এবার বড় পরিমাণ অর্থ দান করল SUN TV, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানা সংস্থা

সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক সান টিভি গ্রুপ (Sun TV Group) এবার একটি বড় পরিমাণ অর্থ ভারতের করোনা মোকাবিলার জন্য দান করল। SRH এর পক্ষ থেকে টুইট করে খবরটি প্রকাশ করা হয়েছে। ভারতের এই সঙ্কটজনক সময়ে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য মেডিকেল সামগ্রীর জন্য তারা এই অর্থ কাজে লাগাবে।

টুইটারে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে লেখা হয়েছে, “কোভিড -19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের দ্বারা ক্ষতিগ্রস্থদের ত্রাণ সরবরাহের জন্য সান টিভি (সানরাইজার্স হায়দরাবাদ) ৩০ কোটি টাকা অনুদান দিচ্ছে।”

এছাড়া পোস্টটিতে তারা লিখেছেন, “এটি ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে চলমান কয়েকটি উদ্যোগে ব্যয় করা হবে. যার মধ্যে নিম্নলিখিতগুলি রয়েছে:
১. ভারত সরকার এবং রাজ্য সরকার কর্তৃক প্রবর্তিত বিভিন্ন কর্মসূচিতে অনুদান
২. অক্সিজেন সিলিন্ডার, ওষুধ ইত্যাদি সরবরাহকারী সংস্থার সাথে অংশীদারিত্ব।
আমাদের সমস্ত মিডিয়া সহ তার সংস্থানগুলি ভারতে এবং সারা বিশ্বে আমাদের লক্ষ লক্ষ টিভি শ্রোতার মাঝে আরও বেশি সচেতনতা ছড়িয়ে দেবে।”

Twitter source- @SunRisers

আরো পড়ুন- বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ, রাশিদ খানের বাড়ি দেখে অবাক নেট দুনিয়া

অবশ্যই একটি বড় পরিমাণ অর্থ SUN TV ভারতের করনা মোকাবেলার জন্য খরচ করছে। SUN TV হল আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা সংস্থা। এবার আইপিএলে SRH এর পারফর্মেন্স খুব একটা ভালো না হলেও দর্শকদের মন তারা জিতে নিয়েছে।

“এবার বড় পরিমাণ অর্থ দান করল SUN TV, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানা সংস্থা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন