এক নজরে তিন বছর ধরে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ পরিসংখ্যান

সম্পূর্ণ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১, যেখানে প্রথমবার হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর খেতাব জিতল নিউজিল্যান্ড। প্রসঙ্গত নিউজিল্যান্ড এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন হলো। বিশ্বজোড়া অতিমারির কারণে ২০২০ সালে প্রচুর টেস্ট ম্যাচ বন্ধ গেছে, সেই কারণে আইসিসিকে নতুন নিয়ম আনতে হয়েছে। শেষ পর্যন্ত পয়েন্টস টেবিলে এক নম্বরে ভারত ও দুই নম্বরে নিউজিল্যান্ড শেষ করে এবং এই দুই দলের মধ্যে ফাইনাল সংঘটিত হয় ইংল্যান্ডে।

এক নজরে দেখে নেওয়া যাক তিন বছর ধরে চলা এই চ্যাম্পিয়নশিপে কোন ক্রিকেটার কেমন পারফরম্যান্স করল:-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ পরিসংখ্যান
  • তিন বছরে সবচেয়ে বেশি রান করেছেন- মার্নাস ল্যাবুশান, ১৬৭৫ রান।
  • এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন- ডেভিড ওয়ার্নার, ৩৩৫ অপরাজিত।
  • ৩ বছরে সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন – জো রুট ২০টি।
  • ৩ বছরে সবথেকে বেশি ক্যাচ ধরেছেন- জো রুট ৩৪টি।
  • উইকেটকিপার রূপে সবথেকে বেশি ক্যাচ ধরেছেন- টিম পেইন ৬৫টি।
  • সবথেকে বেশি উইকেট নিয়েছেন যে বোলার- রবীচন্দ্রন অশ্বিন ৭১টি।
  • এক ইনিংসে সেরা বোলিংয়ের খেতাব রয়েছে- রবীচন্দ্রন অশ্বিন ১৪৭/০৭ ও লসিথ এম্বুলদেনিয়া ১৩৭/০৭।
  • একটি ম্যাচে সেরা বোলিং করেছেন- অক্ষর প্যাটেল ৭০/১১, কাইল জেমিসন ১১৭/১১, প্রবীণ জয়াবিক্রমে ১৭৮/১১।
  • ৩ বছরে সবথেকে বেশি ৫ উইকেটের সংগ্রাহক- কাইল জেমিসন, ৫ বার।
  • সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন- মার্নাস ল্যাবুশান (অস্ট্রেলিয়া) ৫ টি।
  • সবথেকে বেশি অর্ধশত রান করেছেন- মার্নাস ল্যাবুশান, ৯ টি ও চেতেশ্বর পুজারা ৯ টি।
  • সবথেকে বেশি ৬ মেরেছেন- বেন স্টোকস (ইংল্যান্ড) ৩১ টি।
  • একটি ইনিংসে সবথেকে বেশি ৬ মারার রেকর্ড গড়েছেন- মায়াঙ্ক আগারওয়াল ৮ টি ও বেন স্টোকস ৮ টি।
  • সবথেকে বেশি শূন্য রানে আউট হয়েছেন- জসপ্রিত বুমরা, ৬ বার।
  • এক ইনিংসে দলগতভাবে সর্বোচ্চ রান- নিউজিল্যান্ড ৬৫৯/০৬ ডিক্লেয়ার।
  • এক ইনিংসে দলগতভাবে সর্বনিম্ন রান- ভারত, ৩৬।

মন্তব্য করুন