Perseverance Rover: লালগ্রহে রেকর্ড গড়ল নাসার মঙ্গলযান

Perseverance Rover: মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্প্রতি জানিয়েছে লালগ্রহে রেকর্ড গড়ল নাসার মঙ্গলযান Perseverance Rover। এক বছর সফল ভাবে মঙ্গল গ্রহে অভিযান চালাতে সক্ষম হয়েছে এটি।

মঙ্গলগ্রহে (Mars) এক নতুন রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন এর মঙ্গলযান পারসিভেরান্স রোভার (Perseverance Rover)। নাসা জানিয়েছে এই প্রথম কোন মঙ্গলযান মঙ্গল গ্রহে সবচেয়ে বেশি সময় ধরে অভিযান চালিয়েছে এবং সবচেয়ে বেশি সময় ধরে টিকে রয়েছে ওই গ্রহে। মঙ্গলগ্রহে অন্যতম Jezero Crater এর চারপাশে নিজের সেল্ফ ড্রাইভিং ক্ষমতা প্রয়োগ করে ঘুরে বেড়িয়েছে এই রোভার। প্রায় এক বছর আগে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা এবং অন্যান্য নমুনা সংগ্রহের কাজে নিযুক্ত করা হয়েছিল এটিকে। লাল গ্রহ থেকে সংগৃহীত পাথরের নমুনা ফিরিয়ে আনা হবে পৃথিবীতে যা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানতে পারবেন মঙ্গল গ্রহের গোপন রহস্য।

নাসা জানিয়েছে তাদের মঙ্গল যান Perseverance Rover দিনে প্রায় ২৭৮ মিটার পথ অতিক্রম করতে পারে এবং এখনও পর্যন্ত কোনো মহাকাশযান এই কাজ করতে সক্ষম হয়নি। মঙ্গল গ্রহের সবচেয়ে বেশি পথ অতিক্রম এর রেকর্ড গড়েছে এই রোভার। যেহেতু এটি নিজস্ব self-driving ক্ষমতার সাহায্যে এগিয়ে চলে সেই কারণে বিজ্ঞানীদের সাহায্য পাওয়ার ব্যাপারটা খুবই কম। Perseverance Rover যতটা পথ এখনও পর্যন্ত অতিক্রম করেছে তা নিজস্ব ক্ষমতার সাহায্যে, অটো নেভিগেশন সিস্টেম এর সাহায্যে মঙ্গল গ্রহের ম্যাপ তৈরি করতে সক্ষম এটি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে নাসা জানিয়েছে মঙ্গল গ্রহে তাদের মঙ্গল যান ৩৮১ তম দিন পার করে ফেলেছে এবং সেই ছবিটি সেই দিনই তোলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ নভেম্বর ২০২১ সালে মঙ্গলযান মঙ্গল গ্রহের মাটির স্পর্শ করেছিল, তারপর থেকে গত এক বছর ধরে একাধিক কঠিন পথ অতিক্রম করেছে এটি।

আরো পড়ুন-Hubble telescope: পাথরের বৃষ্টি দেখা যায় এই গ্রহে! নতুন গ্রহ আবিষ্কার করল হাবল স্পেস টেলিস্কোপ

Perseverance Rover এর সাহায্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী Jezero Crater একটি হ্রদ ছিল কোন এক সময়, যা বর্তমানে শুকিয়ে গিয়েছে। লালগ্রহের রুক্ষ পাথুরে পৃষ্ঠদেশের উপরে এই অনুসন্ধান আগামী দিনে বিজ্ঞানীদের অনেক সাহায্য করবে। নাসা জানিয়েছে বিগত এক বছর ধরে এখনো পর্যন্ত কোন সমস্যা ছাড়াই টিকে রয়েছে এই রোভার। ১০২৫ কিলোগ্রাম ওজনের এই রোভার এখনো পর্যন্ত মঙ্গল গ্রহে অসংখ্য মাইলস্টোন পার করে নতুন নতুন রেকর্ড তৈরি করে চলেছে প্রতিনিয়ত। এখনো পর্যন্ত ৬৩ টি সেম্পেল সংগ্রহ করা হয়েছে, এছাড়াও এই অভিযানের সাহায্য করেছে Ingenuity হেলিকপ্টার। Ingenuity ও Perseverance মিলে বর্তমানে এমন অনেক রেকর্ড তৈরি করেছে যা একসময় কল্পনারও অতীত ছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন এই গবেষণা আগামী দিনে মঙ্গল গ্রহ বসবাসযোগ্য কিনা সে বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রমাণ দিতে সক্ষম হবে।

“Perseverance Rover: লালগ্রহে রেকর্ড গড়ল নাসার মঙ্গলযান”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন