SpaceX Inspiration-4 মিশন লাইভ দেখতে পারবেন নেটফ্লিক্সে, কিভাবে জেনে নিন

SpaceX Inspiration-4 মিশন লাইভ দেখতে পারবেন নেটফ্লিক্সে, কিভাবে জেনে নিন

আমেরিকান প্রাইভেট স্পেস কোম্পানি SpaceX, যার কর্ণধার বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের নিজস্ব কোম্পানি আয়োজন করতে চলেছে তার আগামী মহাকাশ অভিযান। অভিযানের নাম ইনস্পিরেশন-৪। সংস্থার তত্ত্বাবধানে চার সদস্যকে নিয়ে মহাকাশে পাড়ি দেবে তাদের মহাকাশযান, আর এই চারজন কোন নভোশ্চর নয়। তারা আমার আপনার মতোই সাধারণ মানুষ। ভারতীয় সময় অনুযায়ী সেপ্টেম্বর ১৬ সকাল ৫:৩০ মিনিটে অভিযানের সূচনা করা হবে। আর সেই রকেট উৎক্ষেপণের মুহূর্ত লাইভ দেখানো হবে জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম নেটফ্লিক্সে।

স্পেসএক্স সংস্থা চারজন ক্রু মেম্বারকে সঙ্গে করে মহাকাশে পাঠাতে চলেছে তাদের স্পেসক্রাফট। তিনদিন সময় ধরে চলা এই মিশনে পৃথিবীর চারপাশে কক্ষপথে প্রদক্ষিণ করবে তাদের মহাকাশযানটি। আর এইসব কিছুই লাইভ দেখতে পারবেন নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই কাউন্টডাউন ইনস্পিরেশন-৪ মিশন চালু হয়ে গিয়েছে ইউটিউব চ্যানেলে। নেটফ্লিক্স প্লাটফর্মে ইতিমধ্যেই চার সদস্যের প্রস্তুতিপর্ব দেখানো শুরু হয়ে গেছে। এরপর নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে ফ্যালকন নাইন স্পেস ক্রাফট এর উৎক্ষেপণ লাইভ দেখানো হবে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যেটি ফ্লোরিডায় অবস্থিত।

আরো পড়ুন-প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা Steve Wozniak

এরপূর্বে এই ধরনের মিশন আরো দুটি হয়েছিল। যে মিশন দুটির আয়োজন করেছিলেন রিচার্ড ব্র্যানসন এবং জেফ বেজোস। ইলন মাস্ক এর মিশন হতে চলেছে মহাকাশের সাধারণ নাগরিকদের নিয়ে তৃতীয় মিশন। যে মিশনের মূল নিয়ন্ত্রক আইজ্যাকমান। বিষয়টি সম্পূর্ণ লাইভ দেখতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে নেটফ্লিক্স স্ট্রিমিং মাধ্যমে অথবা নেটফ্লিক্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

Previous articleপ্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা Steve Wozniak
Next articleঅধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করলেন বিরাট কোহলি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply