Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2

Yamaha MT-15 V2.0: সম্প্রতি ইয়ামাহা ভারতে তাদের MT-15 মডেলের দ্বিতীয় ভার্শন লঞ্চের কথা ঘোষণা করেছে। ইয়ামাহা কোম্পানির MT-15 মডেল ভারতবর্ষে অত্যন্ত একটি জনপ্রিয় বাইক R15 এরপরে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাইকটির বিভিন্ন ছবি প্রকাশ করেছে। নতুন মডেলের বাইকের নাম রাখা হয়েছে ইয়ামাহা MT-15 V2.0।

টুইটার পোস্টে ইয়ামাহা ইন্ডিয়ার পক্ষ থেকে লেখা হয়েছে, “আপনার প্রিয় হাইপার-নেকেড রাইড এখন এখানে! নতুন বৈশিষ্ট্য এবং অবিশ্বাস্য রঙ বৈকল্পিকের সঙ্গে সম্পূর্ণ।”

ইয়ামাহা ইন্ডিয়ার টুইটার পোস্ট

Twitter Credit- Yamaha India

বাইকটির বুকিং এখন থেকেই খুলে দেয়া হয়েছে ওয়েবসাইটে, ন্যূনতম কিছু অর্থের বিনিময় আপনি বাইকটি প্রি-বুকিং করতে পারবেন। মনে করা হচ্ছে বাইকটির এক্স-শোরুম প্রাইস রাখা হবে ১ লক্ষ ৬০ হাজার টাকা, যা পূর্ববর্তী বাইকটির মূল্যের তুলনায় কিছুটা বেশি।

Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2
Image credit- Yamaha India

আরো পড়ুন- হোয়াটসঅ্যাপ আপডেট: হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ রিঅ্যাকশন ফিচার, ইমোজি এর মত অনেক নয়া আপডেট

Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2
Image credit- Yamaha India

বাইকটি লঞ্চের পরেই ইয়ামাহা বাইক টির অন্যান্য সরঞ্জাম ও তাদের দাম ওয়েবসাইটে প্রকাশিত করেছে,

  • MT-15 লোগো স্টিকার- ৮০ টাকা
  • LED ইন্ডিকেটর- ১৪৯০ টাকা
  • তেলের ট্যাংক প্যাড- ৩৫০ টাকা
  • সিট কভার- ৪০০ টাকা
  • ইঞ্জিন গার্ড- ৫০০ টাকা
  • মোবাইল চার্জার- ৭৫০ টাকা
  • মোবাইল হোল্ডার- ৩৫০ টাকা
  • রাইডিং জ্যাকেট-৬৯৯০ টাকা

যদিও কোম্পানি বিশদে বর্তমানে বাইকটির স্পেসিফিকেশন ঘোষণা করেনি। তবে বাইকটির বিভিন্ন কালার এবার পাবে গ্রাহকরা,

১. বাইকটির ওজন ১৩৯ কেজি

২. বাইকটি লিকুইড কুল্ড ইঞ্জিন

৩. 4স্ট্রোক SOHC, 4 ভাল্ব, 155 সিসি ইঞ্জিন

৪. ৬টি গিয়ার বক্স

“Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2”-এ 1-টি মন্তব্য

Leave a Reply