IDBI ব্যাংকে চাকরি ১১৪: IDBI ব্যাংক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। ২১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রার্থীরা আবেগ করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। এই নিয়োগের বিজ্ঞপ্তি বিশদ বিবরণ যাচাই করে নিয়ে এবং আবেদনকারীর যোগ্যতা দেখে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।
IDBI bank recruitment 114 in bengali
নিয়োগ
IDBI ব্যাংক
পোস্ট
স্পেশালিস্ট অফিসার
শূন্যপদ
114
স্থান
সারা ভারত
আবেদনের তারিখ
21-02-2023
শেষ তারিখ
03-03-2023
IDBI ব্যাংকে চাকরি ১১৪: তারিখ
আবেদন শুরুর তারিখ
২১ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন শেষের তারিখ
৩ মার্চ, ২০২৩
নিয়োগ প্রক্রিয়া
idbi.com
IDBI ব্যাংকে চাকরি ১১৪: শূন্যপদ
ডেপুটি জেনারেল ম্যানেজার
১০
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
২৯
ম্যানেজার
৭৫
মোট
১১৪
IDBI ব্যাংকে চাকরি ১১৪: শিক্ষাগত যোগ্যতা
পদ
অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি জেনারেল ম্যানেজার
৭-১০ বছর
BCA/ B Sc (IT) /B Tech / BE & M.Sc (IT)/ MCA/ M Tech/ M.E or BCA/ B Sc (IT) /B Tech / BE
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
৪-৭ বছর
BCA/ B Sc (IT) /B Tech / BE & M.Sc (IT)/ MCA/ M Tech/ M.E or BCA/ B Sc (IT) /B Tech / BE / MBA
ম্যানেজার
২-৪ বছর
BCA/ B Sc (IT) /B Tech / BE & MBA
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরো বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
IDBI ব্যাংকে চাকরি ১১৪: বয়স
ডেপুটি জেনারেল ম্যানেজার
৩৫-৪৫ বছর
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
২৮-৪০ বছর
ম্যানেজার
২৫-৩৫ বছর
তপশিলি জাতি ও উপজাতিদের ৫ বছরের ছাড় রয়েছে।
ওবিসি দের জন্য ৩ বছরের ছাড় রয়েছে।
প্রাক্তন বা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে। আরো বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
IDBI ব্যাংকে নিয়োগ ১১৪: বেতন
পদ
বেতন
ডেপুটি জেনারেল ম্যানেজার
৭৬ হজার
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
৬৩ হাজার
ম্যানেজার
৪৮ হাজার
IDBI ব্যাংকে চাকরি ১১৪: আবেদন মূল্য
জাতি
আবেদন মূল্য
জেনারেল
১০০০
ওবিসি
১০০০
তপশিলি জাতি
২০০
তপশিলি উপজাতি
২০০
মূল্য প্রদান
অনলাইন
IDBI ব্যাংকে চাকরি ১১৪: নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে আবেদন পত্র অনুযায়ী প্রাথমিকভাবে যাচাই করা হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার উপরে।
আবেদনকারীর দেওয়া তথ্যের কোনরকম ত্রুটি পাওয়া গেলে ব্যাংক তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে।
কোনরকম লিখিত পরীক্ষা হবে না।
আবেদন করা তথ্যের ভিত্তিতে গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে।
বাছাই করা প্রার্থীদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আবেদনকারীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।
গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউতে পাশ করা আবেদনকারী কে ব্যাংকের মেডিকেল ফিটনেস পাস করতে হবে এবং তারপর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে।
কিভাবে আবেদন করবেন?
প্রথমে আমাদের এই নিবন্ধটি বিশদে পড়বেন।
এরপর অফিশিয়াল নোটিফিকেশনটি দেখবেন।
নিচে আবেদনের জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আবেদন পত্র পেয়ে যাবেন।
[…] আরো পড়ুন- IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ,… […]
[…] আরো পড়ুন- IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ,… […]
[…] […]