বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩: সহজ হলো ভারতের রাস্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩: সহজ হলো ভারতের রাস্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩: গতবারের তুলনায় এবারের রাস্তাটা একটু কঠিন হতে চলেছে ভারতের জন্য। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ ফাইনাল এর জন্য বর্তমানে চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট টেবিল এর শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ৭৮.৭% PTC পয়েন্ট ও ভারত রয়েছে দ্বিতীয় স্থানে ৫৮.৯৩% PTC পয়েন্ট। নিচে সম্পূর্ণ পয়েন্ট টেবিলের তালিকা দেওয়া আছে।

এখন দেখে নেওয়া যাক কিভাবে সুবিধা হল ভারতের WTC ২০২১-২৩  ফাইনালে যাওয়ার রাস্তা। সম্মতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ সম্পন্ন হয়। যেখানে ফলাফল দাঁড়ায় ০-০, অর্থাৎ দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়ে দাঁড়ায়। ফলে এই দুই দল ফাইনালে যাওয়ার যোগ্যতা হারালো।

ফাইনালে যাওয়ার জন্য ভারতের রাস্তা-১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য ভারতের সামনে সবচেয়ে সহজ রাস্তা সামনে ভারতে হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করা।
৩-০,৩-১,৪-০ এই তিনটির মধ্যে যেকোনো একভাবে যদি ভারত সিরিজ জয়লাভ করে তাহলে ভারত সরাসরি ফাইনালে যোগ্যতা অর্জন করবে।
পরিষ্কারভাবে বলতে গেলে ভারতকে এই ৪টি টেস্ট ম্যাচের মধ্যে অন্তত ৩টি টেস্ট ম্যাচে জয়লাভ করতেই হবে।

আরো পড়ুন- আইপিএল ২০২৩ নিলাম: সমস্ত দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

যদি ভারত ২-০,২-১,১-০ তে অস্ট্রেলিয়া সিরিজ জয়লাভ করে, তবে কি হবে? রাস্তা-২

যদি সিরিজ ২-০,২-১,১-০ ভাবে ভারত জয়লাভ করে তবে ভারতকে শ্রীলংকা নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভরশীল হতে হবে। শ্রীলঙ্কাকে একটির বেশি টেস্ট ম্যাচ জিতলে চলবে না। এছাড়া ভারত অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল যদি এরকম হয় তবে দক্ষিণ আফ্রিকা চলে আসবে ফাইনালে দৌড়ে। ভারতকে কোয়ালিফাই করতে দক্ষিণ আফ্রিকা কে তাদের শেষ ৩ টি টেস্ট ম্যাচে ১টি তে পরাজয় লাভ করতে হবে।

Previous articleWhatsapp New Feature: ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে, জেনে নিন নতুন Proxy feature সম্পর্কে
Next articleTata Curvv electric SUV car: দেখুন ছবি, ফিচারস, মাইলেজ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply