কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট: পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য সুখবর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২৫ জন অ্যাপ্রেন্টিস কলকাতা মেট্রো রেলের অধীনে নিয়োগ করা হবে। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আইটিআই বা NCVT সার্টিফিকেট টাকা বাধ্যতামূলক। এই নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বিশদে জানার জন্য আমাদের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
Kolkata metro rail apprentice recruitment 125
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট
নিয়োগ Kolkata metro পোস্ট অ্যাপ্রেন্টিস শূন্যপদ 125 স্থান কলকাতা আবেদনের তারিখ 07-02-2023 শেষ তারিখ 06-03-2023
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ DATE / তারিখ :
আবেদন শুরু ৭ ফেব্রুয়ারি, ২০২৩ আবেদন শেষ ৬ মার্চ, ২০২৩
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ শূন্যপদের বিবরণ :
পদ শূন্যপদ ফিটার ৮১ ইলেক্ট্রিশিয়ান ২৬ মেশিনিস্ট ৯ ওয়েল্ডার ৯ মোট ১২৫
আরো পড়ুন- IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ, যোগ্যতা, শেষ তারিখ দেখে নিন
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক বা দশম শ্রেণী পাস থাকতে হবে ৫০ শতাংশ নম্বর সহ।
উপরে দেওয়া সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাস করে থাকতে হবে এবং NCVT সার্টিফিকেট থাকতে হবে।
জন্ম সার্টিফিকেট বা জন্ম তারিখের নথিপত্র থাকতে হবে।
জাতিগত তথ্য। (প্রয়োজন সাপেক্ষ)
আইটিআই ছাড়া কোন প্রার্থী এই পোস্টে আবেদন করতে পারবে না।
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ AGE / বয়স :
এই পোস্টের আবেদনের জন্য প্রার্থীকে ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে।
তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবে।
ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে।
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ SALARY / বেতন :
পাস করা আবেদনকারী কে স্টাইপেন্ড দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ Fees / আবেদন মূল্য :
জেনারেল ওবিসি ১০০
মহিলা তপশিলি জাতি তপশিলি উপজাতি PWD – NO FEES
এই টাকা পোস্টাল অর্ডারের মাধ্যমে দিতে হবে।
কলকাতা মেট্রো রেল নিয়োগ প্রক্রিয়া
আবেদন করা প্রার্থীদের তাদের যোগ্যতার উপরে বাছাই করা হবে।
বাছাই করা প্রার্থীদের পরবর্তী নথিপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
কিভাবে আবেদন করবেন?
প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি বিশদে পড়ে নেবেন।
এরপর যারা যোগ্য প্রার্থী তারাই আবেদন করবেন।
অফ লাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
যদি আবেদনকারী apprenticeshipindia.org তে রেজিস্টার করা না থাকে তবে আগে সেটা করতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশনে ফরম দেওয়া আছে সেটা প্রিন্ট করতে হবে A4 পেপারে।
এরপর আবেদনকারী কে নিজের হাতে সেটি সম্পন্ন করতে হবে।
দুটি পোস্টাল অর্ডার ৫ টাকার ফর্মে দিতে হবে।
এছাড়া ১০০ টাকার ক্রস ভারতীয় পোস্টাল অর্ডার ফর্মের সাথে দিতে হবে আবেদন মূল্য রূপে।
উপরের দেওয়া তথ্য মত ST / SC / Women এদেরকে কোন পোস্টাল অর্ডার দিতে হবে না।
সম্প্রতি তোলা নিজের দুটো পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
আবেদন পত্রটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, কোন শূন্যস্থান যেন না থাকে অন্যথায় আবেদন পত্রটি বাতিল করা হবে।
[…] আরো পড়ুন- কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২… […]