স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: শূন্যপদ 5369, আবেদন করুন

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: SSC সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যারা যারা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বড় সুযোগ। 5369 শূন্যপদ নিয়ে এসেছে SSC, নিবন্ধটি বিশদে পড়ে সঠিক পদে আবেদন করুন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, কিভাবে আবেদন করবেন, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা নিচে বিস্তারিত পেয়ে যাবেন।
আমাদের এই ওয়েবসাইট সব সময় এই ধরনের সরকারি চাকরির সংক্রান্ত খবর আপনাদের সামনে নিয়ে আসে। সেই কারণে এই সমস্ত খবর দ্রুত পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটফেসবুক পেজে ফলো করতে পারেন।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023

নিয়োগSSC
পোস্টPhase XI
শূন্যপদ5369
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
আবেদনের তারিখ06-03-2023
শেষ তারিখ27-03-2023
পরীক্ষাজুন,জুলাই
ওয়েবসাইটssc.nic.in

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: তারিখ

SSC নিয়োগতারিখ
আবেদন শুরু06/03/2023
আবেদন শেষ27/03/2023
আবেদন মূল্য দেওয়ার শেষ দিন28/03/2023

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

SSC Post Phase XI 2023 বিভাগে এই নিয়োগ হতে চলেছে।

বিভাগপোস্ট
তপশিলি জাতি687
তপশিলি উপজাতি343
ওবিসি1332
জেনারেল2540
ESM154
OH56
HH43
VH17
EWS467
Others16
মোট5369

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক আবেদনকারী কে দশম শ্রেণী, 12 শ্রেণী, গ্রাজুয়েশন সম্পন্ন করে থাকতে হবে।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: বয়স

  • 01/01/2023 তারিখ পর্যন্ত আবেদনকারীকে 18 বছর সম্পূর্ণ থাকতে হবে এছাড়া বয়সের উর্ধসীমা যথাক্রমে 25,27,30 বছর।
  • এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাওয়া যাবে।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: বেতন

বেতন সংক্রান্ত বিষয়ের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল- 100
  • ওবিসি- 100
  • তপশিলি জাতি- কোন আবেদন মূল্য লাগবে না
  • তপশিলি উপজাতি- কোন আবেদন মূল্য লাগবে না

নিয়োগ প্রক্রিয়া

  • কম্পিউটার বেস CBT পরীক্ষা আয়োজন করা হবে।
  • এছাড়া স্কিল টেস্ট যেমন টাইপিং, কম্পিউটার নলেজ।
  • মেডিকেল পরীক্ষা।
  • নথিপত্র যাচাই।

কিভাবে আবেদন করতে হবে?

  • প্রথমে আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়বেন।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন www.ssc.nic.in।
  • এরপর রেজিস্টার অপশনে ক্লিক করবেন।
  • প্রত্যেক আবেদনকারীর একটি মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
  • ইমেল আইডি দ্বারা রেজিস্টার করার পর লগইন করবেন।
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ করবেন।
  • এরপর নিজের নথিপত্র আপলোড করবেন।
  • এরপর নিজের ফটোগ্রাফ ও হস্তাক্ষর আপলোড করবেন।
  • এরপর অনলাইনে আবেদনমূল্য প্রদান করবেন।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্মটি একবার পুনরায় যাচাই করে নেবেন।
  • সাবমিট করার পর ফর্মটির একটি প্রিন্ট করে নেবেন।
নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন