হাত দিয়ে নয়, মুখ দিয়ে সনু সুদের ছবি আঁকলেন এক ভক্ত। দেখুন ভিডিও

হাত দিয়ে নয়, মুখ দিয়ে সনু সুদের ছবি আঁকলেন এক ভক্ত। দেখুন ভিডিও

বর্তমানে ভারতে করোনা অতিমারিরীর দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে স্বাস্থ্য ব্যবস্থা ও প্রথম সারির কর্মীরা। এই সময় বিভিন্ন সেলিব্রেটিরা তাদের নিজেদের মতো করে সাহায্য করছে। কিন্তু করোনা অতিমারিরী হয়তো একদিন শেষ হয়ে যাবে তবুও ভারতবর্ষের মানুষ যার কথা ভুলতে পারবেনা তার নাম হলো সনু সুদ। 2020 সাল থেকে আজ পর্যন্ত তিনি যেভাবে ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়িয়েছেন তা কারও অজানা নয়।

তার এই কাজকে সম্মান জানিয়ে টুইটারে ‘আর্টিস্ট ইয়াসওয়ানথ‘ নামে এক যুবক সনু সুদের ছবি এঁকে ভাইরাল হয়েছেন। হাত দিয়ে নয় মুখ দিয়ে তিনি সনু সুদের সম্পূর্ণ ছবিটি এঁকেছেন। যার একটি হাই স্পিড ছোট ভিডিও করে তিনি টুইটারে শেয়ার করেছেন।

টুইটারে আর্টিস্ট ইয়াসওয়ানথ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “স্যার সনু সুদ, আপনিই সেই ব্যক্তি যিনি আমার মতো অনেককে আপনার নিঃস্বার্থ কাজ দিয়ে অনুপ্রাণিত করেছেন, হাজার হাজার মানুষকে সহায়তা করেছেন। আমি এইরকম একজন প্রশংসিত, এই সুন্দর চিত্রটির সাথে আপনাকে শ্রদ্ধা জানাতে চাই I আমি আপনার সাথে দেখা করতে চাই এবং স্যার এটি আপনার কাছে উপস্থাপন করতে চাই।”

Twitter source- @sonusood

আরো পড়ুন- Marvel Studios:THE ETERNALS এ থাকছেন এই ভারতীয় অভিনেতা

তার এই টুইটের উত্তর দিয়েছেন সনু সুদ, “তোমার সাথে অবশ্যই একদিন দেখা হবে ভাই”- টুইটারে লিখেছেন সনু সুদ। ছবিটির সম্পূর্ণ হওয়ার পর দেখা যাচ্ছে যে সনু সুদ অক্সিজেন সিলিন্ডার দিয়ে পৃথিবী তথা ভারত কে রক্ষা করছে।

Previous articleভারতের মহিলা ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলো এই প্রাক্তন অফস্পিনার
Next article30 মিলিয়ন সাবস্ক্রাইবার সম্পন্ন হলো Carryminati-র। কি বললেন তিনি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply