেকনিশিয়ানআইটিআই বিএসসি বা ডিপ্লোমা বা BE পাস করে থাকতে হবে। এর সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

AIESL নিয়োগ 2023: বয়স

  • এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান- 35 বছর
  • সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

AIESL নিয়োগ 2023: বেতন

এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান- 25,000

AIESL নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল- 1000
  • ওবিসি- 1000
  • তপশিলি জাতি- Nil
  • তপশিলি উপজাতি- Nil

আরো পড়ুন,

নিয়োগ প্রক্রিয়া

  • সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
  • এরপর ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট হতে পারে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন aiesl.in।
  • এরপর সেখান থেকে কেরিয়ার অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে আবেদন পত্রটি সেভ করবেন।
  • ফর্ম টি সঠিক তথ্য দ্বারা সম্পূর্ণ করবেন।
  • এরপর ফর্মের সাথে সঠিক নথিপত্র এটাচ করবেন।
  • এরপর আবেদনমূল্য প্রদান করবেন (কিভাবে করতে হবে নোটিফিকেশন দেখুন)।
  • ফর্মটি ইন্টারভের সময় জমা দিতে হবে।
  • ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানা নিচে দেওয়া আছে।

ইন্টারভিউ এর তারিখ

  • 31 মার্চ 2023 ও 11 এপ্রিল 2023

ইন্টারভিউ এর সময়

  • 9.30 AM

ইন্টারভিউ এর ঠিকানা

Personnel Department,
A-320 Avionics Complex, (Near New Custom House)
IGI Airport Terminal-II,
New Delhi – 110037

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

“AIESL নিয়োগ 2023: এয়ার ক্রাফ্ট টেকনিশিয়ান, শূন্যবাদ 325”-এ 1-টি মন্তব্য

Leave a Reply