বাংলাদেশের জেলা কয়টি 2024

বাংলাদেশের জেলা কয়টি 2024: দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হল বাংলাদেশ। এই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, এই দেশের উত্তর দিকে অবস্থান করছে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। বাংলাদেশের পূর্ব সীমান্তে ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ-পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার-এর চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা আবৃত। পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ অঞ্চল-এর সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশের ভূখণ্ড অবস্থিত। নদীমাতৃক এই দেশে রয়েছে ৫৭ টি আন্তর্জাতিক নদী। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এবং দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশেই অবস্থিত।

বাংলাদেশের জেলা কয়টি ও কি কি

বাংলাদেশের ৮ টি প্রশাসনিক বিভাগে মোট ৬৪টি জেলা রয়েছে। প্রতিটি বিভাগে রয়েছে একাধিক জেলা। প্রতিটি জেলার একটি ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল রয়েছে, যেগুলোকে বলা হয় উপজেলা। বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা ৪৯৫। বাংলাদেশের মোট ইউনিয়ন ৪,৫৫৪, মৌজার সংখ্যা ৫৯,৯৯০ এবং গ্রামের সংখ্যা ৮৭,৩১৯টি। বাংলাদেশের বিভাগ, জেলা এবং উপজেলা গুলিতে প্রশাসনের নির্বাচিত কর্মকর্তা নেই। সরকার দ্বারা নিযুক্ত প্রশাসকদের অধীনে এইসব অঞ্চলগুলি পরিচালিত হয়। ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড গুলি পরিচালনার জন্য রয়েছে জনপ্রতিনিধি। ১৯৯৭ সালের আইন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে মোট ২৫ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য।

বাংলাদেশের শহর অঞ্চলের মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে, যেগুলি হল ঢাকা উত্তর-দক্ষিণ, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ। এছাড়াও রয়েছে ৩৩০টি পৌরসভা অঞ্চল। এই অঞ্চল গুলি পরিচালনার জন্য রয়েছেন মেয়র এবং জনপ্রতিনিধি, যাদের ভোট দানের মাধ্যমে নির্বাচিত করা হয়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এবং ঢাকা শহর বাংলাদেশের বৃহত্তম শহর। এছাড়াও রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, রংপুর, বরিশাল, যশোর, গাজীপুর, ফেনী, নাটোর, নারায়ণগঞ্জ, দিনাজপুর এবং বগুড়া।

আরো পড়ুন- বাংলাদেশের জনসংখ্যা কত 2024

বাংলাদেশের বিভাগ কয়টি, বাংলাদেশের মোট জেলা কয়টি

বাংলাদেশের ৬৪ জেলাকে মোট ৮টি প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের মোট বিভাগ ও জেলার সংখ্যা বিস্তারিত নিচে দেওয়া হল..

বাংলাদেশের বিভাগ কয়টি

  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. রাজশাহী
  4. খুলনা
  5. বরিশাল
  6. সিলেট
  7. রংপুর
  8. ময়মনসিংহ

  • বাংলাদেশের জেলা কয়টি 2023
  • বাংলাদেশের জেলা কয়টি 2024

বাংলাদেশের প্রতিটি বিভাগ মোট ৬৮ টি জেলায় বিভক্ত। বাংলাদেশের জেলা 2024

1.ঢাকা বিভাগ

ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2023
ঢাকা বিভাগ

১. ঢাকা:

১৭৭২ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ঢাকা জেলার মোট জনসংখ্যা ১২,০৪৩,৯৭৭। এই জেলার আয়তন ১৪৬৪ বর্গকিলোমিটার।

২. ফরীদপুর:

১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ফরিদপুর জেলার মোট জনসংখ্যা ১,৯১২,৯৬৯। এই জেলার আয়তন ২০৭৩ বর্গকিলোমিটার।

৩. গাজিপুর:

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। গাজিপুর জেলার মোট জনসংখ্যা ৩,৪০৩,৯১২। এই জেলার আয়তন ১৮০০ বর্গকিলোমিটার।

৪. গোপালগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,১৭২,৪১৪। এই জেলার আয়তন ১৪৯০ বর্গকিলোমিটার।

৫. কিশোরগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। কিশোরগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২,৯১১,৯০৭। এই জেলার আয়তন ২৬৮৯ বর্গকিলোমিটার।

৬. মাদারীপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মাদারীপুর জেলার মোট জনসংখ্যা ১,১৬৫,৯৫২। এই জেলার আয়তন ১১৪৫ বর্গকিলোমিটার।

৭. মানিকগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মানিকগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৩৯২,৮৬৭। এই জেলার আয়তন ১৩৭৯ বর্গকিলোমিটার।

৮. মুন্সিগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মুন্সিগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৪৪৫,৬৬০। এই জেলার আয়তন ৯৫৫ বর্গকিলোমিটার।

৯. নারায়ণগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২,৯৪৮,২১৭। এই জেলার আয়তন ৭০০ বর্গকিলোমিটার।

১০. নরসিংদী:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নরসিংদী জেলার মোট জনসংখ্যা ২,২২৪,৯৪৪। এই জেলার আয়তন ১১৪১ বর্গকিলোমিটার।

১১. রাজবাড়ী:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা ১,০৪৯,৭৭৮। এই জেলার আয়তন ১১১৯ বর্গকিলোমিটার।

১২. টাঙ্গাইল:

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। টাঙ্গাইল জেলার মোট জনসংখ্যা ৩,৬০৫,০৮৩। এই জেলার আয়তন ৩৪১৪ বর্গকিলোমিটার।

১৩. শরীয়তপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। শরীয়তপুর জেলার মোট জনসংখ্যা ১,১৫৫,৮২৪। এই জেলার আয়তন ১১৮২ বর্গকিলোমিটার।

2. চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগে মোট ১১ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2023
চট্টগ্রাম বিভাগ


১. বান্দরবান:

১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। বান্দরবান জেলার মোট জনসংখ্যা ৩৮৮,৩৩৫। এই জেলার আয়তন ৪৪৭৯ বর্গকিলোমিটার।

২. ব্রাহ্মণবাড়িয়া:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট জনসংখ্যা ২,৮৪০,৪৯৮। এই জেলার আয়তন ১৯২৭ বর্গকিলোমিটার।

৩. চাঁদপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। চাঁদপুর জেলার মোট জনসংখ্যা ২,৪১৬,০১৮। এই জেলার আয়তন ১৭০৪ বর্গকিলোমিটার।

৪. চট্টগ্রাম:

১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৭,৬১৬,৩৫২। এই জেলার আয়তন ৫২৮৩ বর্গকিলোমিটার।

৫. কুমিল্লা:

১৭৯০ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৫,৩৮৭,২৮৮। এই জেলার আয়তন ৩০৮৫ বর্গকিলোমিটার।

৬. কক্সবাজার:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। কক্সবাজার জেলার মোট জনসংখ্যা ২,২৮৯,৯৯০। এই জেলার আয়তন ২৪৯২ বর্গকিলোমিটার।

৭. ফেনী:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ফেনী জেলার মোট জনসংখ্যা ১,৪৩৭,৩৭১। এই জেলার আয়তন ৯২৮ বর্গকিলোমিটার।

৮. খাগড়াছড়ি:

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা ৬১৩,৯১৭। এই জেলার আয়তন ২৭০০ বর্গকিলোমিটার।

৯. লক্ষীপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। লক্ষীপুর জেলার মোট জনসংখ্যা ১,৭২৯,১৮৮। এই জেলার আয়তন ১৪৫৬ বর্গকিলোমিটার।

১০. নোয়াখালী:

১৮২১ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩,১০৮,০৮৩। এই জেলার আয়তন ৪২০২ বর্গকিলোমিটার।

১১. রাঙ্গামাটি:

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যা ৫৯৫,৯৭৯। এই জেলার আয়তন ১৬১৬ বর্গকিলোমিটার।

বাংলাদেশের জেলা কয়টি 2024, বাংলাদেশের জেলা কয়টি

3. রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2023
রাজশাহী বিভাগ


১. বগুড়া:

১৮২১ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। বগুড়া জেলার মোট জনসংখ্যা ৩,১০৩,০৫৬। এই জেলার আয়তন ২৯২০ বর্গকিলোমিটার।

২. জয়পুরহাট:

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। জয়পুরহাট জেলার মোট জনসংখ্যা ৯১৩,৭৬৮। এই জেলার আয়তন ৯৬৫ বর্গকিলোমিটার।

৩. নওগাঁ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নওগাঁ জেলার মোট জনসংখ্যা ২,৬০০,১৫৭। এই জেলার আয়তন ৩৪৩৬ বর্গকিলোমিটার।

৪. নাটোর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নাটোর জেলার মোট জনসংখ্যা ১,৭০৬,৬৭৩। এই জেলার আয়তন ১৮৯৬ বর্গকিলোমিটার।

৫. চাঁপাইনবাবগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১,৬৪৭৫২১। এই জেলার আয়তন ১৭০৩ বর্গকিলোমিটার।

৬. পাবনা:

১৮৩২ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। পাবনা জেলার মোট জনসংখ্যা ২,৫২৩,১৭৯। এই জেলার আয়তন ২৩৭২ বর্গকিলোমিটার।

৭. রাজশাহী:

১৭৭২ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। রাজশাহী জেলার মোট জনসংখ্যা ২,৫৯৫,১৯৭। এই জেলার আয়তন ২৪০৭ বর্গকিলোমিটার।

৮. সিরাজগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। সিরাজগঞ্জ জেলার মোট জনসংখ্যা ৩,০৯৭,৪৮৯। এই জেলার আয়তন ২৪৯৮ বর্গকিলোমিটার।

4. খুলনা বিভাগ

খুলনা বিভাগে মোট ১০ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2023
খুলনা বিভাগ

১. বাগেরহাট:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। বাগেরহাট জেলার মোট জনসংখ্যা ১,৪৭৬,০৯০। এই জেলার আয়তন ৩৯৫৯ বর্গকিলোমিটার।

২. চুয়াডাঙ্গা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। চুয়াডাঙ্গা জেলার মোট জনসংখ্যা ১,১২৯,০১৫। এই জেলার আয়তন ১১৭৭ বর্গকিলোমিটার।

৩. যশোর:

১৭৮১ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। যশোর জেলার মোট জনসংখ্যা ২,৭৬৪,৫৪৭। এই জেলার আয়তন ২৫৬৭ বর্গকিলোমিটার।

৪. ঝিনাইদহ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ঝিনাইদহ জেলার মোট জনসংখ্যা ১,৭৭১,৩০৪। এই জেলার আয়তন ১৯৬১ বর্গকিলোমিটার।

৫. খুলনা:

১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। খুলনা জেলার মোট জনসংখ্যা ২,৩১৮,৫২৭। এই জেলার আয়তন ৪৩৯৪ বর্গকিলোমিটার।

৬. কুষ্টিয়া:

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। কুষ্টিয়া জেলার মোট জনসংখ্যা ১,৯৪৬,৮৩৮। এই জেলার আয়তন ১৬০১ বর্গকিলোমিটার।

৭. মাগুরা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মাগুরা জেলার মোট জনসংখ্যা ৯১৮,৪১৯। এই জেলার আয়তন ১০৪৯ বর্গকিলোমিটার।

৮. মেহেরপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৬৫৫,৩৯২। এই জেলার আয়তন ৭১৬ বর্গকিলোমিটার।

৯. নড়াইল:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নড়াইল জেলার মোট জনসংখ্যা ৭২১,৬৬৮। এই জেলার আয়তন ৯৯০ বর্গকিলোমিটার।

১০. সাতক্ষীরা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। সাতক্ষীরা জেলার মোট জনসংখ্যা ১,৯৮৫,৯৫৯। এই জেলার আয়তন ৩৮৫৮ বর্গকিলোমিটার।

5. বরিশাল বিভাগ

বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2023
বরিশাল বিভাগ

১. বরগুনা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। বরগুনা জেলার মোট জনসংখ্যা ৮,৯২,৭৮১। এই জেলার আয়তন ১৮৩১ বর্গকিলোমিটার।

২. বরিশাল:

১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। বরিশাল জেলার মোট জনসংখ্যা ২,৩২৪,৩১০। এই জেলার আয়তন ২৭৮৫ বর্গকিলোমিটার।

৩. ভোলা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ভোলা জেলার মোট জনসংখ্যা ১,৭৭৬,৭৯৫। এই জেলার আয়তন ৩৪০৩ বর্গকিলোমিটার।

৪. ঝালকাঠি:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ঝালকাঠি জেলার মোট জনসংখ্যা ৬৮২,৬৬৯। এই জেলার আয়তন ৭৪৯ বর্গকিলোমিটার।

৫. পটুয়াখালী:

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। পটুয়াখালী জেলার মোট জনসংখ্যা ১,৫৩৫,৮৫৪। এই জেলার আয়তন ৩২২১ বর্গকিলোমিটার।

৬. পিরোজপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। পিরোজপুর জেলার মোট জনসংখ্যা ১,১১৩,২৫৭। এই জেলার আয়তন ১৩০৮ বর্গকিলোমিটার।

বর্তমান বাংলাদেশের জেলা কয়টি, বাংলাদেশের জেলা কয়টি 2024

6. সিলেট বিভাগ

সিলেট বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2022
সিলেট বিভাগ

১. সিলেট:

১৭৮২ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। সিলেট জেলার মোট জনসংখ্যা ৩,৪৩৪,১৮৮। এই জেলার আয়তন ৩৪৯০ বর্গকিলোমিটার।

২. মৌলভীবাজার:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা ১,৯১৯,০৬২। এই জেলার আয়তন ২৭৯৯ বর্গকিলোমিটার।

৩. সুনামগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২,৪৬৭,৯৬৮। এই জেলার আয়তন ৩৬৭০ বর্গকিলোমিটার।

৪. হবিগঞ্জ:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২,০৮৯,০০১। এই জেলার আয়তন ২৬৩৭ বর্গকিলোমিটার।

7. রংপুর বিভাগ

রংপুর বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2022
রংপুর বিভাগ

১. কুড়িগ্রাম:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। কুড়িগ্রাম জেলার মোট জনসংখ্যা ২,০৬৯,২৭৩। এই জেলার আয়তন ২২৯৬ বর্গকিলোমিটার।

২. গাইবান্ধা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। গাইবান্ধা জেলার মোট জনসংখ্যা ২,৩৭৯,২৫৫। এই জেলার আয়তন ২১৭৯ বর্গকিলোমিটার।

৩. ঠাকুরগাঁও:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যা ১,৩৯০,০৪২। এই জেলার আয়তন ১৮০১ বর্গকিলোমিটার।

৪. দিনাজপুর:

১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। দিনাজপুর জেলার মোট জনসংখ্যা ২,৯৯০,১২৮। এই জেলার আয়তন ৩৪৩৮ বর্গকিলোমিটার।

৫. নীলফামারী:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নীলফামারী জেলার মোট জনসংখ্যা ১,৮৩৪,২৩১। এই জেলার আয়তন ১৫৮০ বর্গকিলোমিটার।

৬. পঞ্চগড়:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। পঞ্চগড় জেলার মোট জনসংখ্যা ৯৮৭,৬৪৪। এই জেলার আয়তন ১৪০৫ বর্গকিলোমিটার।

৭. রংপুর:

১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। রংপুর জেলার মোট জনসংখ্যা ২,৮৮১,০৮৬। এই জেলার আয়তন ২৩৬৮ বর্গকিলোমিটার।

৮. লালমনিরহাট:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১,২৫৬,০৯৯। এই জেলার আয়তন ১২৪১ বর্গকিলোমিটার।

8. ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে। এগুলো হল:

বাংলাদেশের জেলা কয়টি 2022
ময়মনসিংহ বিভাগ

১. ময়মনসিংহ:

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। ময়মনসিংহ জেলার মোট জনসংখ্যা ৫,১১০,২৭২। এই জেলার আয়তন ৪৩৬৩ বর্গকিলোমিটার।

২. জামালপুর:

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। জামালপুর জেলার মোট জনসংখ্যা ২,২৯২,৬৭৪। এই জেলার আয়তন ২০৩২ বর্গকিলোমিটার।

৩. নেত্রকোনা:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। নেত্রকোনা জেলার মোট জনসংখ্যা ২,২২৯,৬৪২। এই জেলার আয়তন ২৮১০ বর্গকিলোমিটার।

৪. শেরপুর:

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এই জেলা। শেরপুর জেলার মোট জনসংখ্যা ১,৩৫৮,৩২৫। এই জেলার আয়তন ১৩৬৪ বর্গকিলোমিটার।

বাংলাদেশের জেলা 2024 PDF

>> CLICK HERE

বাংলাদেশের জেলা কয়টি 2024 | বাংলাদেশের মোট জেলা কয়টি

কিছু সাধারণ প্রশ্ন উত্তর (Q&A)

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হল- চট্টগ্রাম

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হল- ঢাকা

আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?

আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা- রাঙ্গামাটি

আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটি?

আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হল- চট্টগ্রাম

আয়তনের দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?

আয়তনের দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল- নারায়ণগঞ্জ

বাংলাদেশের প্রথম জেলা কোনটি?

বাংলাদেশের প্রথম জেলা- চট্টগ্রাম। স্থাপিত ১৯৬৬।

বাংলাদেশের সর্বশেষ জেলা কোনটি?

বাংলাদেশের সর্বশেষ জেলা হল- ফেনী। ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।

আরো পড়ুন- পশ্চিমবঙ্গের জেলা কয়টি ২০২৩>> Click Hare

এই ধরনের দেশ-বিদেশ সংক্রান্ত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

“বাংলাদেশের জেলা কয়টি 2024”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন