ভারতের সেরা ১০ ব্যস্ততম রেলওয়ে স্টেশন

ভারতের সেরা ১০ ব্যস্ততম রেলওয়ে স্টেশন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল ভারত আর এই দেশের প্রধান যাতায়াতের মাধ্যম হলো রেলপথ। সড়কপথে বাসে বা রেল পথে ট্রেনে আপনি ভারতে কখনো শূন্য স্থান দেখতে পাবেন না। ১৪২ কোটি জনসংখ্যা বিশিষ্ট ভারতের সর্বত্র ছড়িয়ে আছে রেলপথ। পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ আপনি ভারতে যে প্রান্তে যেতে চান না কেন রেলপথের মাধ্যমে তা উপলব্ধ। আজকের এই নিমন্ত্রে আমরা ভারতের সেরা ১০ ব্যস্ততম রেলওয়ে স্টেশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। 

ভারতের সেরা ১০ ব্যস্ততম রেলওয়ে স্টেশন

ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন

১০. কল্যাণ জংশন

স্থাপিত- ১৮৫৪

প্ল্যাটফর্ম সংখ্যা- ৮

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৮০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৪-৫ লাখ

মহারাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো কল্যাণ জংশন। মুম্বাই যাওয়ার পথে স্টেশনের মাধ্যমে আপনাকে যেতে হবে। মুম্বাইয়ের মতো এটি ভারতের অন্যতম ব্যস্ত একটি স্টেশন। 

৯. নাগপুর রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৮৬৭

প্ল্যাটফর্ম সংখ্যা- ৮

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৫০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ২-৩ লাখ

মহারাষ্ট্র রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশনের নাম হল নাগপুর। ১৮৬৭ সালে নির্মিত এই ষ্টেশনটি তে বর্তমানে প্রতিদিন প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ যাতায়াত করে।

৮. বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৮৮৮

প্ল্যাটফর্ম সংখ্যা- ১০

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৭০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ২ লাখ

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রধান রেল স্টেশনের নাম বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন। ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন গুলির মধ্যে এটি অন্যতম।

আরো পড়ুন, পৃথিবীতে মোট কয়টি দেশ আছে ২০২৩

৭. পাটনা রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৮৬২

প্ল্যাটফর্ম সংখ্যা- ১০

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৭০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৫ লাখ

ভারতের বিহার রাজ্যের রাজধানী পার্টনার প্রধান রেল স্টেশনের নাম পাটনা রেলওয়ে জংশন। এটি ভারতের সবচেয়ে পুরনো ও অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন।

৬. চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৮৭৩

প্ল্যাটফর্ম সংখ্যা- ১৭

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৫০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৬-৭ লাখ

ভারতের দক্ষিণ দিকে অবস্থিত তামিলনাডু রাজ্যের প্রধান শহর চেন্নাই এর রেল স্টেশনের নাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। ভারতের দক্ষিণ ভাগে প্রবেশের জন্য আপনার এই স্টেশনের প্রয়োজন পড়বে।

৫. কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৯৩০

প্ল্যাটফর্ম সংখ্যা- ৯ 

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৮০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ২ লাখ 

কানপুর হলো ভারতের একদম মধ্যবর্তী শহর এটি উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত। এই শহরের প্রধান রেলওয়ে স্টেশন হলো কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন।

আরো পড়ুন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ২০২৩

৪. নিউ দিল্লি রেলওয়ে স্টেশন

স্থাপিত- ১৮৬৪

প্ল্যাটফর্ম সংখ্যা- ১৬

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৯০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৫-৬ লাখ

ভারতের রাজধানী দিল্লির প্রধান রেল স্টেশনের নাম হল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ভারতের রাজধানী শহরে যাওয়ার জন্য আপনাকে এই স্টেশনের মাধ্যমে যেতে হবে। 

৩. শিয়ালদা রেলওয়ে স্টেশন

IMG 20231224 35412

স্থাপিত- ১৮৬২

প্ল্যাটফর্ম সংখ্যা- ২১

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৫০০+

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৭-৮ লাখ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আরেকটি বৃহত্তম স্টেশনের নাম হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। ভারতের পুরনো স্টেশন গুলির মধ্যে একটি অন্যতম। 

২. ছাত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস

IMG 20231224 38828

স্থাপিত- ১৮৮৮

প্ল্যাটফর্ম সংখ্যা- ১৮

ট্রেন সংখ্যা প্রতিদিন- ১২৫০

যাত্রী সংখ্যা প্রতিদিন- ৯-১০ লাখ

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের প্রধান রেল স্টেশন হলো ছাত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস বা CSMT। ভারতের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত এই স্টেশন থেকে আপনি ভারতের অন্যান্য রাজ্যের যেকোনো শহরে যেতে পারবেন। 

১. হাওড়া রেলওয়ে স্টেশন

IMG 20231224 36714

স্থাপিত- ১৮৫৪

প্ল্যাটফর্ম সংখ্যা- ২৩

ট্রেন সংখ্যা প্রতিদিন- ৯৭৫

যাত্রী সংখ্যা প্রতিদিন- ১২ লাখ

ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া রেলওয়ে জংশন হল ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। প্রত্যেকদিন স্টেশনের মাধ্যমে প্রায় ১২ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। এই স্টেশনের মাধ্যমে আপনি ভারতের পূর্ব প্রান্ত থেকে যেকোন স্থানে যাওয়ার ট্রেন পেয়ে যাবেন।

এই ধরনের শিক্ষনীয় বিষয় এর জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন