OnePlus 10R: ভারতে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর, ওয়ানপ্লাস এর নতুন স্মার্টফোনে থাকছে দুর্দান্ত ফিচারস যা এখনো পর্যন্ত কোন স্মার্টফোনে দেখা যায়নি। চলুন জেনে নেওয়া যাক কিকি ফিচারস পাচ্ছি আমরা এই স্মার্টফোনে।
ওয়ানপ্লাস (OnePlus) ভারতে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফাইভ-জি ফোন ওয়ানপ্লাস ১০আর (OnePlus 10R)। ওয়ানপ্লাস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৮শে এপ্রিল এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে এবং চীনে ইতিমধ্যেই স্মার্টফোনটি লঞ্চ করা হয়ে গিয়েছে। স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এর ফাস্ট চার্জিং, ১৫০ ওয়াট SUPERVOOC চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে যার সাহায্যে মাত্র ১৭ মিনিটে পুরো চার্জ করা যাবে ফোনটি। এছাড়াও থাকছে দুর্দান্ত প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা আরো অনেক কিছু। চলুন এই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus 10R; ফিচার ও স্পেসিফিকেশন:
ওয়ানপ্লাস এর নতুন এই স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে, এর স্ক্রীন রিফ্রেস রেট হতে পারে ১২০Hz পর্যন্ত। এছাড়াও ডিসপ্লের উপর থাকছে একটি punch-hole ডিজাইন যেখানে থাকবে সেন্সর ও সেলফি ক্যামেরা।
সংস্থার দাবি অনুযায়ী এই স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর চার্জিং, পুরো চার্জ হতে সময় নেবে মাত্র ১৭ মিনিট। স্মার্টফোনে থাকছে ১৫০ ওয়াট SUPERVOOC চার্জিং টেকনোলজি, এছাড়াও এর বেস ভেরিয়েন্ট-এ থাকছে ৮০ ওয়াট SuperVooc চার্জিং সাপোর্ট।
স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডমেনসিটি ৮১০০ প্রসেসর, এছাড়াও থাকছে LPDDR5 RAM যুক্ত ১২ জিবি পর্যন্ত RAM সাপোর্ট এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ।
স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মোট তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রধান ক্যামেরাটি থাকছে ৫০ মেগাপিক্সেলের SONY IMX766 এর সেন্সর।
আরো পড়ুন-IQOO Z6 5G: Amazon-এর দুর্দান্ত অফার, মাত্র ৪,৮৪৯ টাকায় কিনতে পারবেন এই স্মার্টফোন
ভারতের অন্যতম ই-কমার্স সংস্থা অ্যামাজন-এ স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ পেয়েছে, অনেকে অনুমান করছেন এই স্মার্টফোনটি অ্যামাজন থেকে কিনতে পারবেন গ্রাহকরা, আগামী ২৮ এপ্রিল স্মার্টফোনের বিক্রি শুরু হবে।
[…] […]
[…] […]