WTC ফাইনালে উইকেটকিপার রূপে কার সুযোগ পাওয়া উচিত বললেন ঋদ্ধিমান সাহা

WTC ফাইনালে উইকেটকিপার রূপে কার সুযোগ পাওয়া উচিত বললেন ঋদ্ধিমান সাহা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইংল্যান্ড যাওয়ার জন্য ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটাররা মুম্বাইতে করেনটাইনে রয়েছে। ফাইনালের জন্য ঘোষিত 20 জনের ভারতীয় দলে মোট 3 জন উইকেটকিপার রয়েছে ঋষভ পন্ত, ঋদ্ধিমান সাহা ও শ্রীকর ভরত।

একটি স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেছেন যে, “WTC ফাইনালে প্রথম উইকেট কিপার রূপে ঋষভ পন্থের সুযোগ পাওয়া উচিত। ভারতের হয়ে শেষ কয়েকটি ম্যাচে তিনি যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন।” ঋষভ পন্ত অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিততে যথেষ্ট বড় ভূমিকা পালন করেছেন।

আরো পড়ুন- WTC ফাইনাল ড্র বা টাই হলে কি হবে, কে জিতবে খেতাব। দেখুন বিস্তারিত

এছাড়া ঋদ্ধিমান সাহা আরো বলেছেন যে, আমি অপেক্ষা করব যদি কোনো সুযোগ পাই তবে অবশ্যই নিজের সেরাটা উজাড় করে দেবো। ফাইনাল ম্যাচটির জন্য আমি আমার অনুশীলন চালিয়ে যাব। এছাড়া বিসিসিআই নির্বাচন দল শ্রীকর ভরত কে ইংল্যান্ডের নিয়ে যাবে তৃতীয় উইকেট কিপার রূপে। বর্তমানে করোনা পরিস্থিতির জন্যই এরকম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আগামী 18 জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামী 2 জুন ভারতীয় দল ইংল্যান্ড উড়ে যাবে।

খবর সূত্র- Zee 24 ঘন্টা

Previous articleWTC Final: স্বস্তি পেল ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআই
Next articleপাবজি মোবাইল এর পুরনো অ্যাকাউন্ট কি ফিরে পাওয়া যাবে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে? জানুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply