Iron-man এর ‘EDITH’ চশমার আদলে স্মার্টগ্লাস তৈরি করল শাওমি

ফেসবুকের পর স্মার্ট গ্লাসের তৈরিতে পা রাখল অতি পরিচিত টেক কোম্পানি শাওমি। শাওমি বাজারে নিয়ে আসলো তাদের নতুন স্মার্ট গ্লাস। যে স্মার্ট গ্লাসের নাম ‘শাওমি স্মার্ট গ্লাস‘। মার্ভেল এর অতি পরিচিত সুপারহিরো আয়রন ম্যানেরEDITH‘ চশমার এর মতই শাওমি তাদের স্মার্ট গ্লাস তৈরি করেছে। দেখতে হুবহু একই রকম এই স্মার্ট গ্লাসে মাইক্রো এলইডি অপটিক্যাল ওয়েভগাইড টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। মাত্র ৫১ গ্রাম ওজনের স্মার্টগ্লাস ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।

সাধারণ একটি সানগ্লাসের মত দেখতে স্মার্টগ্লাসে রয়েছে নানান অত্যাধুনিক ফিচার। এই স্মার্ট গ্লাসের সাহায্যে ফোন করা, যে কোন নোটিফিকেশন পাওয়া, মেসেজ থেকে শুরু করে ছবি তোলা এবং টেক্সট ট্রান্সলেটর সুবিধাও রয়েছে এটিতে। স্মার্ট গ্লাসটির ডিজাইন রাউন্ড ফ্রেমের, ঠিক আয়রনম্যানের তৈরি স্মার্টগ্লাস ‘EDITH’ এর মতই। নোস রিম এর উপরে রয়েছে হালকা ওজনের মেটাল ফ্রেম। চশমার বাঁদিকে 5-MEGAPIXEL-এর একটি ছোট্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যে ক্যামেরার সাহায্যে শুধু ছবি নয় রিয়েল টাইম ট্রান্সলেট এবং স্ক্যান করা যাবে, একটি মাইক্রোফোনও দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড কোর ARM প্রসেসর, ওয়াইফাই সুবিধা এমনকি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাহায্যেই কন্ট্রোল করতে পারবেন চশমাটি।

আরো পড়ুন-ডেক্সটপ ইউজারদের জন্য চালু হল গুগল ডার্ক মোড, জানুন বিস্তারিত

শাওমি স্মার্ট গ্লাস এর ডিজাইন এবং ফিচার সম্পর্কে আরো নানান তথ্য পেশ করেছে কর্টিপক্ষ। তবে স্মার্ট গ্লাসটি বাজারে কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। শাওমি কর্তৃপক্ষর তরফ থেকে গ্লাসের দাম কত হবে সে বিষয়েও কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

“Iron-man এর ‘EDITH’ চশমার আদলে স্মার্টগ্লাস তৈরি করল শাওমি”-এ 1-টি মন্তব্য

Leave a Reply