হোয়াটসঅ্যাপ আপডেট: হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ রিঅ্যাকশন ফিচার, ইমোজি এর মত অনেক নয়া আপডেট

হোয়াটসঅ্যাপ আপডেট: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আবারও নতুন আপডেট, এই আপডেটে থাকছে মেসেজ রিঅ্যাকশন ফিচার।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে ইমোজি বেশ জনপ্রিয়, মনের ভাব প্রকাশের ক্ষেত্রে এবং মেসেজ লেখার সময় মেসেজ টাইপ না করে নিজের অভিব্যক্তিকে প্রকাশ করার ক্ষেত্রে ইমোজি বেশ কার্যকরী। বিশ্বের অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করতে চলেছে নতুন ইমোজি। এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে মাত্র ছয় রকমের ইমোজি উপলব্ধ রয়েছে তবে সেই তালিকায় যুক্ত চলছে বেশ কয়েকটি নতুন ইমোজি। WABetainfo এর তরফ থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে, তবে কোন কোন ইমোজি যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। জানানো হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকা ইমোজি গুলোর মতই হোয়াটসঅ্যাপে ইমোজি যুক্ত হতে পারে।

WABetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে ইমোজি ছাড়াও নতুন আরো একটি ফিচার যুক্ত হতে চলেছে সেটি হলো মেসেজ রিএকশন। মেসেজ রিএকশন এর ক্ষেত্রে একটি ‘+’ চিহ্ন যোগ করা হয়েছে, যেখানে লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ, স্যাড এবং থ্যাংকস ইমোজি গুলোর পরেই নতুন এই চিহ্নটি যোগ করা হয়েছে। যেখানে ক্লিক করার মাধ্যমে ইউজাররা আরো নতুন নতুন ইমোজি গুলি পাবেন, যার সাহায্যে মেসেজ রিয়াকশন দিতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কবে লঞ্চ করা হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন-Realme GT 2 PRO: ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন

অন্যদিকে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার দুটি সম্পর্কে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর বিটা ভার্সন এর ক্ষেত্রে মেসেজ রিএকশন ফিচারটি বর্তমানে ডেভলপমেন্ট এর পর্যায়ে রয়েছে। প্রথম ক্ষেত্রে এগুলি এন্ড্রয়েড এবং আইওএস ভার্সনে নিয়ে আসা হবে এবং পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সনে আনা হবে। নতুন ফিচারটি পাওয়া যাবে মেসেজের নিচে, যেখানে থাকবে ইমোজি এবং পূর্ববর্তী ‘+’ চিহ্নটি, রিয়াকশন বাটনে ক্লিক করার মাধ্যমে ব্যাবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা।

“হোয়াটসঅ্যাপ আপডেট: হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ রিঅ্যাকশন ফিচার, ইমোজি এর মত অনেক নয়া আপডেট”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন