পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরে। খোঁজ মিললো আফ্রিকাতে

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিরে: দক্ষিণ পূর্ব আফ্রিকার বোটসোয়ানা (Botswana) দেশে খোঁজ পাওয়া গেল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরে। বোটসোয়ানা দেশটি পূর্ব থেকেই হীরের জন্য বিখ্যাত, বিশ্বের সর্ববৃহৎ হীরে খননকারী দেশ গুলির মধ্যে বোটসোয়ানা অন্যতম। বর্তমানে রাশিয়া, অস্ট্রেলিয়া ও কঙ্গোর পরে বোটসোয়ানা চতুর্থ হীরে উৎপাদক দেশ।

কিছুদিন পূর্বে এই বোটসোয়ানা দেশে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরের খোঁজ পাওয়া গিয়েছিল ১০৯৮ ক্যারেটের। যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরের ওজনের তুলনায় কিছুটা কম। ‘লেসেডি লা রোনা‘ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিরে, যেটি ১,১০৯ ক্যারেটের। এই হীরাটি ২০১৫ সালে বোটসোয়ানা দেশেই পাওয়া গিয়েছিল।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরে

কিন্তু বর্তমানে যে হীরাটি বোটসোয়ানা দেশে পাওয়া গেছে এই হীরাটি ১,১৭৪ ক্যারেটের। যা ‘লেসেডি লা রোনা’ হীরা কে ছাড়িয়ে যাবে এবং দ্বিতীয় বৃহত্তম হীরের তকমা পাবে। কানাডার হীরে খননকারী সংস্থা লুকারা এই হীরাটি আবিষ্কার করেছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নাসিম লাহরি বলেছেন যে, “এটি আমাদের এবং বোটসোয়ানার জন্য ইতিহাস”। এছাড়া এই হীরে আবিষ্কারের পর বোটসোয়ানার রাষ্ট্রপতি মকউইৎসি মাসিসি বলেছেন “রোমাঞ্চকর মুহূর্ত” এর সঙ্গে তিনি বলেছেন, দেশে হীরা আবিষ্কারগুলির ক্রমবর্ধমান অগ্রগতি ও হীরে উৎপাদনে বোটসোয়ানার যে ঐতিহ্য রয়েছে তা আবারও প্রমাণিত হলো।

আরো পড়ুন- ইজিপ্টের এক মমির সিটি স্ক্যান করা হলো। কি হলো তারপর

পৃথিবীর সবচেয়ে বড় হীরের নাম “কুলিনান“, যার ওজন ৩,১০৬ ক্যারেট। যেটি দক্ষিণ আফ্রিকায় ১৯০৫ সালে খুঁজে পাওয়া গিয়েছিল। এই কুলিনান হীরের পরই বর্তমানে খোঁজ পাওয়া হীরাটি জায়গা করে নেবে।

Leave a Reply