WhatsApp update: গ্রুপ ভয়েস কলে আসছে নয়া আপডেট, একসাথে ৩২ জনকে সঙ্গে নিয়ে করা কবে ভয়েস কল

WhatsApp update: একসঙ্গে ৩২ জনকে সঙ্গে নিয়ে করা যাবে ভয়েস কল, এমনই আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও থাকছে আরো অনেক নতুন আপডেট।

আবারো বেশকিছু অতি প্রয়োজনীয় আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশ্বের অন্যতম ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে জানানো হয়েছে একসঙ্গে ৩২ জনকে একই ভয়েস কলে যুক্ত করা যাবে, এছাড়াও থাকছে অনেক বড় সাইজের ফাইল শেয়ারের অপশন। চলুন জেনে নেওয়া যাক নতুন কি কি আপডেট আসতে চলেছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে এই ম্যাসেজিং অ্যাপে মাত্র ৮ জন মানুষকে নিয়ে একটি গ্রুপ ভয়েস কল করা সম্ভব এবং অন্যদিকে ১জিবি সাইজের বেশি ফাইল শেয়ার করা যায় না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই দুটি ফিচারের ক্ষেত্রে আসতে চলেছে নতুন আপডেট যেখানে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করা যাবে। এছাড়া অন্যান্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে যার মধ্যে রয়েছে গ্রুপ অ্যাডমিনের বিশেষ ক্ষমতা যেখানে গ্রুপ অ্যাডমিনরা গ্রুপের যে কোনো ম্যাসেজ ডিলিট করতে পারবেন। Whatsapp-এর সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন নতুন আপডেট স্টুডেন্ট এবং পেরেন্টস এর জন্য বেশ কার্যকরী হতে চলেছে। এছাড়াও থাকছে মেসেজ রিয়াকশন, বড় ফাইল শেয়ার ইত্যাদি যেগুলি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরকে আরো বেশি সুযোগ-সুবিধা প্রদান করবে।

একটি পোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তরফ থেকে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বাদে অন্যান্য অ্যাপগুলি ১০০ থেকে ১০০০ মানুষ কে নিয়ে গ্রুপ চ্যাট করতে পারে এবং আমরাও চাই হোয়াটসঅ্যাপে এই ধরনের ফিচার যোগ করতে। যে কারণে আমরা নতুন একটি ফিচার যোগ করতে চলেছি যার সাহায্যে একটি নতুন ডিজাইনের মাধ্যমে ৩২ জন ব্যাবহারকারীদের যোগ করা যাবে একই গ্রুপ ভয়েস কলের মধ্যে।

আরো পড়ুন-OnePlus 10R: ভারতে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর, মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ, আরো অনেক কিছু

নতুন এই ফিচারগুলো ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের রোলআউট হওয়া শুরু হবে এবং রোলআউট হওয়ার আগে বিটা টেস্টিং এর মাধ্যমে সুবিধা ও অসুবিধা গুলি যাচাই করে নেয়া হবে। যদি বিটা টেস্টিং-এ সমস্ত কিছু ঠিক থাকে তবে আর কিছুদিনের মধ্যেই এই ফিচারগুলো যুক্ত করা হবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের প্রধান হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান গুলোতে।

“WhatsApp update: গ্রুপ ভয়েস কলে আসছে নয়া আপডেট, একসাথে ৩২ জনকে সঙ্গে নিয়ে করা কবে ভয়েস কল”-এ 1-টি মন্তব্য

Leave a Reply