প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা Steve Wozniak

প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা Steve Wozniak

এতদিন পর্যন্ত কেবলমাত্র মহাকাশচারীরা বিভিন্ন দেশের স্পেস এজেন্সির সাহায্যেই মহাকাশ অভিযান করতে যেতেন। চাঁদে হোক বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে, মহাকাশে যাওয়ার জন্য নভশ্চর হওয়াটা ছিল মূল বিষয়। তবে বিগত কয়েক বছর ধরে সেই ধারণা বদলে যেতে শুরু করেছে। বর্তমানে মহাকাশ অভিযানের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন ধনকুবেররা। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি যেমন ইলন মাস্ক, রিচার্ড ব্রানসন এবং জেফ বেজোস-এর মত মানুষেরা রয়েছেন এই তালিকার প্রথম সারিতেই। সম্প্রতি শোনা যাচ্ছে এই দলে নাম লিখতে চলেছেন আরো এক ধনকুবের। অ্যাপেল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক (Steve Wozniak) প্রতিষ্ঠা করতে চলেছেন তার নিজস্ব প্রাইভেট স্পেস কোম্পানি।

অ্যাপেল এর সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক গত ১৩ সেপ্টেম্বর ঘোষণা করেন তিনি একটি নতুন স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন। একটি টুইট বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন জেফ বেজোস এবং ইলন মাস্কের মতো তিনিও স্পেস মিশন নিয়ে বেশ আগ্রহী। তিনি তার নতুন কোম্পানির নাম দিয়েছেন Privateer। নয়া এই প্রাইভেট কোম্পানি তৈরিতে সাহায্য করছেন Ripcord এর সহ-প্রতিষ্ঠাতা এলেক্স ফিল্ডিং। কোম্পানি মানবজাতির জন্য মহাকাশযাত্রাকে সহজলভ্য এবং আরো নিরাপদ করাই তাদের একমাত্র লক্ষ্য। একটি ইউটিউব ভিডিও শেয়ারের মাধ্যমে তারা জানিয়েছেন একত্রে তারা অনেক দূর যেতে চান।

স্টিভ টুইটারে তার কোম্পানি এবং কোম্পানির আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে একটি মনমুগ্ধকর ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির মাধ্যমে একটি অসাধারণ বার্তা দিয়েছেন তিনি। যেখানে তিনি বলেন- একসঙ্গে আমরা অনেকদূর যাব, একে অপরের খেয়াল রাখবো এবং সমস্ত সমস্যার সমাধান করব একসঙ্গেই। এটা কোন প্রতিযোগিতা নয় আমরা কেবলই একটি মানুষ বা একটি কোম্পানি নই আমরা একটা গ্রহ, আমরা আবিষ্কার এবং আমরা স্বপ্ন দেখি তাই সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আগামী প্রজন্ম একসঙ্গে আরো ভালো থাকে।

আরো পড়ুন-আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে SpaceX এর Inspiration-4 মিশন

স্টিভ তার নতুন প্রাইভেট কোম্পানি সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেননি তবে সংস্থার একটি ওয়েবসাইট রয়েছে যেখানে বলা হয়েছে আকাশের কোন সীমানা নেই। নতুন এই কম্পানি কোথায় প্রতিষ্ঠিত হবে এবং কবে এই কোম্পানির শুভ উদ্বোধন হবে সে বিষয়ে একটি কনফারেন্স হতে চলেছে হাওয়াই দ্বীপে। যেখানে উপস্থিত থাকবেন Privateer কোম্পানির সকল সদস্য। এই প্রাইভেট কোম্পানিটি আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে কতটা অগ্রসর হতে পারে এখন সেটাই দেখার।

Previous articleআগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে SpaceX এর Inspiration-4 মিশন
Next articleSpaceX Inspiration-4 মিশন লাইভ দেখতে পারবেন নেটফ্লিক্সে, কিভাবে জেনে নিন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply