পাবজি মোবাইল এর পুরনো অ্যাকাউন্ট কি ফিরে পাওয়া যাবে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে? জানুন বিস্তারিত

মোবাইল গেমিং এর দুনিয়ায় বর্তমানে সবচেয়ে চর্চিত গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BATTLEGROUNDS MOBILE INDIA)। যে গেমটির প্রকাশের দিনটি অফিশিয়ালি জানানো না হলেও গত মে মাসের ১৮ তারিখ এর প্রি-রেজিস্ট্রেশন চালু হয়ে গিয়েছে।

গেমটি প্রকাশ্যে আসার পর থেকেই সকল ভারতীয় গেমারদের মনে একটাই প্রশ্ন; পাবজি মোবাইল এর পুরনো অ্যাকাউন্ট কি ফিরে পাওয়া যাবে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে? যদিও এই প্রশ্নের অফিশিয়াল কোন স্টেটমেন্ট ক্রাফটন (Krafton) দেয়নি। তবে অনেকেই মনে করছেন নতুন এই ভারতীয় গেমে পুরনো অ্যাকাউন্টই ফিরে পাবেন গেমাররা।

আরো পড়ুন-WTC ফাইনালে উইকেটকিপার রূপে কার সুযোগ পাওয়া উচিত বললেন ঋদ্ধিমান সাহা

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে গেমটির অতীতটা একটু ঘেঁটে দেখা প্রয়োজন। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া একটি সম্পূর্ণ ভারতীয় গেম হতে চলেছে ঠিকই, কিন্তু গেমটি পাবজি মোবাইলেরই ভারতীয় ভার্শন। আর অন্যদিকে পাবজি মোবাইলের ডেভলপার ছিল চিনা সংস্থা Tencent। সেক্ষেত্রে Krafton এবং Tencent দুটোই সম্পূর্ণ পৃথক সংস্থা।

ভারতে পাবজি মোবাইলের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল টেনসেন্ট এবং চিনা কম্পানি হওয়ার কারণে ভারত সরকারের তরফ থেকে ডেটা সুরক্ষার কারণে ব্যান করা হয়েছিল পাবজি মোবাইলকে। সে ক্ষেত্রে ব্যান হওয়া একটি গেমের ডেটা পুনরায় নতুন গেমে নিয়ে আসার কারণে সমস্যায় পড়তে পারে ক্রাফটন। পাবজি মোবাইল এর ডেটা ইমপোর্ট করা গেলে অবশ্য অনেকেই লাভবান হবেন। তবে ইমপোর্টের কারণে ভারত সরকারের কঠোর নজরে পড়তে পারে ক্রাফটনের এই নতুন গেম।

যেহেতু ডেটা সুরক্ষার কারণে ভারতে পাবজি মোবাইল সহ অনেকগুলি চিনা অ্যাপ ব্যান করা হয়েছিল, সেক্ষেত্রে সেই পুরনো ডাটা নতুন গেমের যুক্ত করতে অনেকটাই কাঠ-খড় পোড়াতে হতে পারে ক্রাফটনকে। এছাড়াও বিতর্কে জড়ানো সম্ভাবনাও প্রবল। যদি সরকারের তরফ থেকে কোনো সমস্যা না দেখা দেয় তবে পুরনো প্রোফাইলটিই ফিরে পাওয়া যাবে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে।

মন্তব্য করুন