পৃথিবী কবে ধ্বংস হবে? উত্তর দিলেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী

বহু যুগ ধরে অনেকের মনেই কয়েকটা প্রশ্ন দানা বেঁধে আসছে। আর কতদিন টিকে থাকবে এই পৃথিবী এবং এখানকার প্রাণী জগৎ? মানবজাতি কি একদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? যদি তাই হয় তাহলে সেটি কবে, এবং এই সংকট থেকে বাঁচার উপায় কি। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য এবার এগিয়ে এলেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং অধ্যাপক অ্যাভি লোয়েব।

অ্যাভি লোয়েব
অ্যাভি লোয়েব/Image credit: Wikipedia

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী অ্যাভি লোয়েব একটি বিবৃতিতে জনিয়েছেন, বিশ্বের সকল বিজ্ঞানীদের উচিত পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ, খাদ্য সমস্যা, ভ্যাকসিন তৈরি এবং মহাকাশে বাসস্থান নির্মাণের সাথে সাথে ভিনগ্রহীদের খোঁজ চালিয়ে যাওয়া। তবে বিশ্বের বড় মাপের বিজ্ঞানীদের অধিকাংশই সঠিক দিকে এগোচ্ছেন না।

তিনি আরো জানান, গোটা বিশ্বের মানব জাতির ধ্বংস হবে সেই দিন, যেদিন মানুষ প্রযুক্তির দিক থেকে সবচেয়ে শীর্ষে পৌঁছাবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়বে।

আরো পড়ুন-এবার অক্সিজেনের সংকট পূরণের জন্য এগিয়ে এলো বিসিসিআই

তার মতে পৃথিবীর উপরে মানবসভ্যতার অত্যাচার বেড়েই চলেছে প্রতিনিয়ত। যার কারণে হয়তো আগামী শতাব্দীর মধ্যেই পৃথিবী আর বাসযোগ্য থাকবেনা। তখন বিকল্প হয়ে দাঁড়াবে মহাকাশে নির্মিত বসতি গুলি। এছাড়া তিনি পৃথিবী ধ্বংসের পেছনে দুটি প্রধান কারণ এর কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একটি হলো মহামারী এবং অন্যটি যুদ্ধ। এখন থেকে যদি সতর্ক হওয়া সম্ভব না হয় তবে পৃথিবী নিজে থেকেই ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে।

অ্যাভি লোয়েব আরও বলেন, এই বিশ্ব এবং মানব সভ্যতা আর কতদিন টিকে থাকবে তা নির্ভর করছে আমাদেরই উপর। এখন থেকেই সতর্ক না হলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবো এবং হয়তো আগামী শতাব্দীই হবে পৃথিবীতে শেষ শতাব্দী।

মন্তব্য করুন