পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক: প্রত্যেক বছর বাইক নির্মাতা কোম্পানি গুলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক নির্মাণের কাজে একপ্রকার দৌড় প্রতিযোগিতা করে, ঠিক যেমন বাইক গুলো রেস ট্রাকে নিজের ক্ষমতার এবং চালকের সর্বোচ্চ অভিজ্ঞতার সাহায্যে রেস করে। সবচেয়ে দ্রুততম বাইক নির্মাণে বিশ্বের বড় বড় কোম্পানি গুলো সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো এই কোম্পানি নিজেদের তৈরি বাইককে সবচেয়ে দ্রুতগতির বাইক দাবি করে আবার কখনো অন্য কোম্পানি দাবি করে তাদের বাইক সবচেয়ে দ্রুততম।
আজকের নিবন্ধে বিভিন্ন কোম্পানি দ্বারা দাবি জানানো দ্রুতগতির বাইকের তালিকা দূরে সরিয়ে আমরা জানবো বাস্তবে পরীক্ষা করে প্রকাশিত পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক কোনটি। এই তালিকা আমরা পেয়েছি বিভিন্ন মোটরসাইকেলিং ম্যাগাজিন এবং বিখ্যাত কিছু ভরশাজোগ্য ওয়েবসাইট থেকে। এই তালিকায় পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক গুলোর মধ্যে মোট ৫টি বাইক আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পড়বেন। আমরা এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক তথ্য সম্পূর্ণ বাংলায় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। তবে আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক এর তালিকায়।
Read More, হোয়াটসঅ্যাপ কিভাবে টাকা ইনকাম করে?
পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক:
৫. ডেমন হাইপারস্পোর্ট প্রিমিয়ার: (সর্বোচ্চ গতি ৩২১ Km/h)

পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক এর তালিকায় পঞ্চম স্থানে যে বাইক আছে সেটি কোন সাধারণ বাইক নয়। এটি একটি ইলেকট্রিক বাইক। বর্তমানে এই ধরনের ইলেকট্রিক বাইক এবং গাড়িগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে আকর্ষণীয় লুক এবং অতিরিক্ত পাওয়ার এর জন্য। ডেমন হাইপারস্পোর্ট প্রিমিয়ার বাইকটি এই বৈশিষ্ট্য গুলি পূরণ করার সাথে সাথে একটি দ্রুতগতির বাইকও বটে, এই বাইকটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল প্রতি ঘন্টার গতি তুলতে পারে। এই বাইকটির সর্বোচ্চ গতি ৩২১ কিলোমিটার প্রতি ঘন্টা।
প্রস্তুতকারক | Damon |
হর্স পাওয়ার | ২০০hp |
টর্ক | ২০০ ফুট পাউন্ড |
সর্বোচ্চ গতি | ২০০ mph / ৩২১ km/h |
৪. ডুকাটি ১১৯৯ পানিগালে আর: (সর্বোচ্চ গতি ৩২৫ km/h)

বর্তমানে ডুকাটির বিভিন্ন মডেল গুলির মধ্যে পানিগালে অন্যতম। তবে ডুকাটি ১১৯৯ পানিগালে আর বাকি পানিগালে বাইকগুলি থেকে একটু আলাদা। এই বাইকে রয়েছে দুই সিলিন্ডার ইঞ্জিন টাইটানিয়াম রডসের সাথে। এর ইঞ্জিনটি অন্যান্য পানিগালে বাইকগুলো থেকে অনেকটাই বেশি টিউন করা এবং এই বাইকটি অনেক বেশি হালকা। শুধু তাই নয় ২০২ হর্সপাওয়ারের সাথে এই বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে ২০২ মাইল প্রতি ঘন্টা অর্থাৎ ৩২৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
এত উচ্চগতি হওয়া সত্ত্বেও এই গাড়িটি নিয়ন্ত্রণ করা খুবই সোজা কারণ এই বাইকে রয়েছে অ্যাডজাস্টেবল সুইংআর্ম Öhlins সাসপেনশনের সঙ্গে। এছাড়াও একটি ডুকাটির বাইকে আপনি যা যা আশা করতে পারেন তার সমস্ত কিছু রয়েছে এই বাইকটিতে। যেই কারণে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক এর তালিকায় নিজের জায়গা করে নিয়েছে।
প্রস্তুতকারক | Ducati |
হর্স পাওয়ার | ২০২hp |
টর্ক | ১০০ ফুট পাউন্ড |
সর্বোচ্চ গতি | ২০২ mph / ৩২৫ km/h |
Fastest Bike In The World In Bengali
৩. লাইটনিং LS-218: (সর্বোচ্চ গতি ৩৫০ km/h)

বৈদ্যুতিক বাইক সমন্ধে অনেকেরই ধারণা আছে যে এগুলোর গতি খুব বেশি হতে পারে না। আপনার মনেও যদি এমন কোনো ধারণা থাকে তবে সেটা এক মুহূর্তেই দুর করবে লাইটনিং LS-218 ইলেকট্রিক বাইক। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫০ Km/h বা ২১৮ মাইল প্রতি ঘণ্টা। ০ থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে এই বাইক সময় নেয় মাত্র ২.২ সেকেন্ড।
লাইটনিং LS-218 বাইকে ব্যাবহার করা হয়েছে Öhline অ্যাডজাস্টেবল সাসপেন্সন, ব্রেমো ৪ পিস্টন ক্যালিপার এবং বিলেট অ্যুলুমিনিয়াম অ্যাডজাস্টেবল সুইংআর্ম। IPW লিকুইড কুলড ১৫০ কিলোওয়াট মোটর চার্জ করতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। ইলেকট্রিক বাইকের দুর্দান্ত গতি ফাস্ট চার্জিং এবং অন্যান্য বৈশিষ্ট্য গুলি লাইটনিং LS-218-কে এই তালিকায় শীর্ষ ৩-এ নিয়ে এসেছে।
প্রস্তুতকারক | লাইটনিং |
হর্স পাওয়ার | ২০০hp |
টর্ক | ১০৫ ফুট পাউন্ড |
সর্বোচ্চ গতি | ২১৮ mph / ৩৫১ km/h |
Read More, ভারতের সবচেয়ে দ্রুততম বাইক, Fastest Bike In India in bengali
Read More, Kawasaki Ninja ZX 10R 2023 In Bengali, India Launch Date, Price & Full Specifications
২. কাওয়াসাকি নিনজা H2R: (সর্বোচ্চ গতি ৪০০ km/h)

এই বাইক একটি ট্রাক রেডি বাইক। একটি সমীক্ষায় দেখা গিয়েছিল এই বাইক ৪০০ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত গতি তুলতে পারে যার ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে এই বাইকটি স্ট্রিট লিগ্যাল নয়। অর্থাৎ আপনি এই বাইকটি কিনে রাস্তায় চালাতে পারবেন না। তবে আপনি যদি এই বাইকটি কিনতে চান এর একটি রোড লিগ্যাল সংস্করণ রয়েছে যার নাম কাওয়াসাকি নিনজা H2। এই বাইকের সর্বোচ্চ গতির ২০৯ মাইল প্রতি ঘন্টা।
কাওয়াসাকি নিনজা H2R তৈরি করা হয়েছে খুবই হালকা মানের কার্বন ফাইবার ব্যবহার করে। এই বাইকে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল সাসপেনশন, ট্রাকশন কন্ট্রোল, অ্যান্টি লক ব্রেক, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল। রেস করার জন্য এই বাইকটিতে এমন কোন ইলেকট্রনিক্স নেই যা উপলব্ধ নয়, প্রত্যেকটি টেকনোলজি এই বাইকে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর উচ্চগতির কারণে এটি এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির প্রোডাকশন বাইকের তালিকায় প্রথমে রয়েছে। ভারতের সবচেয়ে দ্রুতগতির বাইক এই বাইকের রোড লিগ্যাল ভার্সন Kawasaki Ninja H2।
প্রস্তুতকারক | Kawasaki |
হর্স পাওয়ার | ৩০৫hp |
টর্ক | ১১২ ফুট পাউন্ড |
সর্বোচ্চ গতি | ২৪৮ mph / ৪০০ km/h |
১. MTT 420-RR: (সর্বোচ্চ গতি ৪৩৯ km/h)

মারিন টারবাইন টেকনোলজিস (MTT) জানে কিভাবে একটি মোটরসাইকেলে সর্বোচ্চ গতি অর্জন করতে হয়। তাদের তৈরি এমন একটি বাইক রয়েছে যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাইকে তালিকায় সবার শীর্ষে নিজের জায়গা করে নিয়েছে। এই কোম্পানির অন্যতম বাইক MTT 420-RR তাদের তৈরি অন্যতম বাইক, যার পূর্বসূরী MTT Y2K এর সর্বোচ্চ গতি ছিল ২৫০ মাইল প্রতি ঘন্টা। মেরিন টারবাইন টেকনোলজিস তাদেরই পূর্বসূরিকে হারিয়ে নতুন একটি বাইক লঞ্চ করেছে যার গতি পূর্বের তুলনায় ২৩ মাইল বেশি।
মারিন টারবাইন টেকনোলজিস 420-RR বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৪২০ হর্স পাওয়ারের রোলস রয়েস অ্যালিসন টারবাইন ইঞ্জিন। এই বাইকটির গতি সর্বোচ্চ বানানোর জন্য ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবারের এয়ারো ডাইনামিক বডি ফেয়ারিং। বাইকটির প্রোডাকশন খুবই সীমিত, প্রতিবছর মাত্র ৫টি তৈরি করা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বাইক কেনাটাও খুব একটা সোজা নয়।
যেয় লেনো যিনি একজন বিখ্যাত মেকানিক। তিনি জানিয়েছেন, “এই বাইকটি চালানোর সময় মনে হয় যেন ভগবান পিছন দিক থেকে আমায় ঠেলছে, আমি অনেক দ্রুতগতির বাইক চালিয়েছি কিন্তু কোন বাইক এত দ্রুতগতির নয়”।
প্রস্তুতকারক | মারিন টারবাইন টেকনোলজিস (MTT) |
হর্স পাওয়ার | ৪২০hp |
টর্ক | ৫০০ ফুট পাউন্ড |
সর্বোচ্চ গতি | ২৭৩ mph / ৪৩৯ km/h |
Q&A পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক
পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক কোনটি?
মেরিন টারবাইন টেকনোলজিস নির্মিত টারবাইন পাওয়ারের MTT 420-RR, সর্বোচ্চ গতি ৪৩৯ কিমি প্রতি ঘন্টা
পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক (স্ট্রিট লিগ্যাল) কোনটি?
মেরিন টারবাইন টেকনোলজিস নির্মিত টারবাইন পাওয়ারের MTT 420-RR
পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক (স্ট্রিট লিগ্যাল নয়) কোনটি?
কাওয়াসাকি নির্মিত কাওয়াসাকি নিনজা H2R
ভারতের সবচেয়ে দ্রুততম বাইক কোনটি?
ভারতের সবচেয়ে দ্রুততম বাইক Kawasaki Ninja H2