Mars: মঙ্গলের আকাশে প্রথম এত স্পষ্ট ‘সূর্য রশ্মি’, দেখুন ভাইরাল ছবি

Mars: মঙ্গলের আকাশে প্রথম এত স্পষ্ট 'সূর্য রশ্মি', দেখুন ভাইরাল ছবি

Mars: মঙ্গল গ্রহ থেকে স্পষ্ট দেখা মিলল সূর্য রশ্মীর। এর আগে কখনো এত স্পষ্ট ভাবে সূর্যরশ্মির দেখা মেলেনি।

পৃথিবীর পার্শ্ববর্তী গ্রহ মঙ্গলে এর আগেও সূর্য রশ্মীর দেখা মিলেছে কিন্তু এত স্পষ্টভাবে সূর্য রশ্মি আগে কখনোই দেখা যায়নি। এমনটাই জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। সম্প্রতি মঙ্গল গ্রহ থেকে একটি অপরূপ ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছেন নাসা, যে ছবি এর মধ্যেই ভাইরাল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সূর্য রশ্মির এই দৃশ্য মঙ্গল থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে নাসার কিরিওসিটি রোভার দ্বারা। গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলোর প্রতিফলিত হয় সেই সময় এই অসাধারণ ছবিটি ক্যামেরাবন্দী করা হয়েছে কিরিওসিটি রোভারের ক্যামেরায়

ছবিটি প্রকাশ করার সাথেই নাসা লেখে –
“NASA-এর কিউরিওসিটি মার্স রোভার মিশনের 3,730তম মঙ্গল দিবস, বা সল, 2 ফেব্রুয়ারী, 2023-এ সূর্যাস্তের সময় মেঘের মধ্য দিয়ে জ্বলতে থাকা এই “সূর্য রশ্মিগুলি” ক্যাপচার করেছে৷ এটি প্রথমবারের মতো সূর্যের রশ্মিও পরিচিত ছিল”

নাসার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয় পৃথিবীর আকাশে মেঘের উপরে সর্বক্ষণ সমীক্ষা চালানো হয় যা আবহাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রদান করে। মঙ্গল গ্রহের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবেই গবেষণা চালান বিজ্ঞানীরা। যার সাহায্যে মঙ্গল গ্রহের আবহাওয়া সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয়। মঙ্গল গ্রহের আবহাওয়ার উপরে সমীক্ষা চালানোর সময় এই ছবিটি ক্যামেরাবন্দী করা হয়েছিল।

নাসার তরফ থেকে আরো জানানো হয়েছে কিরিসিটির ওপরে থাকা সাদাকালো নেভিগেশন ক্যামেরার সাহায্যে আরো একাধিক ছবি তোলা হয়েছিল যা মেঘের গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞানীদের প্রদান করে। এই সমীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, যা মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। কিউরিওসিটি রোভার শুধু মঙ্গল গ্রহে সূর্যের রশ্মির ছবি তোলেনি, এছাড়াও মঙ্গল গ্রহে বিভিন্ন সময় তৈরি হওয়া অত্যাশ্চর্য মেঘের সুন্দর সুন্দর ছবিও ধারণ করেছে এই রোভার।

Previous articleআয়কর বিভাগে নিয়োগ ২০২৩ পোস্ট মাল্টি টাস্কিং স্টাফ (Sports Quota)
Next articleসুজুকি অ্যাকসেস ১২৫: নতুন মডেল নিয়ে হাজির সুজুকি, দাম শুরু মাত্র ৭৯ হাজার থেকে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply