Yamaha MT-15 V2.0: সম্প্রতি ইয়ামাহা ভারতে তাদের MT-15 মডেলের দ্বিতীয় ভার্শন লঞ্চের কথা ঘোষণা করেছে। ইয়ামাহা কোম্পানির MT-15 মডেল ভারতবর্ষে অত্যন্ত একটি জনপ্রিয় বাইক R15 এরপরে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাইকটির বিভিন্ন ছবি প্রকাশ করেছে। নতুন মডেলের বাইকের নাম রাখা হয়েছে ইয়ামাহা MT-15 V2.0।
টুইটার পোস্টে ইয়ামাহা ইন্ডিয়ার পক্ষ থেকে লেখা হয়েছে, “আপনার প্রিয় হাইপার-নেকেড রাইড এখন এখানে! নতুন বৈশিষ্ট্য এবং অবিশ্বাস্য রঙ বৈকল্পিকের সঙ্গে সম্পূর্ণ।”
ইয়ামাহা ইন্ডিয়ার টুইটার পোস্ট
বাইকটির বুকিং এখন থেকেই খুলে দেয়া হয়েছে ওয়েবসাইটে, ন্যূনতম কিছু অর্থের বিনিময় আপনি বাইকটি প্রি-বুকিং করতে পারবেন। মনে করা হচ্ছে বাইকটির এক্স-শোরুম প্রাইস রাখা হবে ১ লক্ষ ৬০ হাজার টাকা, যা পূর্ববর্তী বাইকটির মূল্যের তুলনায় কিছুটা বেশি।

আরো পড়ুন- হোয়াটসঅ্যাপ আপডেট: হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ রিঅ্যাকশন ফিচার, ইমোজি এর মত অনেক নয়া আপডেট

বাইকটি লঞ্চের পরেই ইয়ামাহা বাইক টির অন্যান্য সরঞ্জাম ও তাদের দাম ওয়েবসাইটে প্রকাশিত করেছে,
- MT-15 লোগো স্টিকার- ৮০ টাকা
- LED ইন্ডিকেটর- ১৪৯০ টাকা
- তেলের ট্যাংক প্যাড- ৩৫০ টাকা
- সিট কভার- ৪০০ টাকা
- ইঞ্জিন গার্ড- ৫০০ টাকা
- মোবাইল চার্জার- ৭৫০ টাকা
- মোবাইল হোল্ডার- ৩৫০ টাকা
- রাইডিং জ্যাকেট-৬৯৯০ টাকা
যদিও কোম্পানি বিশদে বর্তমানে বাইকটির স্পেসিফিকেশন ঘোষণা করেনি। তবে বাইকটির বিভিন্ন কালার এবার পাবে গ্রাহকরা,
১. বাইকটির ওজন ১৩৯ কেজি
২. বাইকটি লিকুইড কুল্ড ইঞ্জিন
৩. 4স্ট্রোক SOHC, 4 ভাল্ব, 155 সিসি ইঞ্জিন
৪. ৬টি গিয়ার বক্স
[…] আরো পড়ুন- Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 … […]