জিডিপি অনুযায়ী দেশের তালিকা 2023: বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের তালিকা হল আজকে আমাদের প্রধান বিষয়। আমাদের পৃথিবীতে মোট ১৯৫ টি জাতিসংঘ স্বীকৃত স্বাধীন রাষ্ট্র রয়েছে। আয়তন ও জনসংখ্যার বিচারে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি যেমন ভিন্ন তথ্য প্রদান করে ঠিক সে রকমই অর্থনৈতিকভাবে বিশ্বের সেরা দেশ গুলির তথ্য আজকে নিচের দেওয়া তালিকাতে বর্ণনা করা হলো। বিশ্বের শীর্ষ 10 টি অর্থনীতির দেশ সহ বিশ্বের শীর্ষ 50 টি অর্থনীতির দেশ এর নাম জিডিপি ও জিডিপি পার ক্যাপিটা আয়ের তথ্য উল্লেখ করা হলো।
Table of Contents
Top Country by GDP in Bengali
বিষয়
জিডিপি অনুযায়ী দেশের তালিকা 2023
বিভাগ
আন্তর্জাতিক
তথ্যসূত্র
ইন্টারনেট
সাল
2023
শেষ আপডেট
আগস্ট, 2023
জিডিপি অনুযায়ী দেশের তালিকা 2023
জিডিপি অনুযায়ী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, এই দেশের মোট জিডিপি 26,854 বিলিয়ন ডলার, জিডিপি পার ক্যাপিটা 80,035 ডলার। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ হলো চীন, মোট জিডিপি 19,373 বিলিয়ন ডলার, চীনের জিডিপি পার ক্যাপিটা 13,072 ডলার। বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতির দেশ হলো জাপান, যে দেশের মোট জিডিপি 4,410 বিলিয়ন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা 35,039 ডলার। জিডিপি অনুসারে বিশ্বের সেরা 3 টি দেশের নাম আপনারা দেখলেন এবার নিচের তালিকায় বিশ্বের শীর্ষ 10 টি অর্থনীতির দেশ সম্বন্ধে আপনারা জানতে পারবেন।
জিডিপি হলো একটি দেশের এক বছরে কত আয় ও ব্যয় হয়েছে তার একটি পরিমাপ নির্দেশক। সংশ্লিষ্ট দেশ এক বছরে কত উৎপাদন করেছে, বাজারে উৎপাদকের প্রভাব সেগুলির মোট সমষ্টিকেই একত্রে জিডিপি আকারে প্রকাশ করা হয়। বিগত বছরের তুলনায় যদি বর্তমান বছরে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে তবে জিডিপি বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ওই দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে। GDP এর সম্পূর্ণ নাম হলো Gross domestic product বা মোট দেশজ পণ্য। বর্তমানে প্রত্যেকটি দেশের অর্থনীতি এই পদ্ধতি ব্যবহার করে বিশ্লেষণ করা হয়।
মাথাপিছু জিডিপি বলতে কি বুঝায়
মাথাপিছু জিডিপি বা ইংরেজিতে জিডিপি পার ক্যাপিটা হল একটি দেশে প্রত্যেকটি মানুষ গড়ে কত টাকা আয় করে থাকে সেই তথ্য। আমরা উপরের তালিকায় দেখেছি প্রত্যেকটি দেশের জিডিপি কত, এই মোট জিডিপিকে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করে একটি গড়ে মাথাপিছু জিডিপি নির্ণয় করা হয় যাকে আমরা সাধারণত জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি বলে থাকি। মাথাপিছু জিডিপির মাধ্যমে আমরা একটি দেশের অর্থনীতি, সেখানকার মানুষের কর্ম ক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ের পরিমাপ করতে পারি। মাথাপিছু জিডিপি অনুসারে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ হলো লুক্সেমবার্গ।
বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ, আমেরিকা, চীন, জাপান ও জার্মানির পরে ভারতের অবস্থান। ভারতের বর্তমান জিডিপি 3736 বিলিয়ন ডলার, এছাড়াও ভারতের মাথাপিছু জিডিপি 2061 ডলার। মাথাপিছু জিডিপির বিচারে ভারত বিশ্বের 139 তম দেশ। জনসংখ্যায় ভারত বর্তমানে বিশ্বের এক নম্বর দেশ ভারতের জনসংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা এই নিবন্ধটি পড়তে পারেন,
বাংলাদেশের বর্তমান জিডিপি হলো 420 বিলিয়ন ডলার, মোট জিডিপির তালিকায় বাংলাদেশ বিশ্বের 37 তম স্থানে রয়েছে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি হলো 2470 ডলার, মাথাপিছু জিডিপির বিচারে বাংলাদেশ বিশ্বের 145 তম দেশ। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 16 কোটি, বাংলাদেশের জনসংখ্যার বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের এই নিবন্ধটি পড়তে পারেন,
আজকের এই নিবন্ধে আমরা অর্থনৈতিকভাবে বিশ্বের সেরা দেশ গুলি সম্বন্ধে বিস্তারিত জানলাম এই ধরনের আন্তর্জাতিক শিক্ষনীয় নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
প্রশ্নোত্তর: জিডিপি অনুযায়ী দেশের তালিকা
জিডিপি কিভাবে নির্ধারণ করা হয়?
একটি দেশে সেখানকার জনগণ গড়ে কত টাকা ব্যয় করেছে বা আয় করেছে, সেই দেশের সরকার কত টাকা খরচ করেছে, এক বছরে দেশের উৎপাদন মূল্য কত ইত্যাদি বিষয় নির্ধারণ করে জিডিপি প্রকাশিত হয়।
2050 সালে কোন দেশ সবচেয়ে ধনী হবে?
বর্তমান অর্থনীতির উপর নির্ভর করে 2050 সালে যে দেশগুলি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হতে পারে সেগুলি হল 1.চীন 2.ভারত 3. আমেরিকা।
2030 সালে ভারতের জিডিপি কত হবে?
6 ট্রিলিয়ন ডলার 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতি হতে পারে বলে ধারণা করা হয়।
ভারত কি বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?
2075 সালে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে এমনই ধারণা করা হচ্ছে এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা এটাই মনে করছেন।