ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলো এই প্রাক্তন অফস্পিনার

ভারতের মহিলা ক্রিকেট দলের কোচের মেয়াদ শেষ হতেই বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে নতুন কোচের জন্য। এরপর মোট 35 জন হেড কোচ পদের জন্য আবেদন করেন। বিসিসিআইয়ের 3 জনের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি সুলক্ষন নায়েক, মদন লাল ও রুদ্র প্রতাপ সিংহ বাছাই করে 4 জনের ইন্টারভিউ নেয় এবং 13 মে ঘোষণা করে যে ভারতের প্রাক্তন অফ স্পিনার রমেশ পাওয়ার ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ রূপে নিযুক্ত হয়েছেন। বিসিসিআই অফিশিয়াল ওয়েবসাইটে সাংবাদিক বিবৃতি দিয়ে খবরটি প্রকাশ করেছে।

কে এই রমেশ পাওয়ার?

রমেশ পাওয়ার ভারতের প্রাক্তন জাতীয় দলের একজন অফস্পিনার ছিলেন। যিনি 2 টি টেস্ট ও 31 টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে এবং 27 টি আইপিএল ম্যাচ খেলেছেন।

রমেশ পাওয়ার এর কোচিং জীবন

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খুব বেশি না খেললেও কোচিং জগতে তার অভিজ্ঞতা যথেষ্ট আছে। তিনি ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ ছিলেন। এছাড়া সম্প্রতি সম্পন্ন হওয়া বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের কোচ ছিলেন রমেশ পাওয়ার এবং এবছর মুম্বাই ট্রফি জিতেছে তার অধীনে। ECB-তে তিনি লেভেল-2 পর্যায়ের কোচিং স্টাফ ছিলেন ও তিনি বিসিসিআইয়ের লেভেল-2 কোচিং কোর্স করেছেন।

Twitter source- @bcci

আরো পড়ুন- WTC ফাইনাল খেলেই অবসর নেবেন নিউজিল্যান্ড এই ক্রিকেটার

2018 সালে জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত রমেশ পাওয়ার ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন। তার অধীনেই ওই বছর মহিলা ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ছিল।

রমেশ পাওয়ার এর পূর্বে মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন WV রমন, কোচ থাকার কারণে তিনি সরাসরি ইন্টারভিউ তে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া রমেশ পাওয়ার, অজয় রাত্রা এবং হৃষিখেশ কণিতকরের ইন্টারভিউ নেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। এরপর রমেশ পাওয়ার কে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন