বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট: বর্তমান আধুনিক যুগে বিমানবন্দর বা এয়ারপোর্ট সাধারণ মানুষের কাছে নতুন কিছু নয়। বিদেশের মাটিতে পা রাখার জন্য আমরা বেশিরভাগ সময় এরোপ্লেনের মাধ্যমে যাতায়াত করে থাকি। কিন্তু বর্তমান সময়ে নিজের দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য দ্রুততম উপায়ে রুপে আমরা এরোপ্লেনকে ব্যবহার করে থাকি। আমরা আমাদের নিজের দেশের এয়ারপোর্ট গুলি সম্বন্ধে অনেকেই জানি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি এই বিষয়ে আমাদের জ্ঞান হয়তো অনেকেরই নেই। সে কারণে আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর ছাড়াও অন্যান্য বৃহত্তম বিমানবন্দর গুলি কত বড়, কোন দেশে রয়েছে ইত্যাদি বিষয়ে আজকের এই নিবন্ধে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো “কিং ফাহদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (King Fahd International Airport)”, সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর। এই বিমানবন্দরটি ৭৭৬ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এই এয়ারপোর্টটি ছাড়াও বিশ্বের সেরা ১০ টি বড় বিমানবন্দর এর আয়তন, শহর, দেশ নিচে দেওয়া হল।

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪

১. কিং ফাহদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট:-

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ২০২৪, বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ২০২৪

আয়তন- 776 KM²

দেশ- সৌদি আরব

সৌদি আরবে অবস্থিত এই বিমান বন্দর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট, এটি তৈরি করা হয়েছিল ১৯৯৯ সালে। বিমানবন্দরের নামকরণ করা হয় সৌদি আরবের রাজা ‘ফাহাদ ইবনে আবদুল আজিজ’ এর নাম অনুসারে। যিনি সৌদি আরবে ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত রাজার দায়িত্বে ছিলেন।

২. ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট:-

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ২০২৪, বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ২০২৪

আয়তন- 135.7 KM²

দেশ- আমেরিকা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই বিমানবন্দরটির রানওয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ। 

৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল বিমানবন্দর:-

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ২০২৪, বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ২০২৪

আয়তন- 69 KM² 

দেশ- আমেরিকা

বিশ্বের তৃতীয় বৃহত্তম এয়ারপোর্ট হল ডালাস বা ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটি আমেরিকার ডালাস শহরে অবস্থিত।

Read More, ভারতের সেরা ১০ ব্যস্ততম রেলওয়ে স্টেশন

পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ২০২৪

৪. অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট:-

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি ২০২৪, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ২০২৪, বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ২০২৪

আয়তন- 54 KM²

দেশ- আমেরিকা

বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় বিমানবন্দর হল অরল্যান্ডো ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এটি আমেরিকা যুক্তরাষ্টতে অবস্থিত।

৫. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট:-

আয়তন- 49 KM²

দেশ- আমেরিকা

বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমানবন্দর হল ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল। এই বিমানবন্দরটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

৬. বেইজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট:-

আয়তন- 47 KM²

দেশ- চীন

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বিমানবন্দর চীনের বেইজিং শহরে অবস্থিত।

Read More, জিডিপি অনুযায়ী দেশের তালিকা ২০২৪

বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ২০২৪

৭. জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর:-

আয়তন- 46 KM²

দেশ- আমেরিকা

৮. সাংহাই পুডং ইন্টারন্যাশনাল বিমানবন্দর:-

আয়তন- 40 KM²

দেশ- চীন

৯. কায়রো ইন্টারন্যাশনাল বিমানবন্দ:-

আয়তন- 37 KM²

দেশ- ইজিপ্ট

১০. সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল বিমানবন্দর:-

আয়তন- 33 KM²

দেশ- থাইল্যান্ড

Read More, বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৪

আজকের এই নিবন্ধে আমরা বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর ২০২৪ সম্বন্ধে আলোচনা করলাম আশা করি আজকের এ নিবন্ধ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে। এই ধরনের শিক্ষামূলক নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন