“ভারত যদি ২৭৫/৩০০ এর চেয়ে বেশি কিছু করে! তবে ম্যাচ শেষ”- শেন ওয়ার্ন। WTC ফাইনাল পিচ নিয়ে বড় বিবৃতি

শুরু হয়ে গেছে ভারত নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১৮ জুন ফাইনাল শুরু হলেও প্রথম দিন বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হওয়ার পর খারাপ আলোর জন্য বিভিন্ন সময়ে খেলা বন্ধ গেছে। যদিও ভারতীয় দল ভালো শুরু করেছে দ্বিতীয় দিনে। কিন্তু টস হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রথম একাদশ সামনে আসতেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

এরইমধ্যে শেন ওয়ার্ন টুইটারে নিজের মতামত ব্যক্ত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ড কোন স্পিনার খেলাচ্ছে না, এটা দেখে আমি হতাশ। যেহেতু এই উইকেটটিতে বিশাল পায়ের চিহ্নগুলি ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে, যা অবশ্যই পরবর্তীতে স্পিন করবে। মনে রাখবে যদি উইকেটে সুইং হয়, তবে স্পিন অবশ্যই হবে। ভারত যদি ২৭৫/৩০০ এর চেয়ে বেশি কিছু রান করে, তবে খেলা শেষ, যদি আবহাওয়া বিঘ্নিত না করে।”

শেন ওয়ার্নের টুইট

Twitter source- @ShaneWarne

শেন ওয়ার্নের এই কথাগুলির মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশ পেয়েছে। আমরা সবাই জানি যে তিনি অস্ট্রেলিয়া তথা বিশ্বের একজন কিংবদন্তি স্পিনার ছিলেন। বহু বছর ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে অ্যাশেজ সিরিজের দৌলতে ইংল্যান্ডে বহু ক্রিকেট খেলেছেন তিনি। ফলে WTC ফাইনালের পিচ যে পরবর্তী দিনগুলিতে স্পিন করতে চলেছে তার একটা আভাস শেন ওয়ার্ন দিয়েদিলেন।

প্রসঙ্গত নিউজিল্যান্ড কোন স্পিন বোলার নিয়ে খেলছে না। অন্যদিকে ভারত দুজন স্পিন বোলার খেলাচ্ছে রবীচন্দ্রন অশ্বিনরবীন্দ্র জাদেজা। সুতরাং চতুর্থ ও পঞ্চম দিন যদি নিয়মমাফিক খেলা গড়ায় তবে স্পিন একটা বড় জায়গা নিতে চলেছে ম্যাচ টিতে।

মন্তব্য করুন