WTC Final: স্বস্তি পেল ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই

আগামী জুন মাসের 18 তারিখ থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। সেই কারণে ভারতীয় ক্রিকেটাররা বর্তমানে ভারতের মুম্বাইতে 10 দিনের কোয়ারেন্টাইনে রয়েছে। জুন মাসের 2 তারিখে ক্রিকেটারদের ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডে যাওয়ার পর তাদের আবার 10 দিনের কোয়ারেন্টাইনে রাখার নিয়ম জারি করে। ফলে কিছুটা সমস্যায় পড়ে বিসিসিআই, কারণ 10 দিনের কোয়ারেন্টাইনে থাকবার ফলে অনুশীলনের জন্য খুবই কম সময় পাবে ভারতের ক্রিকেটাররা। সেই কারণে বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানায় যে তাদের করেন্টিন দিন সংখ্যা কিছুটা কমানোর জন্য।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে, জানালো হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের কর্মকর্তা

সেই আবেদনে সাড়া দিয়ে ECB এর তরফ থেকে বলা হয়েছে যে, ভারতীয় দল ইংল্যান্ডে আসার পর তাদেরকে 3 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। যার ফলে কিছুটা স্বস্তি পেল বিসিসিআই। ভারতের পুরুষ এবং মহিলা দুটি দলকেই একই চার্টার বিমানে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

এছাড়া বিসিসিআই ক্রিকেটারদের পরিজনদের জন্যও একটি আবেদন জানিয়েছে ECB-র কাছে। যেহেতু WTC ফাইনাল খেলার পর ক্রিকেটাররা ইংল্যান্ডে থেকে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্ট ম্যাচের সিরিজের জন্য। সেই কারণে ফ্যামিলি মেম্বারদেরও অনুমতি দেওয়া হয়েছে ক্রিকেটারদের সাথে যাওয়ার। যদিও এই বিষয়ে এখনও ছাড়পত্র পায়নি তারা।

“WTC Final: স্বস্তি পেল ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন